নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ...আমি!!! তবে আজকাল..........পাখী হয়ে যেতে ইচ্ছে করে নিশিজাগা এক অচেনা পাখী,পোকামাকড় খেয়ে নাহয় বেঁচে থাকবোএখন তো মানুষ ও পোকা খায়!!
সার্কাস সার্কাস সার্কাস
চলছে সারা রাজ্য ময়
দুই রমনির তামসা দেখে
দেশটাই সার্কাস মনে হয়।
ক্যামেরা আর ক্যামেরা
চলছে রিপোর্টিং
এক্টু পরপর ব্রেকিং নিউজ
টক শো, মিটিং, চিটিং।
ভাংচুর আর বোমাবাজি
পুড়ছে জানবাহন
মানুষ মারছে, মরছে মানুষ
নির্বাক জনগন।
দুই জনারই ক্ষমতার লোভ
কেউ শুনবেনা কারোটা
মসনদ তাদের চা-ই চাই
দেশের বাজুক বারোটা।
মজিব,জিয়া, ভাসানি আর
শহিদ বীরের দল
কোথায় তোমরা দেখে যাও
বাংলাদেশ অচল।
৩০ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:৫১
আশিক মাসুম বলেছেন: আর ভালো লাগা , খুব বিরক্ত হয়ে গেছি ওদের নাটক দেখে
২| ২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:৩৬
প্রোফেসর শঙ্কু বলেছেন: আমরা সার্কাসের জন্তু কতিপয়।
৩০ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:৫২
আশিক মাসুম বলেছেন: তা আর বলতে ।
৩| ২৮ শে অক্টোবর, ২০১৩ সকাল ৮:২৭
বটবৃক্ষ~ বলেছেন:
দুই রমনির তামসা দেখে
দেশটাই সার্কাস মনে হয়।
৩০ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:৫২
আশিক মাসুম বলেছেন: রিয়েলি।
৪| ২৮ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:০১
একজন আরমান বলেছেন:
মজিব,জিয়া, ভাসানি আর
শহিদ বীরের দল
কোথায় তোমরা দেখে যাও
বাংলাদেশ অচল।
৩০ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:৫৬
আশিক মাসুম বলেছেন: আফসুস আমরা অসহায়।
৫| ২৮ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৪০
হাসান মাহবুব বলেছেন: ছন্দে ছন্দে বাস্তবতা সুন্দর ফুটিয়ে তুলেছেন।
৩০ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:৫৭
আশিক মাসুম বলেছেন: হাসান ভাই ধন্যবাদ জানবেন ....... বাস্তবতা একটু বেশিই কঠিন।
৬| ২৮ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:০২
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: তুমি কে আমি কে!!!!! সং সং সং সং
৩০ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:৫৯
আশিক মাসুম বলেছেন: এই সং কোন দিনো বৃথা যেতে দিবনা।
৭| ২৮ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯
স্বপ্নবাজ অভি বলেছেন: আসলেই সার্কাস !
৩০ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:০০
আশিক মাসুম বলেছেন: কিচ্ছু বালারো নাই করারো নাই।
৮| ২৮ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৪৬
সোনালী ডানার চিল বলেছেন:
পরাবাস্তব সার্কাস!!
দারুণ পেইন্টিং!!
৩০ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:০১
আশিক মাসুম বলেছেন: হুমমমমম !!
৯| ২৯ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:৫২
নাজিম-উদ-দৌলা বলেছেন:
শেষের চার লাইন দারুন হয়েছে।
৩০ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:০২
আশিক মাসুম বলেছেন: দারুন লিখে কি হবে ভাই?
১০| ২৯ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:৫৬
শায়মা বলেছেন: মানুষ নিয়ে সার্কাস!!
৩০ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:০৩
আশিক মাসুম বলেছেন: মানুষ খুসিতে সার্কাসের প্রানি হতে চায়
১১| ১২ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:২৯
অদৃশ্য বলেছেন:
দারুন লাগলো আমার...
মাসুম ভাইয়ের জন্য
শুভকামনা...
১২ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৪২
আশিক মাসুম বলেছেন: ধন্যবাদ।ভালো থাকবেন
১২| ২১ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৭
বাগসবানি বলেছেন: হুম কষ্ট কইরে টিকিট কাটতে হয় না । আসেন পপকর্ণ খাই ।
২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:৩২
আশিক মাসুম বলেছেন: পপকর্ণ খওন ছারা আর কোন কামও নাই।
১৩| ২২ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫২
এজেপি অর্ক বলেছেন: সমস্যা হইলো সার্কাস এর পারফরমারেরা ওয়েল ট্রেইন্ড্ না, তাই এই লেজ-গোবরে অবস্থা
২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:৩৩
আশিক মাসুম বলেছেন: হ ঠিক কথা
১৪| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:১২
সেলিম আনোয়ার বলেছেন: আবারো সার্কাস হবে আগামী কাল ।
০২ রা মার্চ, ২০১৪ সকাল ৭:৩৬
আশিক মাসুম বলেছেন: হুম
১৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:০২
ইখতামিন বলেছেন:
কোথায়?
০২ রা মার্চ, ২০১৪ সকাল ৭:৩৬
আশিক মাসুম বলেছেন: আছি কোথাও।
©somewhere in net ltd.
১| ২৭ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:০১
মামুন রশিদ বলেছেন: পুরাই সার্কাস! ভাল লেগেছে ।