নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ...আমি!!! তবে আজকাল..........পাখী হয়ে যেতে ইচ্ছে করে নিশিজাগা এক অচেনা পাখী,পোকামাকড় খেয়ে নাহয় বেঁচে থাকবোএখন তো মানুষ ও পোকা খায়!!
ভেজা সমীরণ তব বহে
আজি বৃষ্টি জলের প্রেম তিথি প্রানে
আজি ঘুমহারা বিরহী হৃদয়
রঙ নেই এই দুষর সময় যেন ছুটে অচেনা কাহনে।
রাঁধার সিঁদুর ফিকে কৃষ্ণ ললাটে
নিয়ত তমসা ঢাকে মন,
হায় তুঁষের অনল গহীন পরাণে
হায় মৃত্তিকা ময় কায়া শেষ প্রয়াণে।
সুর লয় হীন যেন মিছে কবিয়াল
ফিরিঙ্গী ভাবনার অবোধ্য দেয়াল,
ওপারেতে সোনা রোদ ঊষা লগনে
প্রণয়ে মজিছে প্রান আলেয়া মগনে।
কুলের দিশা নাহি অমোঘ দেবালয় পানে ছুট
নাহি উপাস্য তথা অপাত্রে সদা সমাপন,
নির্লিপ্ত গগন দিশারী করম চর্চা
কীসে কোথা মিলে সরলা আপন।
উৎসর্গঃ
১১ ই জুলাই, ২০১৪ সকাল ৮:৪৫
আশিক মাসুম বলেছেন: আপনাকে অনেক ধ্ন্যবাদ শোভন ভাই। ভাই সে এক বিরাট ইতিহাস , সামু মনে হয় আমাকে ব্লগারের খাতা থেকে নাম কেতে দিয়েছিলো, অনেক দিন চেষ্টা করে পোস্ট দিতে পারছিলাম না তার পর উপেরের সহায়তায় পষ্ট দিশি তাড়াহুড়া করতে গিয়া উৎসর্গ নাম লিখতে ভুলে গেছি, তার পর ন্তুন সমস্যা পোষ্ট এডিট করতে পারিনা কারো কমেন্ট এর জবাব ও দিতে পারিনা .।। এরেই ক্য পরা কপাল
আজকে সব ঠিক হয়েছে ।
২| ২৯ শে জুন, ২০১৪ দুপুর ১২:৩৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুবই সুন্দর হইছে
১২ ই জুলাই, ২০১৪ সকাল ৯:৪৩
আশিক মাসুম বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
৩| ২৯ শে জুন, ২০১৪ বিকাল ৫:১২
মামুন রশিদ বলেছেন: কেমন আছেন আশিক মাসুম?
১২ ই জুলাই, ২০১৪ সকাল ৯:৪৪
আশিক মাসুম বলেছেন: মামুন ভাই আলহামদুলিল্লাহ্ ভালো আছি। আপনি কেমন আছেন?
৪| ৩০ শে জুন, ২০১৪ বিকাল ৩:৫৫
হাসান মাহবুব বলেছেন: কবিতায় করে যেন অতীত ভ্রমণ হলো। পুরোনো আঙ্গিকে লেখা। স্বাদ বদল ভালো লেগেছে।
১২ ই জুলাই, ২০১৪ সকাল ৯:৪৬
আশিক মাসুম বলেছেন: হাসান ভাই ইদানিং অতীত হাত্রে ফিরছি।
৫| ০১ লা জুলাই, ২০১৪ রাত ১:২৪
কান্ডারি অথর্ব বলেছেন:
উৎসর্গটা ভাল হইছে খুব
১২ ই জুলাই, ২০১৪ সকাল ৯:৪৮
আশিক মাসুম বলেছেন: ভাই এক নং কমেন্ট এর উত্তেরের দ্রষ্টব্য।
৬| ৩০ শে জুলাই, ২০১৪ সকাল ৭:৪৯
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +
৭| ৩০ শে জুলাই, ২০১৪ সকাল ৮:২১
হাসান মাহমুদ তানভীর বলেছেন: ভাল লাগলো।
©somewhere in net ltd.
১| ২৯ শে জুন, ২০১৪ দুপুর ১২:০৮
স্নিগ্ধ শোভন বলেছেন:
অনেক দিন পর দেখলাম।
কবিতায় ১ম ভালো লাগা। উৎসর্গের অন্তরালে কে আছেন ঠিক বুঝতে পারলাম না