নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ...আমি!!! তবে আজকাল..........পাখী হয়ে যেতে ইচ্ছে করে নিশিজাগা এক অচেনা পাখী,পোকামাকড় খেয়ে নাহয় বেঁচে থাকবোএখন তো মানুষ ও পোকা খায়!!
খুব ইচ্ছে করে মহুয়ার বনে যাই, কিছুটা নিবৃত্তে
কিংবা অসঙ্কোচের দেয়াল ডিঙিয়ে সস্তা বাজারে
কষ্ট বিকিয়ে বেরায় যে মানুষ গুলো
চেয়ে দেখি নির্ঘুম লাল চোখ।
খুব ইচ্ছে করে সুখ ছুয়ে দেখি একরতি,
বহু কালের অধরা বিশ্বাস বুকে আক্রে
কত কি করে বেড়াচ্ছে মানবতা!!
অমরাবতী আর প্রেম প্রণয়ের দারুণ রতি
বেসামাল ক্ষুধা শরীর মন কিংবা অন্তরালে,
বেড়ে যাচ্ছে দর হ্যা মানুষের দর
বেড়ে যাচ্ছে ক্ষুধার ভিন্নতা।
উৎসর্গঃ প্রিয় ব্লগার হাসান মাহবুব ভাই
২৭ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:১৪
আশিক মাসুম বলেছেন: ধন্যবাদ আপনাকে ।
২| ২৭ শে অক্টোবর, ২০১৪ রাত ২:০১
স্নিগ্ধ শোভন বলেছেন:
দারুণ!!!
আশাকরি ভালো আছেন। ব্লগে মিস করি আপনাকে।
শুভ কামনা সবসময় থাকবে।
২৭ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:১৬
আশিক মাসুম বলেছেন: শোভন ভাই আমি নিজেও অনেক অনেক মিস করি আপনাদেরকে।
জি ভালো আছি আপনি কেমন আছেন ?
৩| ২৭ শে অক্টোবর, ২০১৪ সকাল ৯:৫৩
মামুন রশিদ বলেছেন: দারুণ! ভাইজান হঠাৎ উদয় হন, আবার কই হারায়া যান!
২৭ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:১৯
আশিক মাসুম বলেছেন: হাহা আমি মৃত!! জানেন তো পুরুষ মানুষ ২ প্রকার।
শুভ কামনা থাকলো
৪| ২৭ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:৩৭
আলম দীপ্র বলেছেন: আমার চোখ থেকে এতো কবিতা বাদ যায় কেন !!!!
দারুন !
নিয়া গেলাম এখন ।
২৯ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:২৩
আশিক মাসুম বলেছেন: অনেক অনেক দন্যবাদ আলম ভাই।
৫| ২৭ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৫১
জাহাঙ্গীর.আলম বলেছেন:
ভাল লিখেছেন ৷
২৯ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:২৫
আশিক মাসুম বলেছেন: ধন্যবাদ ভাইয়া, ভালো থাকবেন।
৬| ২৭ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:১৫
হাসান মাহবুব বলেছেন: হাসান মাহমুদ আবার কে? তাকে তো চিনি না! ভালো লেগেছে কবিতা। তবে কয়েকটা টাইপো আছে যেমন,
মানুষ গুলু-গুলো
চেয়েদেখি- চেয়ে দেখি
২৯ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:২৮
আশিক মাসুম বলেছেন: টাইপো ঠিক করিলাম। সরি ভাই কবিতা আপনাকে উৎসর্গ করে লিখা।
ভাল থাকবেন।
৭| ২৭ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:০৮
তুষার কাব্য বলেছেন: দারুণ! লিখেছেন ৷
২৯ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:৩০
আশিক মাসুম বলেছেন: ধন্যবাদ।
৮| ২৮ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:০১
আমিনুর রহমান বলেছেন:
কেমন আছিস?
কবিতায় +
২৯ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:৩২
আশিক মাসুম বলেছেন: ভালো আছি ভাই, আপনি কেমন আছেন ?
এই ছোড ভাইডার একটা খবর ও নেন্না
৯| ২৯ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:৪৪
স্নিগ্ধ শোভন বলেছেন:
এই তো আছি যেমন রেখেছেন উনি।
২৯ শে অক্টোবর, ২০১৪ সকাল ৯:২৬
আশিক মাসুম বলেছেন: দোয়া করি তিনি যেনো সব সময় ভালো রাখেন।
১০| ৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:৫৬
কুয়াশায় ডাকা বলেছেন: বাহ, ভাগিনা তো দারুন লিখছ, চালিয়ে যাও
৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:১৩
আশিক মাসুম বলেছেন: দেখি চালাইতে পারি নাকি
১১| ০২ রা জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:০৯
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: ভালো লিখেছেন।
০২ রা জানুয়ারি, ২০১৫ দুপুর ১:২৬
আশিক মাসুম বলেছেন: তাই নাকি ?? সিউর আপনি ???
©somewhere in net ltd.
১| ২৭ শে অক্টোবর, ২০১৪ রাত ১:১৪
টুম্পা মনি বলেছেন: অমরাবতী আর প্রেম প্রণয়ের দারুণ রতি
বেসামাল ক্ষুধা শরীর মন কিংবা অন্তরালে,
বেড়ে যাচ্ছে দর হ্যা মানুষের দর
বেড়ে যাচ্ছে ক্ষুধার ভিন্নতা
সুন্দর লিখেছেন।