নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ...আমি!!! তবে আজকাল..........পাখী হয়ে যেতে ইচ্ছে করে নিশিজাগা এক অচেনা পাখী,পোকামাকড় খেয়ে নাহয় বেঁচে থাকবোএখন তো মানুষ ও পোকা খায়!!
আকাশের নীলাব আলোটা আজকাল কেমন নশ্বর লাগে
চিরচেনা প্রিয় রাত গুলু পাল্টে যাচ্ছে চক্র বৃদ্ধি হারে
চোখগেলো পাখিটাও আর চোখ ভেজায় না বিরহি মাতমে
অনুভুতি হীন এই বুকের শহরে বাকি থাকে শুন্যতা কেবল।
সখের হংস মিথুন কিবা দিঘির জলে জলকেলি খেলা রোদ
বুনু পবনের সোদা গন্ধ আড় রাদাচুড়ার সাখায় বাধা শালিকের বাসা
আজ আর আবেগ তারায় না কোন কিছুতেই যেনো।
২২ শে মে, ২০১৫ ভোর ৪:৫৭
আশিক মাসুম বলেছেন: ধন্যবাদ ভাই...লিখাটা হয়না আজকাল তেমন করে।
©somewhere in net ltd.
১| ২১ শে মে, ২০১৫ রাত ৮:৪৪
হাসান মাহবুব বলেছেন: অনেকদিন পর লিখলেন। শুভকামনা।