নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ...আমি!!! তবে আজকাল..........পাখী হয়ে যেতে ইচ্ছে করে নিশিজাগা এক অচেনা পাখী,পোকামাকড় খেয়ে নাহয় বেঁচে থাকবোএখন তো মানুষ ও পোকা খায়!!
ছুটে যাচ্ছে নিশিতূর্না, জ্যোৎস্না ধোয়া রাত্তিরের দেহে
বুনু উৎসবে হুহু শিতল বাতাসে ছরায় ঘাসের ভেজা ঘ্ন্ধ,
হিজলের বন ছাপিয়ে কেঁদে কেঁদে ফেরা মাছরাঙা
কিংবা বাউনডুলে পানকৌড়ির ডুব-সাতারের খেলা
আজ নিথর অমানিশা চারসন্ধ্যার নিকস অভিশাপে।
নিশিতূর্না বিরতিহীন, পাহাড়ের ওপারে হরিৎ ভালোবাসা কিংবা মলাটে মোড়ানো তাজা প্রত্যাশার এক রঙা রঙধনু
আষাঢ়ে মেঘে ঢেকে থাকা আকাশের বুকে
একরতি নীল সুখ কেবল ।
নিশিতূর্নার শেষ বগিতে একা আমি,
ঠিকানা জানা নেই অথচ আজো হেটে যাচ্ছি
দীর্ণ আতে জমা হচ্ছে তৃষা কিছুটা সাদামাটা অগুছালো
জলের ছোয়া নেই কোথাও।
নিশিতূর্না শেষ জংশনে কোন তাড়া নেই তবু
আছে কেবল দুরন্ত অপেক্ষা।
২৭ শে জুলাই, ২০১৫ সকাল ৯:৩৩
আশিক মাসুম বলেছেন: সালাম ভাই, কমই আসি সামুতে।ভালথাকবেন আপ্নিও।
২| ২৭ শে জুলাই, ২০১৫ দুপুর ১২:০২
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার লেখা! বহুদিন পর তোমারে দেখলাম আশিক!! খুব ভালো লাগলো।
২৯ শে জুলাই, ২০১৫ ভোর ৫:৩৪
আশিক মাসুম বলেছেন: কেমন আছেন ভাই? ফিরে আস্তে চাই
৩| ২৭ শে জুলাই, ২০১৫ দুপুর ১২:০৯
শতদ্রু একটি নদী... বলেছেন: বিতা সুন্দর। কিন্তু বানানে তো মনে হয় অনেক ঝামেলা
২৯ শে জুলাই, ২০১৫ ভোর ৫:৩৫
আশিক মাসুম বলেছেন: ভাই দুক্ষের কথা আর কয়েন্না
৪| ২৭ শে জুলাই, ২০১৫ দুপুর ১২:১০
শতদ্রু একটি নদী... বলেছেন: কবিতা সুন্দর
২৯ শে জুলাই, ২০১৫ ভোর ৫:৩৬
আশিক মাসুম বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে
৫| ২৭ শে জুলাই, ২০১৫ বিকাল ৩:১১
হাসান মাহবুব বলেছেন: সুন্দর।
২৯ শে জুলাই, ২০১৫ ভোর ৫:৩৬
আশিক মাসুম বলেছেন: সালাম ভাই।
৬| ২৮ শে জুলাই, ২০১৫ বিকাল ৩:৫০
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
চমৎকার কবিতা।+++
খুব ভাল লাগল।
২৯ শে জুলাই, ২০১৫ ভোর ৫:৩৭
আশিক মাসুম বলেছেন: ধন্যবাদ ভাই।
৭| ২৮ শে জুলাই, ২০১৫ বিকাল ৩:৫০
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
ব্লগ কি আবার হ্যাক হইছে নাকি?
প্রত্যেক পোস্টে কমেন্ট মুছা দেখতেছি।
২৯ শে জুলাই, ২০১৫ ভোর ৫:৩৭
আশিক মাসুম বলেছেন: আমি সিউর না।
৮| ২৮ শে জুলাই, ২০১৫ রাত ৮:২৩
তারছেড়া লিমন বলেছেন: ক্যারে ভাই কিরাম আছেন? শইলডা ভালাতো? কতদিন তুমারে দেখি ন্ । শেষ কথাগুলোর জন্য ১০০ লাইক।।।
২৯ শে জুলাই, ২০১৫ রাত ১০:৫৩
আশিক মাসুম বলেছেন: সালাম লিমন ভাই, ভালো আছি,আপনি কেমন আছেন?
৯| ০৭ ই আগস্ট, ২০১৫ দুপুর ১:২০
জাহাঙ্গীর.আলম বলেছেন:
অপেক্ষা হয়ত সুসময়ের ৷ স্নিগ্ধ অনুভূতির পাঠ ৷
০৮ ই আগস্ট, ২০১৫ সকাল ৯:১৮
আশিক মাসুম বলেছেন: ধন্যবাদ আপনাকে।
১০| ০৩ রা নভেম্বর, ২০১৫ সকাল ১১:২১
মোঃ সরব বাবু বলেছেন: সবার মন্তব্য দেখে আমার আর মন্তব্য করার তেমন কিছু নেই। তবুও ইচ্ছা করে বাউনডলে পানকৌড়ির মতো ডুব সাঁতারে খেলা করার।আর নিশিতূর্ণার শেষ বহিতে তোমার সাথে বসার।
©somewhere in net ltd.
১| ২৭ শে জুলাই, ২০১৫ সকাল ৯:০৫
লেখোয়াড়. বলেছেন:
আশিক মাসুম অনেক দিন পর, কেমন আছেন?
ব্লগে অনেক কম দেখি আপনাকে।
ভাল থাকেন।