নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ...আমি!!! তবে আজকাল..........পাখী হয়ে যেতে ইচ্ছে করে নিশিজাগা এক অচেনা পাখী,পোকামাকড় খেয়ে নাহয় বেঁচে থাকবোএখন তো মানুষ ও পোকা খায়!!
বেশ্যার আবার শরম কিগো,
ঘামেভেজা গতরে গরম ভাতের বাসনা আর
অবুক্ত শিশুর মুখে নিভু হাসির মলাটে মোরা কথিত স্বাধীনতা।
তোমাগো মুখে শোকের কথা শুনে আমার পিত্ত পোড়ে
এদেশে বারমাসি নিদারুন শোক
কেমনে আগস্টের কেবল এক দিবসিয় প্রহসন
মুখোসের ওপারে উলনঙ অবয়।
মিথ্যে আশে কিনে নেয়া স্তনে বারো পুরুষের হাত
আহা রে পুরুষালি।
১৭ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৫৩
আশিক মাসুম বলেছেন: পেয়েগেছি Google এর কোন এক চিপায়
২| ১৭ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৪৯
বিজন রয় বলেছেন: আরে বাসসসসস!!!
আপনি!! কেমন আছেন?
এতদিন পর পোস্ট দিলেন!!!! প্রায় তিন বছর পর!!!
বলুন আপনার কথা।
এতদিন ব্লগ ভুলে থাকলেন কি করে?
১৭ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৫৫
আশিক মাসুম বলেছেন: জি ভাল আছি, আপনি ভালো আছেন?
নাহ ব্লগ ভুলে থাকিনি, কেবল বরাবর আমি একজন নিরব ব্লগার
৩| ১৭ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৫৮
সেলিম আনোয়ার বলেছেন: বহুদিন পর আপনার উপস্থিতি আশিক মাসুম খুব ভালো লাগলো।
কবিতায় দ্রোহের ছুঁয়া সুস্পষ্ট ।
১৭ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:০১
আশিক মাসুম বলেছেন: সেলিম ভাই ধন্যবাদ.. …
দ্রোহ
৪| ১৭ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:১৭
রাজীব নুর বলেছেন: চমৎকার।
১৮ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:০১
আশিক মাসুম বলেছেন: ধন্যবাদ
৫| ১৭ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৫২
আকিব হাসান জাভেদ বলেছেন: পুরুষালি ।। জগৎতটাই পুরষালি । সুন্দর ।
১৮ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:০৩
আশিক মাসুম বলেছেন: কাপুরুষ এর পুরুষালি
৬| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৩০
ফারিহা হোসেন প্রভা বলেছেন: ভালো হয়েছে স্যার। +++
০৫ ই জুন, ২০১৯ সকাল ১০:১৬
আশিক মাসুম বলেছেন: আমি আবার স্যার হলেন কপে ???
©somewhere in net ltd.
১| ১৭ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৪৭
মাহের ইসলাম বলেছেন: ছবিটা পছন্দ হয়েছে।
কোথায় পেলেন ?