![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামুতে প্রায় সময় নতুন ব্লগারদের জেনারেল/সেফ হওয়া নিয়ে বিভিন্ন আক্ষেপমূলক পোস্ট লক্ষ্য করা যায়। এই আক্ষেপের কারণটা শুধুমাত্র ভূক্তভোগীরাই ভাল জানেন। সামুর নতুন ব্লগারদের জন্য নীতমালায় একটি অন্যতম শর্ত হচ্ছে যতক্ষণ পর্যন্ত একজন নতুন ব্লগার প্রথম পাতায় এক্সেস না পাবেন, ততক্ষণ পর্যন্ত তিনি জেনারেল বা সেফ হতে পারবেননা।
আজ ২৩শে অক্টোবর সকাল ৯:৪৮ মিনিটে জনৈক ব্লগার শহিদশানু সামুর প্রথম পাতায় ক্যান্সার থেকে বাঁচাতে পারে ৮টি মশলা ~ শিরোনামে একটি পোস্ট করেন।
ঐ একই ব্লগার মাত্র ১৯ মিনিটের ব্যবধানে সকাল ১০:০৭ মিনিটে লগি-বইঠা ও দা-কুড়ালের হুমকি শিরোনামে আরেকটি পোস্ট দেন; যা প্রথম পাতায় প্রকাশ পায়।
পুনরায় মাত্র ২০ মিনিটের ব্যবধানে অর্থাৎ সকাল ১০:২৭ মিনিটে উক্ত গুণী ব্লগার BANGLADESH নামটির পূর্ণ রূপ কি দেখুনঃ- শিরোনামে একটি পোস্ট করেন; যা যথারীতি প্রথম পাতায় শোভা পায়।
অনুরূপভাবে এর মাত্র ১৬ মিনিট পরে সকাল ১০:৪৩ মিনিটে প্রতিভাবান ব্লগারের অন্য একটি পোস্ট ভাল প্রেমিক চিনবেন যেভাব শিরোনামে প্রথম পাতায় প্রকাশ পায়।
এখানেই শেষ না...পূর্ববর্তী ব্লগটির মাত্র ৩ মিনিট পরেই সকাল ১০:৪৬ মিনিটে এই মহাকীর্তিবান ব্লগারের হিউম্যান সাইকোলজি বলে, শিরোনামে আরও একটি পোস্ট প্রথম পাতায় প্রকাশিত হয়।
এর ধারাবাহিকতায় সকাল ১০:৫৭ মিনিটে --বাবাকে নিয়ে অসাধারন একটি পোস্ট।---- উনি আরও একটি ব্লগ লিখে রেডি রাখছেন (যা হয়তো অল্প কিছুক্ষণের মধ্যেই প্রথম পাতায় দেখা যাবে)।
সুপ্রিয় পাঠকবৃন্দ, এবার বুঝতে চেষ্টা করুন কেন নতুন ব্লগারদের সামুতে জেনারেল বা সেফ হতে ২/৪ বৎসর সময় লাগে?
কারণ- সামুর আছে শহিদশানুদের মত জ্ঞানী-গুণী, প্রতিভাবান ব্লগার। যারা মাত্র ৩ মিনিটেই একটি মানসম্পন্ন ব্লগ লিখতে পারেন (যা প্রথম পাতায় প্রকাশ হওয়ার যোগ্য)।
আমারমত যেসকল হতভাগারা এখনও সামুর ওয়াচিং এ আছেন, তারা আর দেরী না করে অন্য যেকোন ব্লগ সাইট থেকে কপি-পেস্ট শুরু করুন অথবা বা...-ছাল যা ইচ্ছা লিখুন...
সেফ ৯৯৯৯৯৯৯৯৯৯৯৯৯৯৯৯৯৯৯৯৯৯৯৯৯৯৯৯৯৯৯৯% নিশ্চিত!!!!!!
©somewhere in net ltd.