![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
--পরমগুরু আব্দুল বাহা--
তোমার হৃদয় বাগানে প্রেমের গোলাপ ব্যাতিত , অন্য কিছুই বপন করো না ।
*
ঘৃনার মনোভাব কে তার থেকে “শক্তিশালী ভালোবাসা”র মনোভাব দিয়ে অবশ্যই ধ্বংশ করতে হবে ।
*
…আমার প্রার্থনাকে একটি অগ্নিতে পরিনত কর , যা তোমার সৌন্দর্য দর্শন হতে বাধা প্রদানকারী পর্দাগুলো (বিভ্রান্তি গুলো) পুরিয়ে ফেলবে এবং একটি আলোকে পরিনত কর যা আমাকে তোমার উপস্থিতির মহাসাগরের দিকে পরিচালিত করবে ।
*
তোমরা একি বৃক্ষের ফল এবং একই শাখার পত্রসমূহ ।
*
তোমারি দিকে তোমার চক্ষু ফিরাও , যেন তুমি আমাকে তোমারি মধ্যে অবস্থানকারী শক্তিসালী , প্রতাপসম্পন্ন ও চীরস্থায়ী দেখতে পাও ।
*
যদি আমার ভৃত্য তোমার কাছে কিছু চায় , তবে তাকে নিরাশ করে ফিরিয়ে দিয়ো না , কারন তার মুখমন্ডল আমারই মুখমন্ডল , অতএব আমার সামনে লজ্জিত হও ।
*
হে মানব সন্তান ! তোমার হৃদয়ের আনন্দে আহলাদিত হও , যেন তুমি আমার সাক্ষাত লাভ করতে পারো এবং আমার সৌন্দর্য প্রতিফলিত করবার উপযোগী হতে পার ।
হে মানব সন্তান ! আমার সামনে বিনীত হও , যেন আমি তোমার কাছে অবতরন করতে পারি এবং আমার প্রত্যাদিষ্ট ধর্মকে জয়যুক্ত করবার জন্য সাহায্যকারী হও , যেন তুমি আমার রাজ্যে জয়ী হতে পারো ।
*
হে আমার মৌখিক বন্ধু ! একটুখানি চিন্তা কর ! তুমি কি কখনো শুনেছ যে , বন্ধু ও অপরিচিত ব্যক্তি একই হৃদয়ে বাস করে ? অতএব , অপরিচিতকে হৃদয় হতে বহিষ্কার কর , যেন প্রিয়তম নিজ আবাসে প্রবেশ করতে পারে ।
-মহান বাহাউল্লাহ
উপরের কথাগুলো পরলেই বুঝা যায় কতটা মানবিক-কতটা বিশ্বজনীন এই বাহাই ধর্ম।
ইরান হচ্ছে দুনিয়াতে বেহেস্তের বাগান, যেখানে ফুটে ছিল পরম প্রিয় ফুল এই বাহাই ধর্ম , যার সুবাসে আজ সারা জাহান বিভোর । বর্বর শাসকের নির্মমতাও হার মেনেছে তাদের সার্বোজনিন প্রেমের আহবানের কাছে ।পারস্যের ততকালীন বাদশা , বাহাইদের নিশ্চিহ্ন করার জন্যে এমন কোন অত্যাচার নাই যে বাকী রেখেছিল , তবু সত্য ও সুন্দরের কাছে শেষ পর্যন্ত হার মানতেই হয় মিথ্যা অহংকারকে , সেটা এখনো প্রমান দিয়ে চলেছে বাহাইরা সারা পৃথিবীতে ছড়িয়ে পরে । সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল এমন উদার ধর্ম দ্বিতীয়টি আর দেখা যায় না , যেখানে ধর্মীয় দাঙ্গা এখন নিত্যদিনের ব্যপার ।
জীবন-মৃত্যুকে ছাড়িয়ে এ ধর্ম এক মহাজীবনের কথা বলে , বলে মানুষের সাথে স্বয়ং স্রষ্টার মহাপ্রেমের কথা , যে প্রেমের স্বর্গীয় স্পর্সে সব মানুষ এক ও অবিছিন্ন মহাশক্তিতে পরিনত হয় । নিজের ভেতরে থাকা প্রেমের মহাশক্তিকে কিভাবে জাগিয়ে তুলতে হয় এবং ধর্ম বর্ন নির্বিশেষে সবখানে ছড়িয়ে দিতে হয়, এ ধর্ম সেই শিক্ষাই দেয় ।নারী-পুরুষের সমতার কথা-প্রেমোময় সম্পর্কের কথা বাহাই ধর্ম জোড় দিয়ে বলে , তালাক প্রথা বা বহু বিবাহ প্রথা এই ধর্মে নিষিদ্ধ , যেখানে বহু বিবাহ বা ব্যাভিচার সারা বিশ্বে মারাত্মক সামাজিক সংকট সৃষ্টি করছে ।অন্ধ বিশ্বাস কে এই ধর্মে নিরুতসাহিত করে- বিজ্ঞান সম্মত চর্চাকে উতসাহ প্রদান করা হয়েছে । মানুষে মানুষে বিভেদ ও সংঘর্ষে জর্জরিত ক্ষত বিক্ষত এ পৃথিবীতে- এ ধর্ম আজ সব ধর্মের সব মানুষের জন্যেই স্বয়ং স্রষ্টার আশীর্বাদ ।বাহাই ধর্ম বলেনা কোন ধর্ম বড় বা ছোট বরং শিক্ষা দেয় নিজ ধর্ম ধরে রেখে কিভাবে বিশ্ব নাগরিক হওয়ার পথে এগিয়ে যাওয়া যায় ।সব ধর্ম বর্ন গোত্র নির্বিশেষে সবাইকে নিয়ে একটি মানবিক বিশ্ব সমাজ প্রতিষ্ঠায় বাহাই ধর্ম নিরন্তর সংগ্রাম করে চলেছে , এ মহান সংগ্রামের জন্য তাদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা । তাই আমরা যেই ধর্মেরি অনুসারী হই না কেন , এ্টা নিশ্চিত যে- এই ধর্মের সাথে অটুট সম্পর্ক , আমাদের জন্য আশাবাদী কিছু বয়ে আনবে ।
নিবেদক,
আব্দুল গফুর রবিন
Mobile Phone: 01776467748
২২ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:০৮
রবিনের প্রান "বাংলাদেশ" বলেছেন: যে তালাক দেয় , সে বাহাই না
২| ২২ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৫০
ব্লগার রানা বলেছেন: ইরানের তৎকালীন বাদশা কে?
আপনি কি বাহাই ধর্মের অনুসারী?আপনার পিতা-মাতাও কি এ ধর্ম পালন করে?
বাহাই ধর্মের কোন কমিউনিটি আছে বাংলাদেশে?
এদেশে কবে থেকে এ ধর্ম প্রচারিত হয়?
২২ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:১৪
রবিনের প্রান "বাংলাদেশ" বলেছেন: Click This Link , Click This Link
তথ্য সুত্রঃ ইন্টারনেট , মহান বাহাউল্লার “নিহিত বাক্যাবলী” , http://www.bahai.org , http://www.bahaullah.org/
----
হে আমি বাহাই , আামি বিশ্য নাগোরিক । না আমার পিতা মাতা এই ধর্মের অনুসারি না । হা বাংলাদেশে তারা আছেন । ধর্ম টি প্রচারে তেমন কোন উদ্যগ চোখে পরে না ।
৩| ২২ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:১৯
শিপু ভাই বলেছেন:
ইসলাম আল্লাহ মনোনিত একমাত্র ধর্ম বা জীবনব্যবস্থা!!!
২২ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৪৭
রবিনের প্রান "বাংলাদেশ" বলেছেন: যে কোন ভাল কিছুই আল্লাহ মনোনিত
৪| ২২ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৪৭
কামরুল ইসলাম (সুমন) বলেছেন: ইসলাম আল্লাহ মনোনিত একমাত্র ধর্ম বা জীবনব্যবস্থা!!!
২২ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৪৯
রবিনের প্রান "বাংলাদেশ" বলেছেন: যে কোন ভাল কিছুই আল্লাহ মনোনিত
৫| ২২ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৫৩
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: সব ধর্মের সব মানুষের জন্য বাহাই ধর্ম, কিন্তু যুক্ত হবার পর তারা সবাই বাহাই।
যেমন, সব ধর্মের সব মানুষের জন্য ইসলাম ধর্ম, কিন্তু যুক্ত হবার পর তারা সবাই মুসলিম।
সব ধর্মের সব মানুষের জন্য বর্তমানে খ্রিষ্টধর্ম, কিন্তু যুক্ত হবার পর তারা খ্রিষ্টান।
সব ধর্মের সব মানুষের জন্য স্যাটানিক কাল্ট, কিন্তু যুক্ত হবার পর তারা সবাই স্যাটানিক।
এইদিকে ব্যতিক্রম শুধু ইহুদির মত কিছু ধর্ম।
বাহাই সম্পর্কে জানতে পারছি। আপনাকে ধন্যবাদ।
২২ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০৩
রবিনের প্রান "বাংলাদেশ" বলেছেন: বাহাই মুসলিম , বাহাই খ্রিস্টান আছে । বাহাই ইবাদত কেন্দ্রে সব ধর্মের উপাসনালয় আছে ।
৬| ২২ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৫৬
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: বাহাই ধর্ম সম্পর্কে আলোচনা হোক,
বাহাই আর সব ধর্মের মতই একটা ধর্মমত।
আমরা শ্রদ্ধার সাথে পারস্পরিক আলোচনা করব।
অন্ধের মত কেউ যেন আক্রমণ করে না বসি।
২২ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০৪
রবিনের প্রান "বাংলাদেশ" বলেছেন: hmm
৭| ২২ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১১
আহলান বলেছেন: সব ধর্মই ভালো কথা বলে
২২ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১৫
রবিনের প্রান "বাংলাদেশ" বলেছেন: হমম
৮| ২২ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২৪
ব্লগার রানা বলেছেন: অন্ধ আক্রমণ না , ভাই আপনার মা বাবা মুসলিম? কি কারনে আপনি অন্য দেশে গিয়ে বাহাই ধর্ম গ্রহণ করলেন? আর এখন ব্লগ-এ এসে এর প্রচার চালাচ্ছেন?????
২২ শে মার্চ, ২০১৩ রাত ৮:৩৭
রবিনের প্রান "বাংলাদেশ" বলেছেন: বাহাই কে কোন ট্রাডিশনাল ধর্মে নেয়া যাবেনা । ধর্ম গুলো যদি রেল গাড়ি হয় , তাহলে বাহাই হচ্চে প্লাট ফর্ম , যেখানে সব ধর্মের মানুষের বিশ্রামের অধিকার আছে । ঐক্য ও মানবতাই বাহাই এর মুল কথা । কোন ধর্ম ত্যাগের কথা বাহাই এ নেই , কে বল্লো , আমি ইসলাম ত্যাগ করেছি ?
৯| ২২ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩৪
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: হুম কইলে তো শেষই। বাই।
২২ শে মার্চ, ২০১৩ রাত ৮:৩৮
রবিনের প্রান "বাংলাদেশ" বলেছেন: Never say good bye , Welcome you , My dear friend ...
১০| ২২ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫০
সিদ্ধার্থ. বলেছেন:
গুড পোস্ট ।ভালো লাগলো পরে ।এরকম হলে দুনিয়ায় কত শান্তি থাকত ।আচ্ছা নাস্তিক কি বাহাই ধর্ম গোত্র হতে পারে?
তিন নাম্বার কমেন্টের উত্তর টা আমার অসাধারণ লাগলো ।
২২ শে মার্চ, ২০১৩ রাত ৮:৩৮
রবিনের প্রান "বাংলাদেশ" বলেছেন: hmm , hote pare
১১| ২২ শে মার্চ, ২০১৩ রাত ৯:৩৯
শিপু ভাই বলেছেন:
ইসলামই পরিপূর্ণ। অন্য কিছু বা অন্য কোন মতাদর্শ অনাবশ্যক!!!
২২ শে মার্চ, ২০১৩ রাত ১০:২৯
রবিনের প্রান "বাংলাদেশ" বলেছেন: ইসলাম মানে মানবতা , বাহাই মানে মানবতা । মানবতা ছাড়া অন্য কিছু বা অন্য কোন মতাদর্শ অনাবশ্যক!!!
১২| ২২ শে মার্চ, ২০১৩ রাত ১১:৩৮
পানকৌড়ি বলেছেন: দুনিয়ায় সব ভাল কথা বলা শেষ,
এখন ভাল কাজ করার পালা ।
১৩| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ১২:১২
রবিনের প্রান "বাংলাদেশ" বলেছেন: hmm
১৪| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ১২:১২
রবিনের প্রান "বাংলাদেশ" বলেছেন: hmm
১৫| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ১২:১৯
সরোজ রিক্ত বলেছেন: লেখক বলেছেন: বাহাই মুসলিম , বাহাই খ্রিস্টান আছে । বাহাই ইবাদত কেন্দ্রে সব ধর্মের উপাসনালয় আছে
এটা কি আকবর-এ-এলাহীর মত খিচুড়ি ধর্ম!!
১৬| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ১২:২১
রবিনের প্রান "বাংলাদেশ" বলেছেন: hmm
১৭| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ১২:২৫
রবিনের প্রান "বাংলাদেশ" বলেছেন: vai , somman din ebong nije sommanito hon
১৮| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ৮:২০
রবিনের প্রান "বাংলাদেশ" বলেছেন: love for all
©somewhere in net ltd.
১|
২২ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:২৯
দিশার বলেছেন: বাহ ইফেন্দী!
বাহাই ধর্মে তালাকের শাস্তি কি ?