![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বর্তমানে বিশ্বে সুন্দর মুখ না , সুন্দর বাচন ভঙ্গীর জয় সর্বত্র । “কথা” বিশ্বের সেরা আর্ট , শুধু কথা দিয়েই জয় করা যায় সব কিছু । আসুন এ বিষয়ে আরো পরিষ্কার হইঃ
অবাস্তব কথা বললে , মানুষ জেনে যায় যে এটা একটা গাধা , আর গাধার ওপর যত ঝামেলা আছে , সবাই তা চাপিয়ে দেয় ।
বেশী বুঝার ভান করে কথা বললে , মানুষ জেনে যায় এটা একটা শিয়াল এবং এর ব্যাপারে সবাই সাবধান হয়ে যায় ।
নিজেকে দুর্বল করে বা অন্যকে ছোট করে কথা বললে , মানুষ বুঝে যায় যে , লোকটা অতি দুর্বল শ্রেনীর একধরনের মানুষ রূপী প্রানী ।
সিরিয়াস নীতি কথা , সরাসরি প্রশংসা বা মায়া দেখিয়ে ঢং করে কথা বললে , মানুষ বুঝে যায় লোকটা ভদ্র লোকের মুখোশ পরা ৪২০
উত্তেজিত হয়ে কথা বললে , মানুষ জেনে যায় যে , লোকটি লোভী প্রকৃতির । নিজের স্বার্থ হাসিলের জন্যে পাগলা কুকুরের মত আচরন করছে ।
এতক্ষন নেগেটিভ লোকদের নিয়ে আলোচনা করলাম এবার আসেন পজিটিভ কিছু কথা বলিঃ-
একজন সহজ মানুষের কথা বার্তাও হয় সহজ সাবলীল । কোন কৃত্তিম ভাব বঙ্গী থাকেনা তার আচরনে । একধরনের দরবেশী নীরবতায় তার প্রকাশ ভঙ্গী হয় শিশুসুলোভ । “দরবেশী নীরবতা”য় তার বিশালতা প্রকাশ পায় আর শিশুসুলোভ সরলতায় তার “কিছুই না” মনোভাব প্রকাশ পায় ।
২| ১৪ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:২৯
সেলিম আনোয়ার বলেছেন: শুধু কথা নয় কাজও ।আমিএএমনএকজনের সম্পর্কে জানি যার কথায় আমার মনে হত ভীতুই নাকি?আসলে অপ্রতিদ্বন্দী সাহসী। কোন করারআগে যাচাইয়ের জন্য ওমনটা করতো। সিদ্ধান্ত নিয়ে বাঘের চেয়েও প্রচন্ডতায় কাজ করে ফেলতো।
৩| ১৪ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৩২
শায়মা বলেছেন: সেলিম আনোয়ার বলেছেন: শুধু কথা নয় কাজও ।আমিএএমনএকজনের সম্পর্কে জানি যার কথায় আমার মনে হত ভীতুই নাকি?আসলে অপ্রতিদ্বন্দী সাহসী। কোন করারআগে যাচাইয়ের জন্য ওমনটা করতো। সিদ্ধান্ত নিয়ে বাঘের চেয়েও প্রচন্ডতায় কাজ করে ফেলতো।
ভাইয়া তোমার কথা শুনলে মানে পড়লে মাঝে মাঝে আমার হার্টফেইল হয় হাসতে হাসতে। এই সব কি কথা? বাঘ শিয়াল, সিংহ, পাকা রঙ, কাঁচা রঙ? কে তোমাকে এই সব শব্দ, বাক্য , চিন্তাভাবনা শিখাইছে?
৪| ১৪ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৪০
সেলিম আনোয়ার বলেছেন: শায়মামনি। মামুন ভাই।তার চেয়ে নরম মানুষআমি দেখিনি। তার চেয়ে সাহসী মানুষওআমি দেখিনি।তার মত জনপ্রিয় লোকওআমি দেখিনি তার ভয়ে ছাত্রলীগ ছাত্রদলএকঘাটে পানি খেত তোমাকে সময়পেলে সে ব্যাঘ্র মানুষের কথা বলবো। তারএকান্ত সান্নিধ্যে আমার মধ্যে ওটা চলেএসেছে। হয়তো অনেকেই ভুল বুঝে।নাফেরার দেশে ভাল থাকুক তিনি।
এই যে ঈদ। ।।ঈদ ঘিরে তার সঙ্গেআমার যত স্মৃতি সবগুলো ভেসেআসছে মনে।
৫| ১৪ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৪১
রবিনের প্রান "বাংলাদেশ" বলেছেন: এতক্ষন নেগেটিভ লোকদের নিয়ে আলোচনা করলাম এবার আসেন পজিটিভ কিছু কথা বলিঃ-
একজন সহজ মানুষের কথা বার্তাও হয় সহজ সাবলীল । কোন কৃত্তিম ভাব বঙ্গী থাকেনা তার আচরনে । একধরনের দরবেশী নীরবতায় তার প্রকাশ ভঙ্গী হয় শিশুসুলোভ । “দরবেশী নীরবতা”য় তার বিশালতা প্রকাশ পায় আর শিশুসুলোভ সরলতায় তার “কিছুই না” মনোভাব প্রকাশ পায় ।
৬| ১৪ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৪৮
রাজীব নুর বলেছেন: সহজ সরল সত্য কথা ।
১৪ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৫৭
রবিনের প্রান "বাংলাদেশ" বলেছেন: হমম
৭| ১৪ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৫২
শায়মা বলেছেন: ভাইয়া মাঝে মাঝে আমাকে অনেকে বলে আমি ভালোমানুষ যেমন রাজীব নূরভাইয়া কালকে আমাকে বলেছে। আর মাঝে মাঝে মানুষ আমাকে বলে মহা শয়তানের লাঠি।
যেমন আরেকজন আজকে বলেছে।
যাইহোক এখন বলো কথা দিয়ে ভালোমানুষ বুঝবো কেমনে?
১৪ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৫৬
রবিনের প্রান "বাংলাদেশ" বলেছেন: একজন সহজ মানুষের কথা বার্তাও হয় সহজ সাবলীল । কোন কৃত্তিম ভাব বঙ্গী থাকেনা তার আচরনে । একধরনের দরবেশী নীরবতায় তার প্রকাশ ভঙ্গী হয় শিশুসুলোভ । “দরবেশী নীরবতা”য় তার বিশালতা প্রকাশ পায় আর শিশুসুলোভ সরলতায় তার “কিছুই না” মনোভাব প্রকাশ পায় ।
৮| ১৪ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:২৯
অস্পিসাস প্রেইস বলেছেন:
পড়া দরকার ছিল। পড়লাম।ভাল লিখেছেন।
(আপনার পোস্ট পড়ে কমেন্ট কিভাবে করব ভুলে গেসি )
১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৫৬
রবিনের প্রান "বাংলাদেশ" বলেছেন: ধন্যবাদ
৯| ১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৩৯
হিংস্র ঈগল বলেছেন: কথার চেয়ে কাজ বেশি গুরুত্তপূরন। এমন অনেক মানুষ আছে যাদের কথা ঘন্টার পর ঘণ্টা শুনলেও বোরিং লাগে না। কিন্তু কাজের বেলায় এদের পাত্তা নাই। আমার নিজের এলাকায় এরকম দুই গ্রুপ আছে। একটা হল তাবলীগ আর অন্যটা এমএলএম। এই দুই পার্টির কথা শুনলে মনে হয় আহা কি শান্তি!! সবাই কেমন আমার উপকারের জন্য উঠে পড়ে লেগেছে।
কিন্তু দরকারের সময় টেলিস্কোপ দিয়ে খুঁজলেও এইগুলাকে পাওয়া যায় না।
১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৫৫
রবিনের প্রান "বাংলাদেশ" বলেছেন: ওনাদের ৪২০ কথার মাঝেই পাবেন
©somewhere in net ltd.
১|
১৪ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:২৪
শায়মা বলেছেন: একদম ঠিক! কথা দিয়েই বুঝা যায় অনেক কিছুই! যত সুন্দর চেহারাই হোকনা কেনো কথা দিয়েই বুঝা যাবে সে ঠিক কেমন।

আমার দাদী বলতো,
মূর্খ ততখন শোভা পায় যতখন চুপ থাকে।
মানে কেউ যদি কিছু না জেনে, বুঝার ভান করে উলটা পালটা শুরু করে তখনি ধরা পড়ে।
তোমার লেখাটা অনেক ভালো লাগলো ভাইয়া।