নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

--“সুহে থাকতে ভূতে কিলায়” মেন্টাল হসপিটাল--

রবিনের প্রান "বাংলাদেশ"

E-mail : [email protected]

রবিনের প্রান "বাংলাদেশ" › বিস্তারিত পোস্টঃ

বানি উপহার

১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৫৪

তোমার মন হচ্ছে – বাগান

তোমার চিন্তা হচ্ছে – বীজ

এখন তুমি ফুলও জন্মাতে পারো আবার আগাছাও জন্মাতে পারো , এটা শেষ পর্যন্ত তোমার ওপরেই নির্ভর করে ।

-ইন্টারনেট





প্রতিটা শ্বাসে- অনুভবে আমার “কৃতজ্ঞতা”

প্রতিটা প্রশ্বাসে- অনুভবে আমার “ধন্যবাদ”

প্রতিটা শ্বাসে- আমার অনুভবে “আনন্দ”

প্রতিটা প্রশ্বাসে- আমার অনুভবে “সম্মান”

~ Thich Nhat Hanh



প্রতিদিন, ভক্তরা কত জটিল সব আরাধনাই না করে

অথচ এগুলো করার আগে , তাদের শেখা উচিত-

কেমন করে “প্রেম পত্র” পড়তে হয় , যা কিনা হাওয়া আর বৃষ্টি , তুষার আর চাঁদের আলোয় পাঠানো হয় ।



~ Ikkyu



-

যদি তুমি খুলতে পারতে তোমার ডানার বাধন আর মুক্ত করতে পারতে নিজেকে “অভিমানের বেড়াজাল” থেকে

তাহলে তোমার চারদিকের সবাইকে নিয়ে , ঘুঘুর মতই পারতে উচুতে উড়তে



তোমাতেই আমি পূর্ন , চামড়া , রক্ত , হাড় আর আত্মা

বিশ্বাসে যে ঘাটতি হবে- এমন একটু জায়গাও নেই

এই অস্তত্বে নয় বরং সেই অস্তিত্বে

এসো , ফিরে এসে নাচো এই সূর্য রস্মির মত

আর সরে এসো ছায়াকে অনুসরনের বিভ্রম থেকে



প্রেম আমাকে দেখলো আর বললো , আমি তোমাকে সব দেখিয়ে দিলাম

মোছো অশ্রু , আর নীরব হও ।

আমি বললাম , ও প্রেম ! আমি ভীত , এটা মনে হয় তুমি নও

প্রেম বললো , এমন কিছুই নেই , যা আমি নই

শান্ত হও ।





আর অপেক্ষা করোনা

ঝাপ দাও মহাসমুদ্রে

চলে যাও আর হয়ে যাও মহাসমুদ্র





~Rumi



তোমার আলোয় আলোকিত হোক বিশ্ব'



সে আর আমি এক,

ঠিক শব্দ আর অর্থের মত।

বিচ্ছিন্নতার ঐক্যেরে করো ধারন

ঠিক চোখ আর দৃষ্টির মত

এক মুহুর্তের জন্যেও সে আমার থেকে বিচ্ছিন্ন হয় না

আমাদের সবাইকে ধারন করে আছেন সর্বত্র

ঠিক ফুল আর সুবাসের মত ।



~ Sarmad Kashani



পরম কে খুজে পাওয়া আর সবাইকে সমান ভালোবাসা একই বিষয় ।

~ Amma



যখন তুমি দিয়ে দাও কোন চাওয়া ছাড়াই , তখন সারা বিশ্বব্রম্মান্ড আরো বেশী ফেরত দেয়ার জন্যে ব্যাস্ত হয়ে পরে

-We Are Human Angels the book



গাছের শাখা ভেঙ্গে পরবে এই ভয় কিন্তু পাখি কখনই পায়না কারন তার ভরসা গাছের শাখা নয় বরং তার নিজের দুডানায় , তাই কোন অবস্থাতেই নিজের ওপর আস্থা হারিয়ো না ।

-ক্রিয়েটেড ইকুয়াল



কেউই তোমাকে সত্যিকার ভালোবাসবেনা , যদি না তুমি নিজেকে প্রথমে ভালোবাসো ।

-ইন্টারনেট



শিশুর মত- কোন কারন ছাড়াই খুশী থাকো , তোমার সুখের পেছনে যদি কোন কারন কাজ করে , তবে অচিরেই “পালটা কারনে” তোমার থেকে সেই খুশী কেড়ে নেওয়া হবে । - দীপক চোপড়া



এটা বিশ্বাস করা সহজ যে , আমরা প্রত্যেকেই এক একটা ঢেউ আর ভুলে যাই আমরা সমুদ্রও ।

- Jon J Muth



মানুষ তখনই কষ্টে পরে যখন সে কোন বিষয়কে সিরিয়াস্লি নেয় , যা কিনা ঈশ্বর মজা করার জন্যে বানিয়েছিল

- Alan Watts



শিশুরা হচ্ছে আসল জেন গুরু , তাদের পৃথিবী প্রতি মুহুর্তে একদম নতুন !

- John Bradshaw



তুলনা হচ্ছে সব দুঃখের মুল।

-ইন্টারনেট



কোন কাজ না করে প্রশান্ত থাকা সহজ , অথচ কাজের মধ্যে প্রশান্ত থাকা কঠিন , কিন্তু কাজের মধ্যে প্রশান্ত থাকা আসল প্রশান্তি ।

~ Shunryu Suzuki



সবাই প্রেমে পরে , কিন্তু প্রেমে থাকে কয়জনা ?

-ইন্টারনেট







সমাধী বিশেষ কিছু নয় । যখন আমরা আমাদের ভাবনাদের চলে যেতে দেই তখন স্বর্গ ও পৃথিবী পরিষ্কার হয়ে যায় , অতীত পরিষ্কার হয়ে যায় । এটাই সত্য ।এ মহা বিশ্বের আমরা কোন বিচ্ছিন্ন অস্তিত্ব নয় । যখন আমরা আমাদের ছোট ছোট ভাবনা গুলোকে চলে যেতে দেই , তখন সমগ্র বিশ্ব ব্রম্যান্ড হয়ে যায় আমাদের শরীর ।

~Shodo Harada Roshi





প্রেম হচ্ছে তোমার আর সবকিছুর মধ্যে একটা সেতু



তোমার “চিন্তা ভাবনা” হচ্ছে চন্দ্রমুখীর মুখের ওপর একটা পর্দার আবরন । “চন্দ্র” হচ্ছে তোমার হৃদয় , আর ঐ সব “চিন্তা ভাবনা” তোমার হৃদয়কে ঢেকে রাখে , তাই এদের পানিতে পরে যেতে দাও ।



~ Rumi



বাদশাহের বাদশাহ সর্বশক্তিমানের তুমি সম্মানিত অতিথী

একটুকরো দুনিয়ার জন্যে ভিখারীর মত হাত পেতো না

“You are the honoured guest,

Do not weep like a beggar

For pieces of the world.”

~Rumi

















আমি বিশ্বাস করি , এখানে প্রত্যেকেই আমরা একে অন্যের জন্যে । সবাই এসেছে একটা বোঝাপরা থেকে যেটি হচ্ছে- “তুমি আমার জীবনের জন্যে একটি উপহার” , তুমি যেই হও না কেনো , আমাদের মধ্যে যাই পার্থক্য থাকুক না কেন ।- জন ডেনভার

I believe that we are here for each other. Everything comes from an understanding that you are a gift in my life, whoever you are, whatever our differences. John Denver





মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.