নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবীটা তালের এবং বেতালের

পৃথিবীটা তালের এবং বেতালের

আব্দুলকুদ্দুসমদন

....................................... পৃথিবীটা তালের এবং বেতালের; দুই প্রকারের প্রাণিকূলের জন্যই!

আব্দুলকুদ্দুসমদন › বিস্তারিত পোস্টঃ

সব ঠিক আছে, সৌদিয়ানরা ভোদকা খায়, তাও ঠিক আছে! কিন্তু?

০২ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:০০

আমাদের হোটেলে কিছু সৌদিয়ান গেস্ট এসেছে। সাধারণত, শর্ত মোতাবেক এদের কক্ষে প্রবেশ সংরক্ষিত থাকে। কিন্তু একটা বিশেষ কাজে আমাকে আমার আরেক আলজেরিয়ান সহকর্মীসহ ওই কক্ষে প্রবেশ করতে হয়েছে। প্রবেশ করে টেবিলের উপর আমাদের হোটেল বার এর সবচেয়ে দামী ভোদকার ছোট বোতল দেখে আমার সহকর্মী হবাক! তাকে অবাক হতে দেখে আমিও অবাক হলাম। কারণ ওয়ান বা এই জাতীয় জিনিস পাঁচতারা হোটেলে একেবারে স্বাভাবিক ব্যাপার! প্যারিসের যে হোটেল রুমের ভাড়া ৩ হাজার ইউরোর উপরে, সেখানে এসব সুবিধাদী থাকাটা নূন্যতম মাপকাঠিতে পড়ে। প্রতিটা রুমেই মিনিবার রয়েছে এবং সেখানে বিয়ার, ওয়াইন, হুইস্কি, ভোদকা সবই আছে। রুমের কেউ যদি এর বাহিরে বিশেষ কিছু চায়, সেই ক্ষেত্রে হোটেল এর বার এ ফোন করলে রুমে দিয়ে যায়, এটা স্বাভাবিক একটা বিষয়। এতে ‌আমার সহকর্মী এতো প্রতিক্রিয়া দেখাচ্ছে কেনো বুঝে উঠার আগেই সে আমাকে কিছুটা ক্ষোভ নিয়ে বললো; জানিস, এই পরিবারটার কাছেই আমাদের ক্বাবা শরীফের চাবি থাকে!





*প্রমাণ স্বরূপ আমার কাছে সেই হোটেলের বুকিং প্যাড, রুম ইস্যূ লেটার, ক্লায়েন্টের আইডি, রুমের ছবি এবং পরিচিতিসহ ছবিও আছে। কিন্তু নিরাপত্তা এবং চাকুরীর মায়ায় কারণে অনেক কিছুই প্রকাশ করা সম্ভব হয় না!

মন্তব্য ২৮ টি রেটিং +০/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:০৯

মাহমুদুর রহমান সুজন বলেছেন: একজনের অপরাধ নিয়ে পুরো জাতিকে চিনতে পারবেন না। আপনি কি বুঝাতে চেয়েছেন আমি বুঝতে পারছি না ঠিক।

০২ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:১৩

আব্দুলকুদ্দুসমদন বলেছেন: বিষয়টা হয়তো আপনার মাথার উপর দিয়ে চলে গেছে!
যাই হউক, পুরো জাতিকে অপরাধী ভাবলাম এমনটা কেনো মনে হলো আপনার?

২| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:১১

নতুন বলেছেন: আরবের ক্যামেলরা এই রকমের কাজ বরাবর ই করে থাকে....

ছবিটা দিয়েন না... এটা আপনার প্রফেসনাল এথিকসের বাইরে...

আপনি কোন হোটেলের সাথে আছেন? আমিও ৫তারা হুটেল কামলা... তাই জিগাইলাম..

০২ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:১৬

আব্দুলকুদ্দুসমদন বলেছেন: না, দেবো না। তবে এই ছবিটা এডিট করে দিয়েছি। কারণ তা না দিলে আমার লেখার বিশ্বাসযোগ্যতা থাকবে না।
আপনিও কি প্যারিস এ-ই নাকি?

৩| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:১৩

শহুরে কাউয়া বলেছেন: ব্যাবসা
হা হা হাহাহাহাহাহা =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

০২ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:১৮

আব্দুলকুদ্দুসমদন বলেছেন: আজ্ঞে, হেহেহে...

৪| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:১৬

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: এদের জন্য আল্লাহর কাছে বেশী বেশী দোয়া করা দরকার... সমগ্র মানব জাতিকে আল্লাহ সরল পথ প্রদর্শন করুন, আমিন।

০২ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:১৯

আব্দুলকুদ্দুসমদন বলেছেন: আসলে এদেরই বেশী হেদায়েত দরকার।

৫| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:২২

নতুন বলেছেন: আমি দুবাই তে.. ফুড এন্ড ব্যভারেজ ডিপাটমেন্টে...

তবে সবাই এক রকম না... এক আরবীয় ভুলে খুবই ছোটে একটা জিনিসের মুল্য পরিশোধ না করে চলে গিয়েছিলো... তার ৩ দিন পরে এসে তার টাকা দিয়ে গেছে... জিনিসের মুল্যের চেয়ে তার যাতায়েত ভাড়া ( গাড়ীর তেলের খরচ) বেশি...

০২ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১২

আব্দুলকুদ্দুসমদন বলেছেন: আমার লেখায়ও কিন্তু আমি আমার এক সহকর্মীর কথা বলেছি যে নিজেও এরাবিক।

৬| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:২৯

নিজাম বলেছেন: ভাই, আমাদের মত প্রকাশের অধিকার অবশ্যই আছে। যে ব্যক্তি মুসলমানের দোষ-ত্রুটি গোপন রাখে, কিয়ামতের দিন আল্লাহ তার দোষ গোপন রাখবেন। আর আরববাসী হুজুর (সাঃ)-এর উত্তরসূরী। মহানবী মক্কা-মদীনাবাসী সম্পর্কে নেতিবাচক মন্তব্য করতে নিষেধ করেছেন। তবে, সংশোধন, সাক্ষী বা অন্য কোন মহৎ উদ্দেশ্যে এসব বলায় বাধা নেই। আল্লাহ আমাদের হেফাযত করুন।

০২ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১৪

আব্দুলকুদ্দুসমদন বলেছেন: ভক্ত হওয়া ভালো, কিন্তু অন্ধভক্ত হলে উল্টা নিজের ঈমাণ নষ্ঠ হওয়ার সম্ভাবনাই বেশী।

৭| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৪২

সাহাদাত উদরাজী বলেছেন: আমিও সৌদি ছিলাম। এদের খুব কাছ থেকে দেখেছি। কেহ ভাল, কেহ একদম সাক্ষাত শয়তান!

০২ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১১

আব্দুলকুদ্দুসমদন বলেছেন: কিন্তু কিছু অন্ধ এরাবিক ভক্ত আছে যারা এইটা মানতে নারাজ!

৮| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৫

নতুন বলেছেন: িনজ+আম >>> আর আরববাসী হুজুর (সাঃ)-এর উত্তরসূরী। মহানবী মক্কা-মদীনাবাসী সম্পর্কে নেতিবাচক মন্তব্য করতে নিষেধ করেছেন

লেখক নেতিবাচক মন্তব্য করেন নাই ... সত্য প্রকাশ করেছেন মাত্র...

কোন হাদিস আছেকি যে আরবের দোধ-ত্রুটি প্রকাশ করা যাবেনা?

৯| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:১৩

ইমদাদুল হক সাব্বির বলেছেন: তবে এটা আছে একজনের অনুপস্থিতিতে তার দোষ ত্রুটি নিয়ে কথা বলা নিষেধ। এটা কে বলে গীবত। আর সব চেয়ে বেশি মানুষ জাহান্নামে যাবে এই কারনে।

০২ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১০

আব্দুলকুদ্দুসমদন বলেছেন: যে সত্যিই দোষ করেছে তার দোষ নিয়ে কথা বলা যাবে না? তাহলে অন্যজন কিভাবে শিখবে? কিভাবে জানবে এইটা দোষ আর ঐটা দোষ না?

১০| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১৯

মধুমিতা বলেছেন: আমি আপনার সাথে যোগাযোগ করতে চাচ্ছি। মেইল পাঠাতে পারবেন? [email protected]

০২ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫৯

আব্দুলকুদ্দুসমদন বলেছেন: ঘটনা কি বলেন তো?

১১| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪৫

রাখালছেলে বলেছেন: সবই টাকা মানে ডলারের খেলা । তাদের পেট্রোডলার আছে তাই পানি ছাড়া তাদের চলেই না ।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:০২

আব্দুলকুদ্দুসমদন বলেছেন: টাকার খেলাই আসল খেলা।

১২| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪৫

মেহেদী_বিএনসিসি বলেছেন: ........নিউইয়র্ক হলো খিচুড়ী মার্কা জাতি..........সব দেশের ইমিগ্রান্ট দিয়ে এখানে স্হানীয়রা সংখ্যালঘুইনা.........তারা দূর্লভ প্রজাতী। আর এতো হাজারো টাইপের মানুষদের সাথে থেকে আপাতত নৈতিকতার দিক থেকে ইহুদীরাই আমার কাছে বেটার মনে হয়েছে.............কোন আরব মুসলিমরা না।

দুদিন আগেও নিউজে দেখলাম হিলারীকে গতবছর লাখো ডলারের গিফট দিয়েছে সৌদি বাদশাহ.........কুয়েতী আমীর....ব্রুনাইয়ের সুলতান...........। কিন্তু তারা কিন্তু ফিলিস্তিনের গাজায় ক্ষুধার্ত শিশুদেরজন্য এক পেনিও দান করেনাই..........।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:০৪

আব্দুলকুদ্দুসমদন বলেছেন: সবই ক্ষমতা টিকানোর জন্য।

১৩| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫৮

ডাইরেক্ট টু দ্যা হার্ট বলেছেন: ভালো মন্দ সব দেশেই আছে, কিন্তু আমার জানা অনুযায়ী আরব দেশে একটু বেশি আছে মন্দের ভাগ।

আপনি এইটুকতেই হতাশ হয়ে গেলেন।আরবদের সিংহভাগ মানুষের অবস্থা চরম।নবী এদের জন্যই দরকার হয়েছিলো।নবীজি যদি এশিয়া মহাদেশে আসতেন তাকে মানুষ শুধু সেবা যত্ন আর বিশ্বাসে মাথায় তুলে রাখতেন,এরা এতটাই বদ যে তাদের জন্যই নবীজির দরকার পড়েছে,এই জাহেলিায় সম্প্রদায়ের মানুষের জন্য।

এরা নারী মদ নেশায় নিমজ্জিত আদিকাল থেকেই।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:০৬

আব্দুলকুদ্দুসমদন বলেছেন: আমি হতাশ না, আমার সহকর্মী হতাশ।

১৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:০২

মধুমিতা বলেছেন: এটা দেখেন:http://www.somewhereinblog.net/blog/WinTheRaceblog/29871971

১৫| ০৬ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:২৩

েবনিটগ বলেছেন: এদের গ্যান দাও আল্লাহ

১৬| ০৬ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৩০

বশর সিদ্দিকী বলেছেন: আল সৌদের কেও নাকি?? ওরা তো আমেরিকার দালাল এবং ভন্ড এবং মুসলমান হত্যাকারি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.