নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কমপেরেটিভ থিওলজি, রাজনীতি, দর্শন, সাহিত্য নিয়ে আগ্রহ রাখি। পড়ি ও আলোচনা করি।

আবদুল্লাহিল বাকি

একদিনের স্বপ্নে, অনেকগুলো নক্ষত্র আর ছায়াঘেরা পথ নেমে এসেছিল আমার আঙিনায়। স্বপ্নটি হারিয়ে গেছে। কিন্তু আমি খুঁজে ফিরছি এখনো সেই নক্ষত্র আর ছায়াদের।

আবদুল্লাহিল বাকি › বিস্তারিত পোস্টঃ

কেমন আছেন কারাগারে সৌদির প্রতিবাদী আলেম সফর আল-হাওয়ালী

১৬ ই জুলাই, ২০২০ সকাল ১১:২৯


২০১৮ সালে শাইখ সফর আল-হাওয়ালীর ‘আল-মুসলিমুন ওয়াল হাযারাতিল গারবিয়্যাহ’ (মুসলমান ও পাশ্চাত্য সভ্যতা) বইটার অনলাইন সংস্করণ প্রকাশিত হয়। এই বইয়ে একদিকে বাতলে দেয়া হয়েছিল পাশ্চাত্য সভ্যতার মুখে আলেমদের কর্মপদ্ধতি কি হবে? অন্যদিকে রাজ-পরিবারকে সমালোচনার বাণে বিদ্ধ করা হয়েছিল। আলেমদের জন্য এই বইয়ে দিক-নির্দেশনা ছিল।

রিয়াদ থেকে কয়েক মিলিয়ন ডলার বরাদ্ধ করা হয়েছিল মার্কিন এর কিছুদিন আগেই মার্কিন প্রশাসনের জন্য। তিনি এর তীব্র সমালোচনা করেছেন। এ বইয়ে মৌলিকভাবে কয়েকটি বিষয়ে আলোচনা করেছেন। ইসলামী সভ্যতার উন্নতি অগ্রগতি। ইসলামী আকিদার ইতিহাস, এর মধ্যে রয়েছে সুফিয়া, মুরজিয়া ও রাফেজীসহ অন্যান্যদের আলোচনা। সালাফী চিন্তাধারা দিয়ে ইসলামী সভ্যতাকে পূনর্জাগরণ। সালাফী চিন্তাধারা বিকাশের ক্ষেত্রে তিনি কয়েকটি দিক উল্লেখ করেছিলেন। ধর্মীয় চিন্তা, রাজনৈতিক চিন্তা, বৈজ্ঞানিক চিন্তা, মানবিক চিন্তা। এরপর বাতলে দিয়েছিলেন, কিভাবে পাশ্চাত্যের জিঞ্জির থেকে মুক্তি পেতে পারে মুসলমানগণ। এই বইয়ে তিনি তুলে ধরেছেন মুসলমানদের অতীতের স্মৃতি আর ভবিষ্যতের স্বপ্ন। এর আগেও তিনি মুরজিয়াদের তাত্ত্বিক ইতিহাসসহ আরো কয়েক বিষয়ে পি.এইচ.ডি করেছেন।

২০১৮ সালের জুলাই মাসে এই বই প্রকাশের তিন দিনের মাথায় পুলিশ এসে তাকে আর তার ছয়জন পুত্রের মধ্যে চারজনকে গ্রেফতার করে নিয়ে যায়। এখন পযন্ত তিনি জেলখানায় আছেন। কোয়ারেন্টাইন শুরু হওয়ার পর থেকে তার সাথে পরিবারের কাউকেই দেখা করতে দেয়া হয়নি। জেলখানায় তার অবস্থা ও স্বাস্থ্য আশঙ্কাজনকভাবে খারাপ হয়ে পড়ছে বলে জানিয়েছেন তার চিকিৎসায় দায়িত্বরত চিকিৎসক। তিনি ৭০ বছর বয়সের বৃদ্ধ। তার মধ্যে বেশ কয়েক বছর যাবত অনেক রোগ ব্যাধি তার লেগেই আছে।

আল্লাহ তাকে শিফা দান করুন। তার জীবনে বরকত দান করুন। আমিন...

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.