![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সোশ্যালিটি ভালো, তবে,
বাড়ছে মনোরোগী,
কে কবে কার প্রতিযোগী?
কে ত্যাগী কে ভোগী?
প্রগতিই সত্য সদা,
প্রতিক্রিয়া মিছে!
স্যাচুরেশান পার করেছি,
যাচ্ছি এখন নিচে।
আমার সাথে হালকা অতি,
তোমার সাথে পুরুত্ব।
"টাইমলাইন" আর "এবাউট" দেখে
ঠিক হয় যে গুরুত্ব।
সার্বজনীন সত্য ছিল
বাল্যকালের দোস্তি,
ওয়ালে পোস্ট কল্পনাতীত,
সে তো এখন হস্তী!
সব সয়েছি, ত্যাগ করেছি,
ছেড়েছি ঐ গ্রুপ,
ব্যান করেছি, ব্লক করেছি,
অসহ্য সেই রূপ।
কাদের, কায়েস, কিংবা রেজা,
যাই হোক তার নাম,
মগজ থেকে ঝাড়বো ফেলে,
ডান কিংবা বাম।
ফ্যান-ফলোয়িং লক্ষ-কোটি?
পিএইচডি দুই বার?
জীবদ্দশায় দেখলো তারা
নিজেদের মাজার।
ব্লকলিস্টে অলংকৃত-
উৎপল ও অভি,
ফুটপাতের মানুষও আজ
হাই-প্রোফাইল লোভী।
কাল্ট গড়েছে, ক্লান করেছে,
কোথায় ভিন্নমত?
অসহিষ্ণুতার পূজারীরা
ছুঁড়েছে গানশট।
নারীরাও নেই পিছিয়ে
সয় না এডাল্ট জোক্স,
ন্যুয়র্কের পাবে বসে,
"চিলিং উইথ ফোকস"!
ফাহমি গেছে, জেনি গেছে,
যাবে আরো কত,
ডিজিটালী পোকে কাতর,
এইটুকুতেই ক্ষত?
পুরোনো সব জঞ্জাল আজ
পড়ছে মনে সব,
দশমিকে নিয়ে গেলে,
থাকবে না হর-লব।
শোকরানা-টা শিখবো কবে?
যা আছে, তা কম?
এই স্বীকারে তৃপ্তি আছে,
থাকবে দূরে যম।
©somewhere in net ltd.