নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবী আমার আবাস। মানুষ আমার পরিচয়।

আবীর চৌধুরী

ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ার

আবীর চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

আবার!

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:৩০

Just to make clear-

সব ব্লগাররাই "বিশ্বাস" নামক ভাইরাসের "এন্টিভাইরাস" নিয়ে জীবন অতিবাহিত করে না।

আর মুক্তমনা হলেই "ব্লগার", বদ্ধমনাদের লেখাগুলো কি চিবিয়ে ফেলা কাঁঠালপাতা নাকি?

আমাকে যদিও ক্রমাগত এন্টিভাইরাস দিয়ে প্রতিকার(!) করার চেষ্টা করা হয়, তারপরেও আশা করব মরার আগে "বিশ্বাসের ভাইরাস"-এ আক্রান্ত হয়েই মরব।

আর একটা কথা, উগ্রবাদী আর মৌলবাদী এক না; উগ্রবাদী হওয়া দূর্ভাগ্যজনক, মৌলবাদী হওয়া সবার ভাগ্যে জোটে না। মূলকে অন্তরে লালন করা, মৌলিক নিয়ম মেনে যেকোন বিষয় বুঝা- এত সহজ না।

আশা করি, জল ঘোলা করে ধর্ম/ধার্মিকদের ঘাড়ে একচেটিয়াভাবে দোষ চাপানো হবে না। কোন কাপুরুষ/বিকারগ্রস্থ মানুষের দায় পুরো শান্তিপ্রিয় মানুষজাতি নিবে না!

আরো আশা করি, এই হত্যাকাণ্ড নিয়ে কোন রাজনীতি হবে না (যা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে)। কেউ বলছে বাংলাদেশ বাংলাস্তান হয়ে গিয়েছে, যারা এসব বলছে তারা ওইসব দূর্বৃত্তের চেয়ে কোন অংশে কম নয়।

অসীর চেয়ে মসী বড়। তবে যারা মসী দিয়ে অস্থিরতা/অবিশ্বাস ছড়ায়, তাদের কালি অসীর চেয়েও ভয়ংকর, জঘন্য।

"সাম্প্রদায়িকতাবিরোধী" ও "সম্প্রদায়বিরোধী" এই দুই শব্দের মধ্যে আকাশ-পাতাল ব্যবধান!

এটি কোন "সংখ্যালঘু" হত্যাকান্ড নয়, কারণ নিহত ব্যক্তি কোন সংখ্যালঘিষ্ঠ সম্প্রদায়ের নয়, বরং পৃথিবীতে এখন এইসব "ধর্মবিদ্বেষী" মানুষেরাই সংখ্যাগরিষ্ঠ।
তাই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয়, এরকম কোন কিছু করা বা বলা থেকে সবার বিরত থাকা উচিত হবে।

যেকোন ফৌজদারী অপরাধের মত এই অপরাধের দোষীদের শাস্তিও সবার কাম্য। কেউ যদি স্রষ্টার বিধানের সাথে সাংঘর্ষিক কিছু করে বা বলে থাকে, তার বিচার ও শাস্তির ভার স্রষ্টার উপরেই ছেড়ে দেওয়া উচিত।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.