নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবী আমার আবাস। মানুষ আমার পরিচয়।

আবীর চৌধুরী

ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ার

আবীর চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

অত্যাচারী রোমানিয়ান জনতা

০৪ ঠা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪২

নাইটক্লাবে অগ্নিকান্ডের ঘটনাকে কেন্দ্র করে জনবিক্ষোভের মুখে রোমানিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগ।

কি হয়েছে? অগ্নিকান্ড!
কোথায়? নাইটক্লাবে!
কে দায়ী? প্রশাসন বা সরকার!
কাকে দায় নিয়ে সরে যেতে হবে? প্রধানমন্ত্রীকে! [Bullshit]
কেন পদত্যাগ করতে বাধ্য হতে হল? জনবিক্ষোভের মুখে! [more Bullshit]

কি ফালতু ঘটনা!

আমাদের দেশকে কেন এইসব রোমানিয়া-টোমানিয়া আইডল হিসেবে মানতে পারে না?

আমাদের দেশে যত হত্যা-হত্যাচেষ্টা হয়, সব কিছুর দোষ স্বাধীনতাবিরোধীদের। পিছনের দূষিত-বায়ুত্যাগ করার কারণও হচ্ছে যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করা! যত নাশকতা হয়, সব করে সরকারবিরোধীরা (আজকাল সকাল-বিকালে নাশতার জায়গায় ভুলে নাশকতা বলে ফেলি!)। ৬৮ টি জেলায় (কারাগারে) আওয়ামীবিরোধীরা পুলিশ-প্রটেকশনে খেয়ে-ঘুমিয়ে আছে। হামলা-মামলায় মৌসুমে-মৌসুমে কারাগার সফর করে আসেন বিএনপি-২০দলীয় জোটের নেতা-কর্মী-সমর্থকেরা। হাজার-হাজার মাইল থেকে গডমাদারেরা নাকি নির্দেশ দেয়, মদদ দেয়।

জনগণ বুঝে না কার ক্ষমতার প্রশংসা করবে, কার সাহসের তারিফ করবে। তাও কি আমাদের দেশে কেউ দায় নেয়? কেউ কাউকে দায়ী করে সরে যেতে বাধ্য করে? কেন পৃথিবীবাসী বাংলাদেশীদের মত এতু ভালু হতে পারে না।

শেইম ইউ রোমানিয়ানস!

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৫ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:২৯

আমিনুর রহমান বলেছেন:



নাইট ক্লাবে আগুন আর রোমানিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগ :O

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.