| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১#
মোরগ ও বিড়ালে,
সকলের আড়ালে,
একরুমে বন্দী,
গায়ে গায়ে সন্ধি!
২#
"জানু, কেন সর না?
হাতদুটো ধর না!"
বর বলে, "বধু মোর,
বেঁধে আসি সব দোর!"
৩#
"ছাড়ো! অউর ক্যায়া shame?"
সাহেবকে বলে মেম-
"শেরওয়ানি ফেল খুলে,
ঘোমটা-টা ধর তুলে!"
৪#
রেল চলে ঝিকঝিক,
ইঞ্জিন চিকচিক!
টানেলের কাছে এসে-
আঁধারেতে গেল মিশে।
২|
১৬ ই মে, ২০১৮ সকাল ১১:৫৬
Sujon Mahmud বলেছেন: কবিতার নামটা ভালো লাগলো ![]()
৩|
১৬ ই মে, ২০১৮ দুপুর ১২:০৮
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: @৪,![]()
![]()
ইন্জিনে কয়টা বগি??![]()
একলিটার ডিজেলে কয় কিলো যায়??![]()
৪|
১৬ ই মে, ২০১৮ দুপুর ১২:২৩
উদাস মাঝি বলেছেন: বাহ, দারুণ লিখেছেন হে
জানু কেন সর না
হাত দুটো ধর না !
মজা পাইসি ![]()
৫|
১৬ ই মে, ২০১৮ দুপুর ১:৪২
অনুতপ্ত হৃদয় বলেছেন: সুড়সুড়ি কাব্য দারুন হয়েছে
৬|
১৬ ই মে, ২০১৮ বিকাল ৫:৫৮
রাজীব নুর বলেছেন: সুড়সুড়ি পেলো না।
১৬ ই মে, ২০১৮ রাত ৮:৪৪
আবীর চৌধুরী বলেছেন: ডাক্তার দেখান![]()
©somewhere in net ltd.
১|
১৬ ই মে, ২০১৮ সকাল ১১:৪৬
কথার ফুলঝুরি! বলেছেন: কবিতার নাম টা ভালো লেগেছে এবং ১ নং অংশ টুকু ।