![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
টিকে থাকাই সার্থকতা
বুঝেন তেলাপোকায়,
অবুঝ বিশাল ডাইনোগুলি
রয়ে গেল বোকা-ই!
আমি যখন চিল হয়ে ঐ
আকাশে "চিল" মারি,
ডাইনো-কিডের বিলোপ হওয়ার
হচ্ছে সমন জারি।
দিনে দিনে ঢেউ গড়ালো
বয়ে গেল বেলা,
মেন রইল সিঙ্গেল মেন,
বয়-এর শুরু খেলা!
চোখের পানি ঢুকলো পেটে
শুকিয়ে গেল লালা;
জমে গেল উপর-নিচে,
এল না মোর পালা!
রয়ে গেলাম তেইল্লাচোরা,
চিরকুমার সাচ্চা,
সেই আদরের ভাইগুলি আজ-
ডাইনোসরের বাচ্চা।
২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১:৩৮
আবীর চৌধুরী বলেছেন: I am 32 and unmarried.
One of my distant-cousin who is only 21 may be, going to marry soon. Not only him, wickets are falling down daily.
Just being sarcastic on myself.
have fun!
২| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ২:৩৭
মাহমুদুর রহমান বলেছেন: পড়লাম।
৩| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:১২
রাজীব নুর বলেছেন: হা হা হা
তেইল্লাচোরা!!!!!!! হে হে হে.।
৪| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:১২
রাজীব নুর বলেছেন: হা হা হা
তেইল্লাচোরা!!!!!!! হে হে হে.।
©somewhere in net ltd.
১|
২৩ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৪৩
আশফিকুর রহমান অণু বলেছেন: কি বলতে চেয়েছেন আর কি বলেছেন দুই টাই আমার বোধগম্যর বাইরে ।