![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মস্তিষ্ক প্রক্ষালন,
বন্ধ হলো আস্ফালন।
যন্তর মন্তর,
ভীত সব অন্তর।
মাঝরাতে ফূর্তি,
গেড়ে গেছে মূর্তি।
মন্ত্রীরা পাবে হার,
প্রজাগণ খাবে মার।
ভোটাভুটি নাটকে,
দেশ গেল আটকে।
মুদ্রার অপচয়,
শক্তি ও শ্রম ক্ষয়।
"জয় রাণী হীরকের!"
তেল নাই চরকের।
বুঝিবে ও বাছাধন,
যাক আরো কিছুখন।
২| ৩০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৫১
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: "জয় রাণী হীরকের!"
তেল নাই চরকের।
বুঝিবে ও বাছাধন,
যাক আরো কিছুখন।
...............................................................................
ভাই এখন তো হীরক রাজার দেশ নাই রাণী ও নাই,
তবে কড়া প্রশাসন আছে ।
৩| ৩০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:০৫
রাজীব নুর বলেছেন: "বিএনপি/আওয়ামীর কাঁধে
ভর দিয়ে নয়
বরং বামদলগুলো একাট্টা হয়ে
যেদিন রুখে দাঁড়াবে সেদিনই
বাংলাদেশ হবে রাহুমুক্ত"
৪| ৩০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৫২
যোখার সারনায়েভ বলেছেন: শুধু ভোট নিয়ে না আরো অনেক কিছু নিয়েই নাটক হয়েছে, হচ্ছে, হবে!
©somewhere in net ltd.
১|
৩০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৪৯
কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: সত্যজিৎ থাকলে ভার্সন -2 লিখতেন