![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজের মত চলতে ভালো লাগে। ভালো লাগলে আছি আপনার সাথে। ফেসবুকে আমিঃ facebook.com/AbirShah21
বর্তমান যুগে মরিচীকাই তো প্রেম। প্রেম-ভালবাসা তো এক পবিত্র বিষয়। একে মরিচীকা বলাটা বড়ই বেমানান মনে হচ্ছে। ভালবাসা তো মা-ছেলের মধ্যেও আছে। এক মানুষের প্রতি অন্য মানুষের মাঝেও ভালবাসা আছে, যা কিনা ভ্রাতৃত্বের বন্ধন।
কিন্তু এখানে প্রেম- ভালবাসা বলতে এক ছেলের প্রতি অন্য মেয়ের কথা বলা হয়েছে। বিশেষ করে, যৌবনকালে যেসব প্রেম হয়ে থাকে। স্কুল পড়ুয়া এক মেয়েকে পছন্দ হলো। সেখান থেকেই শুরু। মেয়েটির পেছনে ঘুরাঘুরি। এরপর মেয়ের নাম্বার নেয়া, রাত-ভর ফোনে কথা বলা, এরপরে কয়েকদিন পার্কে যাওয়া, যাকে ডেটিং (Dating) বলে। এরপর আরও কিছু হতে পারে। সব শেষ করে ব্রেকাপ (Break-up).......বাকিটুকু তো ইতিহাস।
আগের যুগে তো এরকম বয়সে এক ছেলের সাথে অন্য মেয়ের কথা বলাই ছিলো দুষ্কর। কিন্তু, আমরা আপডেট হতে হতে এতই আপডেটেড হয়েছি যে, নিজের অস্তিত্বইই হারিয়ে ফেলেছি। আধুনিক যুগে এখন প্রেম না করাটাই ক্ষ্যাত!!!!
প্রেম তো এরকম না। এটা একটা পবিত্র বিষয়। যা কিনা বিয়ের পর করা হয়। কিন্তু বিয়ের আগে প্রেমে আবদ্ধ হলে মানে রিলেশনে গেলে সেটা টিকেনা।
দুজনের একের অন্যের প্রতি যতই ভালবাসা থাকুক নানা প্রতিকুলতায় সেটা টিকা বেজায় দুষ্কর। হয়তোবা পারিবারিক সমস্যা, হয়তোবা অন্য কারও শত্রুতার কারণে রিলেশন আর স্থায়ী হয় না। কিংবা রিলেশন থেকে শেষ-মেশ বিয়ে হলেও, সেটা বেশিদিন টিকেনা। এর বাস্তব উদাহরণও আছে।
তাহলে প্রেম করার কি মানে??
রিলেশনে যাওয়ার কি মানে??
একে অন্য ভাবে বেশ্যা গিরিও বলা যেতে পারে। অনেকের কাছে কথাটা খারাপ লাগতে পারে। কিন্তু এটাই জ্বলন্ত সত্য।
যে প্রেমের কোন ভবিষ্যত নাই, তাকে মরিচীকাই বলতে পারি।
-----------------------ধন্যবাদ----------------------
বিঃদ্রঃ কোন ভুল হলে কিংবা কেউ আমার কথায় আঘাত পেলে ক্ষমা-প্রার্থী।
২| ১৫ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:৪০
Abir Shahriar বলেছেন: ha ha ha.....।hmm
©somewhere in net ltd.
১|
১৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১২:৪০
আহা রুবন বলেছেন: বয়মটা কি আপনার নিজের? খুব কিউট!