নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাইপারসনিকের মত করে সবাইকে ভালবাসি

হাইপারসনিক

তাদেরকে যে উত্‍কর্ষতায় ছাড়িয়ে গেছে তাঁকে তারা হিংসা করে,লোকেরা তাঁর সাথে শত্রুতা ও বিরোধিতা করে,ঠিক হিংসুটে রমণীদের মতো যারা হিংস-বিদ্বেষের কারণে সুন্দরী কুমারীর সম্বন্ধে বলে যে,সে হীন চরিত্রের।

হাইপারসনিক › বিস্তারিত পোস্টঃ

এই প্রথম প্রকাশিত সবচেয়ে সহজ উপায়

২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৪৯

পূর্বে অনেকেই
ফেসবুকে থেকে টাকা আয়ের অনেক
পদ্ধতি নিয়ে কথা বলেছেন কিন্তু তার
কোনোটাই আমার কাছে পছন্দসই হয়নি ।
তাই এবার নিজেই টাকা আয় করার
একটা পদ্ধতি বের করে ফেললাম ।চলুন
দেখে আসা যাক
কিভাবে আপনি টাকা আয় করতে পারেন

যেভাবে ফেসবুক থেকে টাকা ইনকাম
করবেন :
1. প্রথমেই আপনার ফেসবুক অ্যাকাউন্ট এ
লগইন করুন।
2. এবার ডান দিকে উপরে Account এ ক্লিক
করে ড্রপ ডাওন মেনু থেকে Account
Settings এ
যান।
3. স্ক্রল করে নিচে দেখুন Deactivate
লেখা আছে, ওখানে ক্লিক করলে আর
একটা পেজ খুলবে, ঐ পেজ এর নিচের
দিকে Confirm বাটন এ ক্লিক করলেই আপনার
কাজ শেষ!
4. এবার পিসি অফ করে একটা চাকুরী/
ব্যবসা তে লেগে যান
এবং যতো খুশী ইনকাম করুন।
আমার এই ব্লগ এর একমাত্র উদ্দেশ্য হল এই যে,
online এ টাকা কামানোর জন্য যে স্রম ও সময়
দিতে হয় তার চেয়ে বাস্তব
পৃথিবীতে কাজ করে ইনকাম করা অনেক
সহজ বলে আমার ধারনা। যারা আসলেই এই
বিষয়ে অভিজ্ঞ তারা হয়তো ভালই আয়
করেন, তাই বলে সবাই
হুমড়ি খায়ে পরা ঠিক না… অন্তত
আমি পারবই না।
লেখক
কালা জামাই

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:৫৮

চাঁদগাজী বলেছেন:


শুভেচ্ছা

২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৪৪

হাইপারসনিক বলেছেন: আপনার জন্য রইল..

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.