নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাইপারসনিকের মত করে সবাইকে ভালবাসি

হাইপারসনিক

তাদেরকে যে উত্‍কর্ষতায় ছাড়িয়ে গেছে তাঁকে তারা হিংসা করে,লোকেরা তাঁর সাথে শত্রুতা ও বিরোধিতা করে,ঠিক হিংসুটে রমণীদের মতো যারা হিংস-বিদ্বেষের কারণে সুন্দরী কুমারীর সম্বন্ধে বলে যে,সে হীন চরিত্রের।

হাইপারসনিক › বিস্তারিত পোস্টঃ

এটিই সবচেয়ে সহজ উপায়

১৪ ই মার্চ, ২০১৫ দুপুর ২:২৬

অনেকেই ফেসবুকে পেজ

না খুলে একাউন্ট খুলে ব্যবহার

করতেন বিশেষ

করেসেলিব্রেটি বা কোম্পানী।

ধীরে ধীরে এর

অপকারিতাগুলো বুঝতে পারতেন ।

ফেসবুক

একাউন্টে যে সমস্যাটি বেশী হয়

তাহলো, ফেসবুক একাউন্টে ৫

হাজারের বেশীবন্ধু যোগ

করা যায় না । কিন্তু

পেজগুলোতে যত খুশি ফ্যান

বানানো যায় ।

তাছাড়া আরো নানান

সমস্যাআছে ।

সকল

ঝামেলা থেকে মুক্তি দিতে ফেসবুক

নিয়ে এলো নতুন ফিচার । যেকোন

ফেসবক একাউন্টকে ফেসবুক

পেজে রূপান্তর করা যাবে ।

আপনার সকল প্রোফাইল পিকচার

নতুন পেজে ট্রান্সফার করা হবে ।

সবচেয়ে আকর্ষনীয় বিষয়, সকল

বন্ধুদের ফ্যানে রূপান্তর করা হবে ।

অর্থাৎ এখন আপনার

একাউন্টে যতগুলো বন্ধু আছে তখন

পেজে ততগুলো লাইক থাকবে ।

এছাড়া অন্য কোন

ডাটা ট্রান্সফার হবেনা ।

কনভার্ট করতে এই লিংকে যান

[url=m.facebook.com/pages/create.php?migrate&refid=69] এখানে[/url]

একটি ক্যাটাগরী বেছে তাতে ক্লিক

করুন । তারপর সেই ক্যাটাগরী লিষ্ট

থেকে একটি ক্যাটাগরী বেছে “Get

Started” চাপুন । এরপর আপনি ফেসবুক

পেজের যেকোন ফিচার ব্যবহার

করতে পারবেন । আপনার ইমেইল ,

পাসওয়ার্ড দিয়ে সরাসরি পেজ

হিসেবে লগইন করতে পারবেন ।

তবে সাবধান, একবার পেজ

হিসেবে রুপান্তর হয়ে গেলে আর

একাউন্ট (বা প্রোফাইল)

হিসেবে ফিরে আসে পারবেন

না । তাই ভেবে চিন্তে সিদ্ধান্ত

নিবেন । যেহেতু ছবি ও বন্ধু

ছাড়া কোন ডাটা আর ব্যবহার

করতে পারবেন না, তাই

সেগুলো ডাউনলোড

করে নিতে ভূলবেন না যেন ।কোন সমস্যা হলে বলতে পারেন

http://www.facebook.com/abir.seam.7

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.