![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবিতাটি সনেট আকারে লেখা। পবিত্র আল কুরআনের সূরাহ আল ইমরানের ১০৩ নং আয়াতের ভাবার্থ বাংলা কাব্যাকারে প্রকাশের চেষ্টা।
কোন কালে কোন চোখ দ্যাখে না কখন!
তাকে দেখা মানবের সাধ্যের বাহির-
তিনি সদা প্রতিভাত হাজির নাজির-
তাঁর চোখ দেখে যায় সকল নয়ন!
তিনি সদা সাথী হন প্রতিটি পলক!
প্রতি প্রান বেঁচে রয় তাহার দয়ায়-
প্রতি প্রাত জেগে ওঠে প্রানের মায়ায়-
ধরা ব্যপে অন্তহীন নূরের ঝলক!
ঘুমে জড় মাখলূক জগত জনম!
বেঁচে থাকে পেয়ে তাঁর নিপূন যতন-
তন্দ্রা নিদ্রাহীন চির আলোর মতন-
সকলের তরে দেন তাহার রহম!
তাঁর ছোঁয়া পেয়ে জীব- জীবন রঙিন,
তিনিহীন মিছে সব অাঁধার গহীন।
আয়াতে কারিমার সরল বাংলা অর্থ-
'দৃষ্টিসমূহ তাঁকে পেতে পারে না, অবশ্য তিনি দৃষ্টিসমূহকে পেতে পারেন। তিনি অত্যন্ত সুক্ষদর্শী, সুবিজ্ঞ। (সূরাহ আল ইমরান, আয়াত ১০৩)'।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:২৯
আবু ছােলহ বলেছেন:
পাঠ ও মন্তব্যে আপ্লুত!
ভাল থাকবেন।
০১ লা মার্চ, ২০১৭ বিকাল ৩:৫৯
আবু ছােলহ বলেছেন:
নতুন কবিতার আগমন প্রতিক্ষায়...।
অগ্রিম নেমন্তন্ন।
২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৫৯
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: সনেট না হলেও অমিত্রাক্ষর হয়েছে। এটি একটি উত্তম প্রচেষ্টা। ভাল কিছু করার স্পষ্ট আলামত। আল্লাহ আপনার মঙ্গল করুন।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:২৮
আবু ছােলহ বলেছেন:
"এটি একটি উত্তম প্রচেষ্টা। ভাল কিছু করার স্পষ্ট আলামত। আল্লাহ আপনার মঙ্গল করুন।"
-প্রশংসায় মুগ্ধ!
আপনিতো সামুর বিখ্যাত ব্যক্তি। আসলে লেখালেখি অতটা এখন আর হয়ে ওঠে না। টুকটাক চেষ্টা বলতে পারেন। আপনাদের মত গুনী লোকদের পাশে থেকে হয়তো একসময় আমাদেরও পথচলা আরও সহজ হবে। তবে এগুলো করতে ভাল লাগে।
আর হ্যাঁ, আপনার দোআ আল্লাহ পাক কবুল করুন। আপনার প্রতিও বর্ষিত হোক তাঁর রহমতের ফল্গুধারা।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:৩০
আবু ছােলহ বলেছেন:
ফরিদ ভাই, ইদানিং আপনি সনেটের প্রতি বুঝি অনেক মনযোগী? গত ক'দিনে অনেকগুলো সনেটের আবির্ভাব লক্ষ্য করলাম। অনেক অনেক আনন্দিত।
৩| ১৫ ই মার্চ, ২০১৭ সকাল ১১:৪৭
মু:আ:রহমান বলেছেন: কবিতায় লাইক!
২৬ শে মার্চ, ২০১৭ সকাল ১০:৩৩
আবু ছােলহ বলেছেন:
অসংখ্য মুবারাকবাদ, পাঠে এবং মন্তব্যে আসায়।
©somewhere in net ltd.
১|
১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:১৬
নতুন নকিব বলেছেন:
''ঘুমে জড় মাখলূক জগত জনম!
বেঁচে থাকে পেয়ে তাঁর নিপূন যতন-
তন্দ্রা নিদ্রাহীন চির আলোর মতন-
সকলের তরে দেন তাহার রহম!
তাঁর ছোঁয়া পেয়ে জীব- জীবন রঙিন,
তিনিহীন মিছে সব অাঁধার গহীন।''
অনবদ্য কাব্যকথা!