![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কারো মতন নয়ই, একান্তই আমার মতো। বন্ধু-বান্দব আর পারিবারিক সব সম্পখের ক্ষেএে ভীষণ আন্তরিক। হাসি-খুশি আর দলবল নিয়ে ২৪ ঘন্টাই আড্ডায় থাকতে ভালবাসি। ভালোবাসি সাদা গোলাপ আর প্রিয়তমাকে। আমি এক আল্লাহ্র ইবাদত করি আর হজরত মুঃ সাঃ কে অনুসরন করি। সৃজনশীল বিষয়ে আগ্রহ করি। রাজনীতি আমার রক্তের সাথে মিশে গেছে বা আছে। জিয়াকে মডেল করে সমাজের ভাল পরিবর্তনের চেষ্টায় আছি। বর্তমান পরিবেশে দেশে কিছু করার মুরোদ রাখিনা তাই পরবাসী আছি। দেশ ও দেশে বসবাস করা প্রিয় মানুষদের জন্য অনবরত হৃদয়ে রক্তক্ষরণ হয়। নিজের অনুভূতি,অস্তিত্ব আর ভালোলাগা গুলো পরে থাকে প্রিয় জয়পাড়ায় যেখানে আমার শৈশব আর কৈশোর কেটেছে। দুঃখ একটাই জীবনে কোথাও শ্রেস্ট হতে পারিনি। আমি লিখতে পারিনা,আর লিখা লিখি করার জন্যও আমি ব্লগে আসিনি। আমি পড়তে এসেছি। নিজেকে একজন ভাল পাঠক বলে দাবি করি।
প্রিয় রাজকুমারী,
অনলাইনে এসে যখন দেখি অনেকেই আছে কিন্ত তুমি নেই, তখনই রাজ্যের নিঃসঙ্গতা আমাকে ভর করে। প্রতিদিনের আনন্দের জগতটাকে নিরানন্দ আর বড় পানসে লাগে আমার কাছে। শুধু মন ভাল করার জন্যে সামুর অনুসারিত ব্লগারের কোন পোস্টে হারিয়ে যাই শব্দহীন ভাবে।
তোমাকে বড্ড প্রয়োজন আমার অনলাইনে।
আমি আর পারিনা এভাবে আরব্য রজনী বয়ে বেড়াতে।
বুকের ভেতরটায় অনেক হাহাকার জমা আছে, প্রেম-পিপাসায় ক্লান্ত কলিজাটা ছিড়ে যেতে চায় শুধু তোমার সামান্য স্পর্শের জন্য। তুমি যদি তোমার ঐ মায়াবী হাত দিয়ে আমার মাথা তোমার বুকে টেনে নিয়ে,
আলতো করে আমার চুলে হাত বুলিয়ে ছুঁয়ে দিতে আমার কপাল-
তবে জেনে রেখো তখন টুপ করে প্রশান্তির মৃত্যু মরে যেতেও দ্বিধা নেই আমার।
---------------------------------------------
আমি কিছু লিখা ধারাবাহিক ভাবে লিখতে চেষ্টা করি রাজকুমারী তার মধ্যে অন্যতম। এই রাজকুমারীকে নিয়ে মাসে কিছু একটা না লিখলে মাধার মধ্যে চিনচিন কেমন যেন ব্যাথা করে আমার। আমি জানি আমার লিখা অনেকই সমস্যাই আছে তবুও আমি লিখি। আমার লিখা অনেকেই পড়েনা মন্তব্যও করে না তাতে আমার কিছুই যায় আসেনা, আবার কেউ কেউ পড়ে আমাকে উৎসাহিত করে তাদের সকলের কাছে আমি কৃতজ্ঞ। আমি লিখি আমার লিখতে ভাল লাগে আমি লিখবো যতোই সমস্যা থাক। তবে এই লিখাটায় মনে হয় কোন সমস্যা নেই ব্লগার কাল্পনিক_ভালোবাসা পোস্ট করার আগে কারেকশন করে দিয়েছে। এই লোকটার প্রতি আমি দিনে দিনে ঋণী হয়ে যাচ্ছি। ধন্যবাদ কাল্পনিক_ভালোবাসা কৃতজ্ঞতা প্রকাশ করে সবার সাথে আপনাকে মিলাবো না।
২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৪
শিপন মোল্লা বলেছেন: আমিন। ধন্যবাদ স্বপনবাজ ভাই।
২| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৭
কান্ডারি অথর্ব বলেছেন:
তোমাকে বড্ড প্রয়োজন আমার অনলাইনে।
আমি আর পারিনা এভাবে আরব্য রজনী বয়ে বেড়াতে।
ফিরে আসুন হে রাজকুমারী, আপনার প্রতীক্ষায় বেলা বয়ে যায়।
২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৮
শিপন মোল্লা বলেছেন: প্রেম-পিপাসায় ক্লান্ত কলিজাটা ছিড়ে যেতে চায় শুধু তোমার সামান্য স্পর্শের জন্য।
ধন্যবাদ কান্ডারী অথর্ব ভাই।
৩| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৮
আজ আমি কোথাও যাবো না বলেছেন: রাজকুমারি কি চিঠি পায়?
পাইলে তো আবেগ দেখে এতক্ষণে এসে পড়তো!
২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৩
শিপন মোল্লা বলেছেন: রাজকুমারী আমার স্বপ্নের দুর কোন দেশের বাসিন্দা সে কখনোই অন লাইনে আসবেনা।
৪| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৮
দ্যা ডার্ক নাইট বলেছেন:
২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৪
শিপন মোল্লা বলেছেন:
৫| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৯
ঘুড্ডির পাইলট বলেছেন: প্রচেষ্টা সফল হোক ।
আইয়ুব বাচ্চুর একটা গান আছে "রাজকুমারী"
২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৩
শিপন মোল্লা বলেছেন: আইয়ুব বাচ্চুর "রাজকুমারী"কে কতো যে ডেকেছি সেই কথা আরেক দিন বলবো গুড্ডির পাইলট ভাই।
৬| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩১
জাকারিয়া মুবিন বলেছেন:
সুন্দর সুন্দর।
+++++++
২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৩
শিপন মোল্লা বলেছেন: ধন্যবাদ জাকারিয়া মুবিন ভাই।
৭| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৭
একজন আরমান বলেছেন:
দোয়া করি দ্রুতই রাজকুমারীর কাছে ফিরে আসুন ভাই।
অনেক শুভকামনা রইলো আপনার জন্য।
২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৯
শিপন মোল্লা বলেছেন: হা হা হা ধন্যবাদ ভাই
৮| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৭
বনলতা মুনিয়া বলেছেন: লিখতে থাকেন
২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:২০
শিপন মোল্লা বলেছেন: আচ্ছা
৯| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৮
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ভাই, আমি কারেকশন করছি, এডা আবার বলার দরকার ছিল!! আপনে না মিয়া!!!!
যাইহোক, আবেগী লেখাটা আসলেই হৃদয় ছুয়ে যায়। ইচ্ছে হয়, আমার জন্যও অপেক্ষা করে থাকুক কোন এক রাজকুমারী।
২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৮
শিপন মোল্লা বলেছেন: ধন্যবাদ। আপনার জন্যও অপেক্ষায় আছে তবে কল্পনায় থেকে বের হন দেখবেন দুয়ারে দারিয়ে আছে।
১০| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৬
বোকা ডাকু বলেছেন: এইডা অইলো মুদ্রার এপিঠ। আর হেই পিঠ হুনবেন!
"জাতনে জ্বলিয়া পুড়িয়া মরিতে
কেবলই কি নর জনম লয়?"
কিংবা...
"কি যাতনা বিষে বুঝিবে সে কিসে
কভু আশী বিষে দংশেনি যারে !"
দূরে আছেন তো ভালই আছেন।
২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৩০
শিপন মোল্লা বলেছেন: কস কিরে মোমিন ?
১১| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:০২
রাইসুল সাগর বলেছেন: বেপক আবেগী লিখা। চালিয়ে যান আপনার রাজকুমারিকে নিয়ে লিখা।
ফুল ফুটুক আর নাই ফুটুক
আরব্য রজনিতে যেনো আপনার রাজকুমারি আসে।
শুভকামনা।
২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৮
শিপন মোল্লা বলেছেন: ধন্যবাদ ভাই আপনার মন্তব্যের জন্যে। দোয়া করবেন তবে রাজকুমারীকে আরব্য রজনিতে আর আনতে চাই না।
১২| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:১০
বনলতা মুনিয়া বলেছেন: রাজকুমারি কি এত কাহিনী জানে?????
২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:০২
শিপন মোল্লা বলেছেন: হা হা হা
১৩| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৩
ভিয়েনাস বলেছেন: ফিরে আসুক রাজকুমারী
২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:০৪
শিপন মোল্লা বলেছেন: ধন্যবাদ আপনাকে।
১৪| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৩১
শ্রাবণ জল বলেছেন: rajkumari valo thakuk. Rajkumar o. Kalponik bhai khub helpful manush. Lekhay valolaga.
২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:০৯
শিপন মোল্লা বলেছেন: হা হা হা ধন্যবাদ আপু। কাল্পনিক ভালোবাসা ভাল না।
১৫| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:১৪
নিয়েল ( হিমু ) বলেছেন: রাজকুমারী
ভাল লাগল খুব ।
২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:০৯
শিপন মোল্লা বলেছেন: নিয়েল কেমন আছো ভাই তুমি।
১৬| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৪৪
মাসুম আহমদ ১৪ বলেছেন: রাজকুমারি সিরিজ চলুক - দেখবেন একদিন রাজকুমারি আপনার পোস্টে এসে উপস্হিত হইছে
২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৫
শিপন মোল্লা বলেছেন: সেই প্রতীক্ষায় আছি
১৭| ২৫ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪১
মাক্স বলেছেন: রাজকুমারী আসে না কেন??
২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৬
শিপন মোল্লা বলেছেন: পথ মনে হচ্ছে পিচ্ছিল।
১৮| ২৫ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৫
মুশাসি বলেছেন: ভালো লাগলো আবু শিথি ভাই। লিখে যান রাজকুমারীকে নিয়ে।
২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৬
শিপন মোল্লা বলেছেন: ধন্যবাদ ভাই।
১৯| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:০২
যুবায়ের বলেছেন: রাজকুমারী তারাতারি ফিরে আসুক।
২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৭
শিপন মোল্লা বলেছেন: আপনার কথাই জেন সত্য হয় যুবায়ের ভাই।
২০| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৮
লোনলিফাইটার বলেছেন: তুমি কি রাজকুমার?
২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:১০
শিপন মোল্লা বলেছেন: আরে দুর হতে পারলাম কোথায় আপনার দাপটে।
২১| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৯
রোকেয়া ইসলাম বলেছেন: অনেক ভালো লাগলো।
পড়তে পড়তে মনে হচ্ছিল যেন কোথায় হারিয়ে যাচ্ছি আমি।
ঠিক মনের মত কিছু কথা কিছু আবেগ............
আমরা তো কল্পনায় স্বপ্নের রঙ্গিন জ্বাল বুনে চলি অবিরাম তবে রাজকুমারী আপনার কল্পনা নাকি সত্যি তা জানিনা...
সত্যি হোক আর কল্পনাই হোক অনেক অনেক শুভ কামনা আপনার রাজকুমারীর জন্য।
ভালো থাকবেন। শুভেচ্ছা অফুরন্ত।
২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:১০
শিপন মোল্লা বলেছেন: রোেক্য়া ইসলাম@ আপনার মন্তব্যটিও পড়ে আমার মন ভরে গেলো। খুব সুন্দর করে বলে গেলেন আপনি , আমাকেও অনেক ধন্যবাদ। ভাল থাকবেন।
২২| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:১৮
চয়নিকা আহমেদ বলেছেন:
রাজকুমারী গল্প অনেক সুন্দর!
মিষ্টি!
২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:০৮
শিপন মোল্লা বলেছেন: আপু তোমার কি খবর ?
২৩| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:০২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ভাল লাগা রেখে গেলাম ।
২৯ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৬:৫৭
শিপন মোল্লা বলেছেন: আমিও ধন্য হলাম।
২৪| ২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৭:৫৯
অচিন.... বলেছেন: রাজকুমারীরে পছন্দ হইছে
২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৮
শিপন মোল্লা বলেছেন: হা হা তাইনি ভাই ? ধন্যবাদ।
২৫| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৯
অঞ্জলি বলেছেন: সেই অচেনা রাজকুমারী আপনার জীবনে ফিরে আসুক।এই আশীর্বাদ করে গেলুম....!!আপনার লেখা পড়ে খুব ভালো লাগল।++++
আশীর্বাদ করি আমি অঞ্জলি রায়
আপনি ভালো থাকুন সবসময়!!!
শুভ রজনী!!!!
৩১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৩
শিপন মোল্লা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ অঞ্জলি রায়। কেমন আছেন আপনি কোন খবর নাই ক্যান আবার কোন রাগ অভিমান তো ভির করলো না।
২৬| ৩১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৭
টুনটুনি সুখি বলেছেন: ভিসন ভাল লাগল আপনার জন্য সুভ কামনা রইল
৩১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৩
শিপন মোল্লা বলেছেন: হা হা হা
২৭| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৩৭
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
রাজকুমারীর জন্য অনেক শুভ কামনা রইল।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২১
শিপন মোল্লা বলেছেন: অনেক দিনপর। কেমন আছেন আপনি ?
২৮| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০১
যাযাবর৮১ বলেছেন:
গণদাবি একটাই
আবার জেগেছে তারুণ্যের প্রজন্ম
দ্বিধা ভেদ ভুলে জাগরণের জন্ম,
কবে কে দেখেছে এই বাংলার বাঘ
শাবাশ জনতা ঐ জেগেছে শাহবাগ।
আলোকিত প্রাণ প্রজন্ম চত্বরে
বিকশিত গান খুঁজছে সত্তারে,
আর নয় ভুল, মুক্তির স্লোগান
ধূম্র ধূসরে ফাগুনের জয়গান।
ঘৃণায় আক্রোশে জানায় যে ধিক্কারে
গণদাবি আজ প্রদৃপ্ত হুঙ্কারে,
জেগেছে জনতা, বিচার এবার চাই
ফাঁসি, ফাঁসি, ফাঁসি, গণদাবি একটাই।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৪৬
শিপন মোল্লা বলেছেন: আলোকিত প্রাণ প্রজন্ম চত্বরে
বিকশিত গান খুঁজছে সত্তারে,
আর নয় ভুল, মুক্তির স্লোগান
ধূম্র ধূসরে ফাগুনের জয়গান।
২৯| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৯
যাযাবর৮১ বলেছেন:
কলঙ্ক মুক্তি চাই (গীতি কবিতা)
বসন্ত আজ যে আবার এসেছে
আগুন ঝরা উত্তাল বানে
ধূসর জীবনের পাতায় পাতায়
রক্ত রাগে দ্রোহের গানে।
জাগরণ জেগেছে নব প্রজন্ম
প্রদৃপ্ত প্রজন্ম চত্বর
আবার জনতা খুঁজে পেয়েছে পথ
চাইছি আবার একাত্তর।
হৃদয়ে বসন্ত জ্বলছে আগুন
গণদাবি আজকে একটাই
জাগে বাংলাদেশ দৃপ্ত স্লোগানে
কলঙ্ক মুক্তি চাই।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৬
শিপন মোল্লা বলেছেন: হৃদয়ে বসন্ত জ্বলছে আগুন
গণদাবি আজকে একটাই
জাগে বাংলাদেশ দৃপ্ত স্লোগানে
কলঙ্ক মুক্তি চাই।
৩০| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৯
ঘুমন্ত আমি বলেছেন: রাজকুমারী তোমার জন্য আবুশিখি ভাই এখনো কুমার ।পাঠায়ে দাও চুমো আকা রুমাল
১২ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:০৫
শিপন মোল্লা বলেছেন: বাহ দারুন বলছেন ত।
৩১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:২৬
টুম্পা মনি বলেছেন: বাহ ভালো হইছে তো। প্লাচ।
১২ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:০৫
শিপন মোল্লা বলেছেন: ধন্যবাদ
৩২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৬
আমি বাঁধনহারা বলেছেন:
যে আপনার মনের কল্পিত রাজকুমারী
তাঁর কথা ভাবতে থাকুন দিবস ও শর্বরী।
ভালো লাগল
++++++++++
ভালো থাকবেন
মনে রাখবেন!!!
৩৩| ১৩ ই মে, ২০১৩ রাত ৯:৫২
রহস্যময়ী কন্যা বলেছেন: আপনার রাজকুমারীর জন্য অনেক শুভকামনা
©somewhere in net ltd.
১|
২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৫
স্বপনবাজ বলেছেন: রাজকুমারী দীর্ঘজীবি হোক !
মনোবাসানা পূরন হোক আপনার !
লেখা ভালো লাগলো !