![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কারো মতন নয়ই, একান্তই আমার মতো। বন্ধু-বান্দব আর পারিবারিক সব সম্পখের ক্ষেএে ভীষণ আন্তরিক। হাসি-খুশি আর দলবল নিয়ে ২৪ ঘন্টাই আড্ডায় থাকতে ভালবাসি। ভালোবাসি সাদা গোলাপ আর প্রিয়তমাকে। আমি এক আল্লাহ্র ইবাদত করি আর হজরত মুঃ সাঃ কে অনুসরন করি। সৃজনশীল বিষয়ে আগ্রহ করি। রাজনীতি আমার রক্তের সাথে মিশে গেছে বা আছে। জিয়াকে মডেল করে সমাজের ভাল পরিবর্তনের চেষ্টায় আছি। বর্তমান পরিবেশে দেশে কিছু করার মুরোদ রাখিনা তাই পরবাসী আছি। দেশ ও দেশে বসবাস করা প্রিয় মানুষদের জন্য অনবরত হৃদয়ে রক্তক্ষরণ হয়। নিজের অনুভূতি,অস্তিত্ব আর ভালোলাগা গুলো পরে থাকে প্রিয় জয়পাড়ায় যেখানে আমার শৈশব আর কৈশোর কেটেছে। দুঃখ একটাই জীবনে কোথাও শ্রেস্ট হতে পারিনি। আমি লিখতে পারিনা,আর লিখা লিখি করার জন্যও আমি ব্লগে আসিনি। আমি পড়তে এসেছি। নিজেকে একজন ভাল পাঠক বলে দাবি করি।
সারাটা দিন বৃষ্টি ছিল
ছিল ঝড়ো হাওয়া
এমন দিনে উচিৎ ছিল
তোমায় কাছে পাওয়া।
উচিৎ ছিল তোমার পাশে
বসে বাদাম খাওয়া
জোড়ে না হোক গুন গুনিয়ে
তোমারই গান গাওয়া।
তোমায় নিয়ে দুহাত ধরে
ছাদের উপর যেয়ে
উচিৎ ছিল বৃষ্টিতে ভেজা
আকাশ পানে চেয়ে।
উচিৎ ছিল কতই কিছু
বৃষ্টির এই দিনে
সারাটা দিন বৃষ্টি আজি
আমার প্রেমিক মনে।
উচিৎ এর সুখটা এখন শুধু
আমার ঘরে বাস
আমি আর সুখ যেন
একই কারাবাস।
স্বচ্ছ কাঁচে ঝাপসা জ্বলে
যাচ্ছে আঁকা ছবি
সুখের কথা লিখছে বসে
জীবন দুঃখী কবি।
২৪ শে মার্চ, ২০১৩ রাত ১:৪৪
শিপন মোল্লা বলেছেন: আপনি আসলে খুব ভাল। শুভ কামনার জন্য ধন্যবাদ। হা এখন অনেক ভাল আছি, আপনি ?
২| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ১:৩৩
স্বপনবাজ বলেছেন: এমন দিনে উচিৎ ছিল
তোমায় কাছে পাওয়া।
২৪ শে মার্চ, ২০১৩ রাত ১:৪৯
শিপন মোল্লা বলেছেন: হা হা হা
৩| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ১:৫১
কান্ডারি অথর্ব বলেছেন:
এমন দিনে উচিৎ ছিল
তোমায় কাছে পাওয়া।
২৪ শে মার্চ, ২০১৩ রাত ২:৪১
শিপন মোল্লা বলেছেন: হিম, মন যে আর মানে না ভাই।
৪| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ২:০৫
ভুল উচ্ছাস বলেছেন: হা হা হা। আপ্নে আজকাল দেখি বেশ রুমান্টিক মুডে আছেন। তো এইটা কি গান নাকি কবিতা?
গান হিসেবেই ভালো লাগছে।
২৪ শে মার্চ, ২০১৩ রাত ২:৪১
শিপন মোল্লা বলেছেন: একটু আর কি।
৫| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ২:১৭
কামরুল হাসান শািহ বলেছেন: 3G আছেনা???
ভালো লাগছে শিপন ভাই
২৪ শে মার্চ, ২০১৩ রাত ২:৪৭
শিপন মোল্লা বলেছেন: ধন্যবাদ কামরুল ভাই।
৬| ২৪ শে মার্চ, ২০১৩ সকাল ৯:৩৮
যুবায়ের বলেছেন: যে মাইডারে কাছে বসাইয়া বাদাম খাইবার মুন্ঞ্চায়তাছিল
হেই মাইয়াডা কেডা??...
২৪ শে মার্চ, ২০১৩ রাত ৯:১২
শিপন মোল্লা বলেছেন: আরে এ তো কবির কল্পনা যুবায়ের ভাই।
৭| ২৪ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৫৮
ভুল উচ্ছাস বলেছেন: পুস্টে এইবার মাইনাস।
২৫ শে মার্চ, ২০১৩ রাত ৩:৪৫
শিপন মোল্লা বলেছেন: দিলেন তো ইজ্জতটা মাইরা।
৮| ২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৩৫
তারছেড়া লিমন বলেছেন: অনেক ভাললাগা রইল ভাই
২৫ শে মার্চ, ২০১৩ রাত ৩:৪৫
শিপন মোল্লা বলেছেন: ধন্যবাদ ভাই।
৯| ২৪ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০৩
মেহেদী হাসান মানিক বলেছেন: ++
সবাই দেখি কবি হয়ে যাচ্চছে
২৬ শে মার্চ, ২০১৩ রাত ৯:২০
শিপন মোল্লা বলেছেন: অনেক দিন পর আপনি মানিক ভাই।
১০| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ১১:৪৪
ঘুড্ডির পাইলট বলেছেন: কবিতা সত্যি ভালো হয়েছে !
কিন্তু একটা শব্দের পরিবর্তন আনা উচিৎ !
বাদাম শব্দটাকে পরিবর্তন করে প্রেমফল করা হোক কবিতায় !
২৬ শে মার্চ, ২০১৩ রাত ৯:২১
শিপন মোল্লা বলেছেন: প্রেমফল ফের কাফি অন্য কবিতায় ঘুড্ডির পাইলট ভাই।
১১| ২৫ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:২৫
বোকামন বলেছেন: +++++++
২৭ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৫৪
শিপন মোল্লা বলেছেন: ধন্যবাদ ভাই।
১২| ২৫ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪০
নেক্সাস বলেছেন: এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আশা করি সব উচিত একদিন সত্যি হয়ে যাবে।
২৮ শে মার্চ, ২০১৩ ভোর ৪:১৭
শিপন মোল্লা বলেছেন: আহ সত্যিই যদি হতো এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণারে মিষ্টি খাওয়ামু আপ্নারে চা কফি সিগারেট হা হা।
১৩| ২৫ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪২
shfikul বলেছেন: +++
২৮ শে মার্চ, ২০১৩ ভোর ৪:৪০
শিপন মোল্লা বলেছেন: ধন্যবাদ ভাই।
১৪| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ৩:৫৮
আশিক মাসুম বলেছেন: এমন দিনে উচিৎ ছিল
তোমায় কাছে পাওয়া।
দীর্ঘশ্বাস বেরিয়ে গেলো।
২৮ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৪৬
শিপন মোল্লা বলেছেন: আশিক ভাই আপানাকে আমার ব্লগে দেখি আমি ভিশন খুশি। ধন্যবাদ ভাই
১৫| ২৬ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৩৩
আমি বাঁধনহারা বলেছেন:
ভালো লাগল:+++++++
ভালো থাকবেন
মনে রাখবেন!!!
২৮ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৫৭
শিপন মোল্লা বলেছেন: ধন্যবাদ বাঁধনহারা ভাই।
১৬| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ৩:৩৬
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: বাহ! অনেকদিন পর আপনাকে দেখা গেল!
সুন্দর প্রত্যাবর্তন।
২৯ শে মার্চ, ২০১৩ রাত ১:২৫
শিপন মোল্লা বলেছেন: ধন্যবাদ ভাই।
কিন্ত সামুতে যা শুরু হয়ছে তাতে মনে হচ্ছে আমরা আর থাকতে পারবো না। অতান্ত দুঃখজনক ঘটনা আমি এখনো মনে সামু মত প্রকাশের সবার সমান অধিকার সামু কারো প্রতি বিশেষ দুর্বল নয়।
১৭| ২৭ শে মার্চ, ২০১৩ দুপুর ২:১০
শায়েরী বলেছেন: +
২৯ শে মার্চ, ২০১৩ রাত ১:২৬
শিপন মোল্লা বলেছেন: আমার ব্লগে আপানকে স্বাগতম।
১৮| ২৭ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৩৮
সোনালী ডানার চিল বলেছেন:
'এমন দিনে উচিৎ ছিল
তোমায় কাছে পাওয়া।'
পরে কি কাছে পেয়েছিলেন!!
সুন্দর কবিতায় ভালোলাগা জানালাম।
২৯ শে মার্চ, ২০১৩ রাত ১:৩২
শিপন মোল্লা বলেছেন: কবির কবিতায় অপূর্ণতা থাকেনা হা হা।
১৯| ২৮ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৫৫
শুকনোপাতা০০৭ বলেছেন: স্বচ্ছ কাঁচে ঝাপসা জ্বলে
যাচ্ছে আঁকা ছবি
সুখের কথা লিখছে বসে
জীবন দুঃখী কবি।
অসাধারন..
৩১ শে মার্চ, ২০১৩ রাত ৩:৫০
শিপন মোল্লা বলেছেন: ধন্যবাদ।
২০| ২৮ শে মার্চ, ২০১৩ রাত ৯:৪০
শ্রাবণ জল বলেছেন: সুন্দর লিখেছেন, ভাই।
ভাল লাগা।
০২ রা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:০২
শিপন মোল্লা বলেছেন: ধন্যবাদ শ্রাবন জল।
২১| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ১:৩৭
ঘুমন্ত আমি বলেছেন: বাদাম খান আর যাই খান প্রেম ডেন্জারাস ।খাইলেও তা না খাইলেও তা ।
০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ৯:২৫
শিপন মোল্লা বলেছেন: জীবন থেকে বলছেন মনে হচ্ছে হা হা
২২| ৩১ শে মার্চ, ২০১৩ দুপুর ২:০৫
শায়মা বলেছেন: বাহ!!!
+++
০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ৯:২৬
শিপন মোল্লা বলেছেন: আরে শায়মা আপু যে
২৩| ৩১ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: Shithir bapke to ekhon dekhai jayna.
Poste valo laga rekhe gelam.+++
১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:৩৪
শিপন মোল্লা বলেছেন: ভাই একটু বেস্ত ইনশাল্লাহ আবার আসতেছি খুব তারাতারি।
২৪| ০২ রা এপ্রিল, ২০১৩ দুপুর ২:১৮
বটবৃক্ষ~ বলেছেন: স্বচ্ছ কাঁচে ঝাপসা জ্বলে
যাচ্ছে আঁকা ছবি
সুখের কথা লিখছে বসে
জীবন দুঃখী কবি।
+++++
জীবন দুখি কবি....
১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:৩৪
শিপন মোল্লা বলেছেন: জি ভাই জীবন দুখী কবি।
২৫| ০৩ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০০
টুনটুনি সুখি বলেছেন: এমন দিনে উচিৎ ছিল
তোমায় কাছে পাওয়া ।
কবিতা ভাল লাগল ।
২৬| ১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৩৪
স্নিগ্ধ শোভন বলেছেন:
স্বচ্ছ কাঁচে ঝাপসা জ্বলে
যাচ্ছে আঁকা ছবি
সুখের কথা লিখছে বসে
জীবন দুঃখী কবি।
সব উচিৎ সত্যি হোক সেই কামনা করছি।
কবিতায় +++++
©somewhere in net ltd.
১|
২৪ শে মার্চ, ২০১৩ রাত ১:৩১
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আশা করি সব উচিত একদিন সত্যি হয়ে যাবে। ভাল লাগল। কেমন আছেন?