![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কারো মতন নয়ই, একান্তই আমার মতো। বন্ধু-বান্দব আর পারিবারিক সব সম্পখের ক্ষেএে ভীষণ আন্তরিক। হাসি-খুশি আর দলবল নিয়ে ২৪ ঘন্টাই আড্ডায় থাকতে ভালবাসি। ভালোবাসি সাদা গোলাপ আর প্রিয়তমাকে। আমি এক আল্লাহ্র ইবাদত করি আর হজরত মুঃ সাঃ কে অনুসরন করি। সৃজনশীল বিষয়ে আগ্রহ করি। রাজনীতি আমার রক্তের সাথে মিশে গেছে বা আছে। জিয়াকে মডেল করে সমাজের ভাল পরিবর্তনের চেষ্টায় আছি। বর্তমান পরিবেশে দেশে কিছু করার মুরোদ রাখিনা তাই পরবাসী আছি। দেশ ও দেশে বসবাস করা প্রিয় মানুষদের জন্য অনবরত হৃদয়ে রক্তক্ষরণ হয়। নিজের অনুভূতি,অস্তিত্ব আর ভালোলাগা গুলো পরে থাকে প্রিয় জয়পাড়ায় যেখানে আমার শৈশব আর কৈশোর কেটেছে। দুঃখ একটাই জীবনে কোথাও শ্রেস্ট হতে পারিনি। আমি লিখতে পারিনা,আর লিখা লিখি করার জন্যও আমি ব্লগে আসিনি। আমি পড়তে এসেছি। নিজেকে একজন ভাল পাঠক বলে দাবি করি।
এ পৃথিবীতে প্রত্যেক জীবেরই শেষ পরিনিতি হচ্ছে মৃত্যু আর
মৃত্যুর পরে যায়গা দুইটা এক জান্নাত দুই জাহান্নাম । আমি এক আল্লাহর বিশ্বাস করি ও তার ইবাদত করি এবং তার প্রেরিত শেষ নবী মুহাম্মদ (স.) এর অনুসরণ করি। তাই জান্নাত পাবো বলে আশা করি। এখন কেউ কেউ আমার মতো মনে করে না এতে আমার কিছুই যায় আসেনা মহান আল্লাহই তার স্থান নির্ধারণ করবেন। আবার কেউ কোন ইলাহ ই বিশ্বাস করেন না সে নাস্তিক এতেও আমার কোন কিছুই যায় আসেনা। যারযার তার তার। আল্লাহই সব সর্বময় ক্ষমতার অধিকারী।
তুমি ভাই ইলাহ বিশ্বাস করো না সেটা তোমার ব্যাপার কিন্ত নিজের মত স্বাধীন ভাবে প্রকাশ করতে যেয়ে আমার আল্লাহ ও নবীকে বাজে কথা বলে আমার বিশ্বাস আর ধর্মীয় অনুভূতিতে আঘাত করবে এই রাইট তুমি কোথায় পেলে ? অন্য কারো বিশ্বাসে আঘাত করে নিজের মত প্রকাশ করা অধিকার কারো নেই।
আর এই অন্যায়ই করেছে কিছু ধর্ম বিদ্বেষী ব্লগার যার শাস্তি তাকে পেতেই হবে যদি দোষী প্রমাণিত হয়। সেই প্রক্রিয়ায়ি তিন ব্লগারকে পুলিশ ধরেছে সাধারন মুসলমানের হেফাজতে ইসলাম সরকারকে চাপ দিছে বলে। যদি এমনটি আগে করতো তাহলে আজ দেশে এই নতুন অস্থিরতা তৈরি হতো না।
কিন্ত দুঃখজনক এই তিন ব্লগারদের গ্রেফতারের বিরুদ্ধে কিছু কিছু ফেসবুকার ও ব্লগার ক্ষোভ প্রকাশ করছে। ব্লগার প্রজন্ম ৮৬র ফেসবুক স্ট্যাটাসে দারুন আর যথার্থ বলেছে এখানে দিয়ে দিলাম লেখালেখি'র জন্য মানুষ যদি পুরষ্কৃত হতে পারে তবে একই কর্মে'র জন্য শাস্তিও পেতেই পারে। আমিও তাই মনে করি অসিউর রহমান তার ফেসবুকে আরো লিখেছেন অনেকে বলতেছে সরকার বাংলাস্তান বানানের পথ ধরছে, কিন্তু আমি বলি এসব অপরাধী কলম জঙ্গীদের গ্রেপ্তার না করলেই বরং বাংলাদেশ একসময় বাংলাস্তান হইতো!
এসব নাস্তিকেরাই হাজার হাজার বছর পুরান ক্যাচাল সমাজে পূণঃজন্ম দেয়ার চেষ্টায় ছিল। এদের জন্যই নর্থ সাউথের পোলাপান থেকে শুরু করে দাড়োয়ান পর্যন্ত খুনী হইছে। এদের আরো আগে ধরলে আজকে পরিস্থিতি এত খারাপ হতো না।
রাষ্ট্রের কাজ হচ্ছে জনগণের মাঝে'র সোশ্যাল কন্ট্রাক্ট দেখাশোনা করা এবং ইন্ডিভিজ্যুয়ালের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করা।
বাকস্বাধীনতা সকলেরই আছে, কিন্তু ক্যাচাল করার স্বাধীনতা কারোরই নাই।
যাইহোক, এদের গ্রেপ্তারকৃতদের প্রতি সুবিচার হোক।
অবশ্যই গুটি কয়েক ধর্ম বিদ্ধেশির জন্য সকল ব্লগারদের ঢালাও ভাবে অভিযুক্ত করা ও সমীচীন নয় । ব্যক্তি ভালো না হলে তার দায় ব্যক্তিকেই নিতে হবে ।
০৩ রা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:০০
শিপন মোল্লা বলেছেন: জি সহমত। এতো দিন পর সরকারের হুস হয়ছে।
২| ০৩ রা এপ্রিল, ২০১৩ ভোর ৪:২৭
শিপু ভাই বলেছেন: ঘুড্ডির পাইলট বলেছেন: কোন ধর্মকে আক্রমন করা ঠিক না । আর নাস্তিক রা তাদের নিজস্ব ধ্যান ধারনা নিয়ে থাকুক , কিন্তু তাদের কেউ কেউ অচলিল কথা লিখে ইসলামকে আক্রমন করছে , এদের শাস্তি দিতে হবে ।
০৩ রা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:০১
শিপন মোল্লা বলেছেন: লেখালেখি'র জন্য মানুষ যদি পুরষ্কৃত হতে পারে তবে একই কর্মে'র জন্য শাস্তিও পেতেই পারে।
৩| ০৩ রা এপ্রিল, ২০১৩ ভোর ৫:১২
আশিক মাসুম বলেছেন: শিপু ভাই বলেছেন: ঘুড্ডির পাইলট বলেছেন: কোন ধর্মকে আক্রমন করা ঠিক না । আর নাস্তিক রা তাদের নিজস্ব ধ্যান ধারনা নিয়ে থাকুক , কিন্তু তাদের কেউ কেউ অচলিল কথা লিখে ইসলামকে আক্রমন করছে , এদের শাস্তি দিতে হবে ।
০৩ রা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:০১
শিপন মোল্লা বলেছেন: লেখালেখি'র জন্য মানুষ যদি পুরষ্কৃত হতে পারে তবে একই কর্মে'র জন্য শাস্তিও পেতেই পারে।
ধন্যবাদ ভাই।
৪| ০৩ রা এপ্রিল, ২০১৩ ভোর ৫:৪৮
সরকার৮৪ বলেছেন: ভালো বলছেন শিপন ভাই
০৩ রা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:০০
শিপন মোল্লা বলেছেন: ধন্যবাদ ভাই
৫| ০৩ রা এপ্রিল, ২০১৩ সকাল ৯:৫২
দিশার বলেছেন: ***তার ইবাদত করি এবং তার পেরিত শেষ নবী মু, **** !
***তুমি ভাই ইলা বিশ্বাস করো না ***
ইসলাম কে এভাবে বিকৃত করলে কোন সমস্যা নাই . কিন্তু কোরান হাদিস রেফারেন্স দিয়ে পোস্ট করলে অবমাননা হয়? অবমাননা কি তাহলে ?
০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ৮:৫০
শিপন মোল্লা বলেছেন: বুঝলাম কি বলতে চান ?
৬| ০৩ রা এপ্রিল, ২০১৩ সকাল ১১:২৪
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাই আপনাকে খুব ভাল পাই আপনার কাছে জানতে চাই,
আজকে যদি আমাকে গ্রেপ্তার করা হয় তবে এই ব্লগের ভাইয়েরা কি বলবেন?
আগেই জেনে রাখা ভাল, পরে আর আফসোস থাকবেনা।
০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ৮:৫৫
শিপন মোল্লা বলেছেন: অন্যয়ের প্রতীবাদ অবশ্যই হবে কিন্ত দেখতে হবে আপনি আবার কোন অনন্যায় করে দেশের আইন ভাঙ্গলেন কিনা। কেউই আইনের উরদ্ধে নয়। আইন যদি তার সঠিক পথে চলে তাহলে দেশে কোন আবর্জনা থাকতে পারবেনা।
৭| ০৩ রা এপ্রিল, ২০১৩ দুপুর ১২:০৬
আমিনুর রহমান বলেছেন: আবু শিথি দারুন লিখেছেন +++
কিন্তু আজকে একজন নাস্তিক বা ধর্ম বিদ্বেষী আমার ধর্মে বিপক্ষে লিখবে সেটাই কিন্তু স্বাভাবিক। এবার আসি একজন ধার্মিক ( যে নিজেকে দাবী করে) যদি ধর্মকে ভিন্নভাবে উপস্থাপন করে বা ধর্মের দোহাই দিয়ে অধর্ম করে তাহলে কোণটা বেশি ক্ষতিকর। আমিতো ওই ধার্মিক কে আমার বন্ধু মনে করবো কেন না সে আমার ধর্মের কথা বলে। বন্ধুর কথায় মানুষ সহজেই প্রভাবিত হতে পারে। শত্রুর কথা মঙ্গলজনক হলেও মানুষ সচরাচর আমলে নেয় না। তাই ওই সব ধার্মিক বন্ধু নিধন করা উচিত আগে যারা সারা ইসলাম ধর্মের সর্বনাশ ঢেকে আনছে।
০৪ ঠা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৪৪
শিপন মোল্লা বলেছেন: জি, তবে ঝিয়াল করতে হবে আমার ধর্মভিরু হবো ধর্মান্ধ নয়। সহমত আপনার সাথে।
৮| ০৩ রা এপ্রিল, ২০১৩ দুপুর ১২:১৫
ক্ষুধিত পাষাণ বলেছেন: সহমত। +
০৪ ঠা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৪৪
শিপন মোল্লা বলেছেন: ধন্যবাদ
৯| ০৩ রা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:০৫
আজ আমি কোথাও যাবো না বলেছেন: আমার কথা হৈল মৌলবাদি আস্তিক আর মৌলবাদী নাস্তিক এই দুই শ্রেণীর প্রাণীরে পুরোপুরি বিদায় নিতে হবে ব্লগ থেকে।
০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:৫৭
শিপন মোল্লা বলেছেন: না এতে ভাল হবে না। মৌলবাদ শব্দকে যারা জঙ্গিবাদের সমার্থক শব্দ বানিয়েছে, তাদের জন্য করুণা-ও হয়। কারণ, মৌলবাদ মানেই কোন কিছুর মূলনীতিকে মেনে নেওয়া। একজন কমিউনিস্ট মৌলবাদী মানে একজন ভাল কমিউনিস্ট, একজন বৌদ্ধ মৌলবাদী মানে একজন ধার্মিক ও প্রকৃত বৌদ্ধ! ঠিক তেমনি একজন ইসলাম মৌলবাদী মানি অবশ্যই ভাল মানুষ। আমার কথা হয়ছে আমারা ধর্মভিরু হবো ধর্ম্যাআন্দধ হবো না।
ধন্যবাদ আপনাকে।
১০| ০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ৮:৫৫
ধ্রুব মহাকাল বলেছেন: ঘুড্ডির পাইলট বলেছেন: কোন ধর্মকে আক্রমন করা ঠিক না । আর নাস্তিক রা তাদের নিজস্ব ধ্যান ধারনা নিয়ে থাকুক , কিন্তু তাদের কেউ কেউ অচলিল কথা লিখে ইসলামকে আক্রমন করছে , এদের শাস্তি দিতে হবে ।
২৪ শে এপ্রিল, ২০১৩ ভোর ৫:৩৬
শিপন মোল্লা বলেছেন: হিম
১১| ০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ৯:২৮
বোকা ডাকু বলেছেন: সরকার সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষাকল্পে কিছুই করেনি। এইসব নরকের কীট গুলারে আগেই থামানো উচিত ছিল। কিন্তু থামানো তো দূরে থাক তাদের বরং নানাভাবে উৎসাহিত ও পৃষ্ঠপোষকতা করা হয়েছে। যার ফলাফল আজকের এই জনরোষ।
এই একটা দুইটা কীট এর জন্যে আজকে আম ব্লগাদের দোষারোপ করা হচ্ছে।
বাক স্বাধীনতা সংবিধান স্বীকৃত কিন্তু অন্য ধর্মের প্রতি কটূক্তি করা কিংবা বাক স্বাধীনতার অপব্যাবহার কে অনুমোদন দিলো?
১২| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ সকাল ৭:৪১
ইউসুফ আলী রিংকূ বলেছেন: ভালো বলছেন শিপন ভাই ।
১৩| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ সকাল ৮:১০
অচিন.... বলেছেন: sohomot
১৪| ০৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৭
আমি বাঁধনহারা বলেছেন:
ভালো লাগল:আপনার সাথে সহমত।
++++++++++++++++++++
ভালো থাকবেন
মনে রাখবেন!!!
১৫| ০৬ ই এপ্রিল, ২০১৩ ভোর ৪:৩৮
নষ্ট শয়তান বলেছেন: ভালো লাগল:আপনার সাথে সহমত।
++++++++++++++++++++
ভালো থাকবেন
সাথে আছি
১৬| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:১৫
টুনটুনি সুখি বলেছেন: সহমত ++++++++++++
১৭| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৩১
ছোটমির্জা বলেছেন:
'''এসব নাস্তিকেরাই হাজার হাজার বছর পুরান ক্যাচাল সমাজে পূণঃজন্ম দেয়ার চেষ্টায় ছিল। এদের জন্যই নর্থ সাউথের পোলাপান থেকে শুরু করে দাড়োয়ান পর্যন্ত খুনী হইছে। এদের আরো আগে ধরলে আজকে পরিস্থিতি এত খারাপ হতো না।'''- সহমত।
আর বাল-ফালান ন্যাস্টিকতা ফলালে বাংলাদেশ ঠিক কতটুকু আগায়, কয় মণ ধান ফলে, কতটাই বা আইটিতে আগায় বাংলাদেশ?
মেজাজ খ্রাপ হয়ে যায়//
১৮| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:১১
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: লেখালেখি'র জন্য মানুষ যদি পুরষ্কৃত হতে পারে তবে একই কর্মে'র জন্য শাস্তিও পেতেই পারে।
+++++
প্রসংগঃ ব্লগার = নাস্তিক, এই অপপ্রচারের দ্বায়ভার কার??
১৯| ১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৫৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: নাস্তিক আর ধর্ম বিদ্বেষী এক নয় ।
নাস্তিক হতে হলে প্রচণ্ড মনের জোর থাকতে হয় , যা পেইড নাস্তিকদের থাকেনা ।
২০| ১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৩৩
রোকেয়া ইসলাম বলেছেন: শুভ নববর্ষ............।
ভালো কাটুক ১৪২০ সালের প্রতিটি খন।
অনেক অনেক শুভেচ্ছা।
২১| ২২ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০০
রাইসুল বাঙ্গালী বলেছেন: লেখালেখি'র জন্য মানুষ যদি পুরষ্কৃত হতে পারে তবে একই কর্মে'র জন্য শাস্তিও পেতেই পারে।
২২| ০৩ রা মে, ২০১৩ বিকাল ৫:২৫
মশিকুর বলেছেন:
লেখালেখি'র জন্য মানুষ যদি পুরষ্কৃত হতে পারে তবে একই কর্মে'র জন্য শাস্তিও পেতেই পারে।
সহমত।
©somewhere in net ltd.
১|
০৩ রা এপ্রিল, ২০১৩ ভোর ৪:১৯
ঘুড্ডির পাইলট বলেছেন: কোন ধর্মকে আক্রমন করা ঠিক না । আর নাস্তিক রা তাদের নিজস্ব ধ্যান ধারনা নিয়ে থাকুক , কিন্তু তাদের কেউ কেউ অচলিল কথা লিখে ইসলামকে আক্রমন করছে , এদের শাস্তি দিতে হবে ।