![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কারো মতন নয়ই, একান্তই আমার মতো। বন্ধু-বান্দব আর পারিবারিক সব সম্পখের ক্ষেএে ভীষণ আন্তরিক। হাসি-খুশি আর দলবল নিয়ে ২৪ ঘন্টাই আড্ডায় থাকতে ভালবাসি। ভালোবাসি সাদা গোলাপ আর প্রিয়তমাকে। আমি এক আল্লাহ্র ইবাদত করি আর হজরত মুঃ সাঃ কে অনুসরন করি। সৃজনশীল বিষয়ে আগ্রহ করি। রাজনীতি আমার রক্তের সাথে মিশে গেছে বা আছে। জিয়াকে মডেল করে সমাজের ভাল পরিবর্তনের চেষ্টায় আছি। বর্তমান পরিবেশে দেশে কিছু করার মুরোদ রাখিনা তাই পরবাসী আছি। দেশ ও দেশে বসবাস করা প্রিয় মানুষদের জন্য অনবরত হৃদয়ে রক্তক্ষরণ হয়। নিজের অনুভূতি,অস্তিত্ব আর ভালোলাগা গুলো পরে থাকে প্রিয় জয়পাড়ায় যেখানে আমার শৈশব আর কৈশোর কেটেছে। দুঃখ একটাই জীবনে কোথাও শ্রেস্ট হতে পারিনি। আমি লিখতে পারিনা,আর লিখা লিখি করার জন্যও আমি ব্লগে আসিনি। আমি পড়তে এসেছি। নিজেকে একজন ভাল পাঠক বলে দাবি করি।
মন বিরাট খারাপ। বাড়িতে যাইনা অনেক দিন। বাংলাদেশের একটা অনলাইন শপ থেইকা বউয়ের জন্য একটা শাড়ি কিনছিলাম, টাকাও পে করছি সাথে সাথেই। মাগার টাকা পে করার পরে ওরা আর শাড়ি ডেলিভারি দেয় নাই। যতই কমপ্লিন করতেছি, কোন ফিডব্যাক নাই। দেশের মানুষ এরকম জোচ্চুরি শিখল কবে থেকে? বাংলাদেশীরা তো এমন ছিলনা!!
আমার দোকানে এই মুহুর্তে কাস্টমার নাই তেমন, বইসা বাচ্চাটার কথা ভাবতেছি। এমন সময় দোকানে আসলেন বিনয়কৃষ্ণ মজুমদার। ওনার বাড়ি কলকাতায়। প্রফেশনাল লাইফে ছিলেন রাজনীতিবিজ্ঞানের শিক্ষক। এখন অবসরে। ওনার ছেলে-ছেলের বউ থাকে সৌদি আরব। বছরে একবার দুইবার উনি বেড়াতে আসেন। আর বেড়াতে আসলেই আমার দোকানে আসেন, চা-কফি খান, রাজনৈতিক বিষয়ে নানা কথা বলেন। সবই রাশভারি কথা, কিন্তু এই লোক বিরাট খিস্তিবাজ। একটা কথার সাথে ৩ টা গালি না মেশালে উনি মনে হয় মজা পান না। এমন গালিবাজ মানুষ কেমনে কলেজে শিক্ষকতা করলেন সে এক বিরাট রহস্য আমার কাছে।
কথা হচ্ছিল বাংলাদেশের রাজনীতি নিয়ে। তারে জিগাইলাম কি বুঝাতসেন? তিনি যা বললেন তার সারমর্ম হইল, বাংলাদেশ কি আর বাংলাদেশ আছেনি মিয়া? ঐডা তো এখন আমাগো একটা অঙ্গরাজ্য। বিরস মুখে তার দিকে তাকিয়ে আছি। কিছুক্ষণ দম নিয়ে তিনি আবার বললেন, যে দেশের সরকার দেশের জন্য ন্যুনতম চিন্তা না করে কেবল নিজেদের পকেট ভারী করার জন্য রাজনীতি করে, পাশের দেশের কথায় হাগা-মুতা করে, সে দেশের আবার রাজনীতি কি মিয়া? আর তোমরা মিয়া পারো-ও। এইরকম একটা বিভীষণরে ভোট দিয়া ক্ষমতায় আনছো, তোমাগো তো উচিত শিক্ষা হওয়া দরকার। এই সরকারের আরও মিনিমাম ১০ বছর ক্ষমতায় থাকা দরকার। তাইলে তোমাগে হুঁশ হইবো।
ওনার কথা শুইনা মন খারাপের লগে আমার মেজাজও খারাপ হয়া গেল। এই ভেবে নিজেকে সান্ত্বনা দিলাম, “আমি এই বিভীষণদের মিছিলে নেই। আমি এই রক্তপিপাসু হায়েনাদের মিছিলে কখনো ছিলাম না, এখনও নেই, ভবিষ্যতেও থাকবো না...”
১১ ই মে, ২০১৩ রাত ১:৫৯
শিপন মোল্লা বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ।
২| ১০ ই মে, ২০১৩ রাত ৯:২৪
বোকা ডাকু বলেছেন: "অঙ্গরাজ্য" হইতে বাকি নাই। ভিতরের অবস্থা ভয়াবহ খারাপ। ভারতের যে কোনও আবদার মুখ ফুটে উচ্চারন করা দেরি সেইটা পুরন হইতে দেরি নাই।
১২ ই মে, ২০১৩ বিকাল ৩:১০
শিপন মোল্লা বলেছেন: যতো টুকোই আছে সেটাকে রক্ষা করতে জাতীয়তাবাদীদের একসাথে দূর্বার আন্দোলন করে এই ভারতের পাটা দালাল সরকারকে হটাতে হবে।
বাংলাদেশ জিন্দাবাদ
৩| ১০ ই মে, ২০১৩ রাত ১১:৪১
একাকী বালক বলেছেন: দেশের মানুষ এরকম জোচ্চুরি শিখল কবে থেকে? বাংলাদেশীরা তো এমন ছিলনা!!
>>> কি বলেন জনাব? একটা সাইট জোচ্চুরি করছে বলে সব বাংলাদেশীদেরই এমন ভাবলেন? বেশী সরলীকরণ হয়ে গেল ব্যাপারটা।
__________________________
বাংলাদেশ কি আর বাংলাদেশ আছেনি মিয়া? ঐডা তো এখন আমাগো একটা অঙ্গরাজ্য।
>>> তাই নাকি? এই কথা শুইনা চুপচাপ গিলছেন?
কর্মসূত্রে অনেক ইন্ডিয়ান বাঙালীদের সাথে মিশি। বরং আমি তো দেখি ওরা বলে ইন্ডিয়ান বাঙালীদের চেয়ে আমরা বাংলাদেশী বাঙালীরা বেশী ভাল আছি।
৪| ১১ ই মে, ২০১৩ রাত ১২:০৩
কামরুল হাসান শািহ বলেছেন: যত যাই বলেন বালের সমর্থকরা এইসব কানে নিবে না। তাদের কাছে দেশের চেয়ে দল আগে
৫| ১১ ই মে, ২০১৩ রাত ১২:০৮
প্রুফরিডার বলেছেন: সব ক্ষমতার রাজনীতি, দালালীর রাজনীতি, কেউ ভারতের কেউ পাকিস্তানের
দুঃখের বিষয় বাংলামায়ের স্বার্থের রাজনীতি কেউ করে না
৬| ১২ ই মে, ২০১৩ রাত ২:১৮
রহস্যময়ী কন্যা বলেছেন: চিন্তার বিষয়
©somewhere in net ltd.
১|
১০ ই মে, ২০১৩ রাত ৯:২২
কালোপরী বলেছেন: হুম