নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রতিদিন অনবরত চেষ্টা করছি একজন মানুষ হয়ে উঠার।

শিপন মোল্লা

আমি কারো মতন নয়ই, একান্তই আমার মতো। বন্ধু-বান্দব আর পারিবারিক সব সম্পখের ক্ষেএে ভীষণ আন্তরিক। হাসি-খুশি আর দলবল নিয়ে ২৪ ঘন্টাই আড্ডায় থাকতে ভালবাসি। ভালোবাসি সাদা গোলাপ আর প্রিয়তমাকে। আমি এক আল্লাহ্‌র ইবাদত করি আর হজরত মুঃ সাঃ কে অনুসরন করি। সৃজনশীল বিষয়ে আগ্রহ করি। রাজনীতি আমার রক্তের সাথে মিশে গেছে বা আছে। জিয়াকে মডেল করে সমাজের ভাল পরিবর্তনের চেষ্টায় আছি। বর্তমান পরিবেশে দেশে কিছু করার মুরোদ রাখিনা তাই পরবাসী আছি। দেশ ও দেশে বসবাস করা প্রিয় মানুষদের জন্য অনবরত হৃদয়ে রক্তক্ষরণ হয়। নিজের অনুভূতি,অস্তিত্ব আর ভালোলাগা গুলো পরে থাকে প্রিয় জয়পাড়ায় যেখানে আমার শৈশব আর কৈশোর কেটেছে। দুঃখ একটাই জীবনে কোথাও শ্রেস্ট হতে পারিনি। আমি লিখতে পারিনা,আর লিখা লিখি করার জন্যও আমি ব্লগে আসিনি। আমি পড়তে এসেছি। নিজেকে একজন ভাল পাঠক বলে দাবি করি।

শিপন মোল্লা › বিস্তারিত পোস্টঃ

মিনায় মর্মান্তিক দুর্ঘটনা নিয়ে বাংলাদেশীদের মুখে সমালোচনা মানায় না

২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:২৮

এই লিখাটি পড়ে আপনাদের অনেকে আমাদের সমালোচনা করবেন, তারপরও কথাগুলো আমি বলবো।

যেই দেশে রাইতের আন্ধারে হাজার হাজার মানুষ বুট দিয়া পাঁড়ায়া মাইরালায়, একটা নিউজে প্রকৃত ঘটনাটা পর্যন্ত আসেনা, যেই দেশে কেবলমাত্র বিরোধী দল করার কারণে দিনে-দুপুরে হাজার হাজার নেতা-কর্মী গুম-খুন-পয়েন্ট ব্ল্যাংক শ্যুটিং, অমানবিক-পাশবিক নির্যাতনের শিকার হয়, যে দেশে নিরীহ বিশ্বজিৎদেরকে প্রকাশ্যে কুপিয়ে কুপিয়ে তাড়িয়ে তাড়িয়ে হত্যা করা উৎসবের মত করে, যে দেশে রাজনের মত বাচ্চা পিটিয়ে মারা হয় মুড়ি-মুড়কির মত, যে দেশে বেডরুমে দম্পতিকে হত্যাকারীদের টিকির নাগাল পাওয়া যায় না, যে দেশে নিষ্পাপ শিশু ভূমিষ্ঠ হয় মায়ের পেট থেকে গুলি খেয়ে, ধর্ষন যে দেশে ডাইল-ভাত, সর্বোপরি-যে দেশ দিনদুপুরে ভোট ডাকাতির মাধ্যমে বেদখল হয়ে যায়, সেই দেশের মানুষদের সৌদি আরবের মর্মান্তিক দুর্ঘটনা নিয়ে মন্তব্য করা শোভা পায় না।

কারণ, আপনাকে মনে রাখতে হবে, এখানে একসংগে ২৫ লাখ পাবলিক ডিলিংস এর ব্যাপার সংশ্লিষ্ট। অব্যবস্থাপনা, দায়িত্বে অবহেলা কিংবা বাইরের দেশের ষড়যন্ত্র যেটাই হোক না কেন- বাংলাদেশীদের মুখে এটা নিয়ে সমালোচনা মানায় না, একদমই না। শেইম অন ইউ গাইজ

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:৩৭

শ্মশান বাসী বলেছেন: পুরাই মাথার গ্যাস্ট্রিক।।

২| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৪:০৮

নতুন বলেছেন: যেই দেশে রাইতের আন্ধারে হাজার হাজার মানুষ বুট দিয়া পাঁড়ায়া মাইরালায়,

যে মিছা কথা কইতে লজ্যা পায়না... শেইম অন ইউ গাইজ ।

যে দেশে নিরীহ বিশ্বজিৎদেরকে প্রকাশ্যে কুপিয়ে কুপিয়ে তাড়িয়ে তাড়িয়ে হত্যা করা উৎসবের মত করে, যে দেশে রাজনের মত বাচ্চা পিটিয়ে মারা হয় মুড়ি-মুড়কির মত, যে দেশে বেডরুমে দম্পতিকে হত্যাকারীদের টিকির নাগাল পাওয়া যায় না, যে দেশে নিষ্পাপ শিশু ভূমিষ্ঠ হয় মায়ের পেট থেকে গুলি খেয়ে,

বিশ্বজীতের হত্যার বিচার হয়েছে।<< রাজনের হত্যাকারীকে সৌদি আরবে ধরা হয়েছে। << মায়ের পেটের শিশুর গুলিকরেছে তার ব্যবস্তা নেওয়া হয়েছে।...শিশুটির ভাল চিকিতসা হয়েছে।

হাজীরা যে মারা গেলো তার কি হবে? ( সবাইকে আরো কিছু টাকা দেবে এই যা... দোষীদের খুজে বের করা হবে না)

৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৪:৫১

গরু গুরু বলেছেন: নতুন বিশ্বজিতেবকি বিচার হল শোনি?

৪| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:৫১

মোঃ মাহমুদুর রহমান বলেছেন: ভুল সেটা ছোট হোক আর বড় হোক সেটা ভুল। মিনার ঘটনার দায় দায়িত্ব অবশ্যই সৌদি কর্তৃপক্ষকে নিতে হবে কারন তারা ব্যাবস্হাপনার দায়িত্বে ছিল। তারা সৌদিআরবের লোক বলে তাদের ভুলের সমালচনা করা যাবে না এটা কেমন কথা?

৫| ১৮ ই অক্টোবর, ২০১৫ ভোর ৪:৪৩

চাঁদগাজী বলেছেন:

আপনে বেঁচে গেছেন, হজ করুন, দেখা যাক।

৬| ১৮ ই অক্টোবর, ২০১৫ ভোর ৬:৩৯

দ্যা লায়ন বলেছেন: ছাগল

৭| ১১ ই অক্টোবর, ২০১৬ রাত ১:৫০

চাঁদগাজী বলেছেন:




১ বছর হয়ে গেলো শেষবার লিখেছিলেন, ঐ দেশে বাংগালীরা কেমন আছেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.