![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১) হাদীস :
হযরত আবদুল্লাহ ইবনে উমার (রা হতে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসসালাম ইরশাদ করেছেন : ইসলামের ভিত্তি পাঁচটি স্তম্ভের উপর স্থাপিত করা হয়েছে। প্রথম, এ মৌলিক সত্যের সাক্ষ্য দেয়া যে, আল্লাহ ছাড়া আর কোন মা’বুদ নেই এবং মুহাম্মাদ (সা
তাঁর বান্দাহ ও রাসুল। দ্বিতীয়, নামায কায়েম করা। তৃতীয়, যাকাত আদায় কর। চতুর্থ, হজ্জ্ব করা। পঞ্চম, রমযান মাসের রোযা রাখা।
এই হাদীসে নবী করীম (সা দৃষ্টান্ত স্বরূপ ইসলামকে পাঁচটি স্তম্ভের ভিত্তিতে স্থাপিত এক প্রাসাদের সাথে তুলনা করেছেন এবং বলেছেন যে, ইসলামের এ প্রাসাদটি এ পাঁচটি স্তম্ভের উপর দন্ডায়মান কাজেই কোন মুসলমানই এ পাঁচটি মৌলিক কাজ যথাযথরূপে সম্পন্ন করা সর্ম্পকে বিন্দুমাত্র অবজ্ঞা বা অবহেলা দেখাতে পারেনা। যদি দেখায় তবে সে ইসলামের মূলকেই উৎপাদিত করে।
হাদীসে বলা হয়েছে ইসলামের ভিত্তি পাঁচটি স্তম্ভের উপর স্থাপিত হয়েছে। ইহা হতে স্পষ্টরূপে বুঝতে পারা যায় যে কালেমা, নামায, রোজা, হজ্জ্ব ও যাকাত ইসলামের ভিত্তি মাত্র, ইহা সমগ্র ইসলাম নয়। আর কেহ এ পাঁচটি কাজ সম্পন্ন করলেই ইসলামের সমগ্র দায়িত্ব তার পালন হয়ে যায় না। কেননা এ পাঁচটি ইসলামের ভিত্তি মাত্র; আর শুধু ভিত্তিটিকেই যেমন কেহ সমগ্র প্রাসাদ মনে করে না, মনে করলে তা যেমন শুধু ভুলই হবেনা বরং চরম পাগলামী হবে অনুরূপভাবে শুধু কালেমা, নামায, রোজা, হজ্জ্ব ও যাকাত এই পাঁচটিকে গোটা ইসলাম বা সম্পূর্ণ ইসলাম মনে করলেও ভুল বা পাগলামী হবে।
©somewhere in net ltd.