নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

i blog/therefore i exist

অচিন্ত্য

"জগতে আনন্দযজ্ঞে আমার নিমন্ত্রণ"

অচিন্ত্য › বিস্তারিত পোস্টঃ

স্মৃতির মত

১৪ ই মার্চ, ২০১৬ সকাল ৮:৩৯

গালিবের সঙ্গে পরিচয় আমার জীবনের একটি বিশেষ ঘটনা। গানকে ভালবেসে গানের ভেতর বসত; নিজের ঘরটা নিজের মত সাজানো- এই অনুরাগ, এই রুচিবোধ, এই স্বাতন্ত্র্য আমাকে মুগ্ধ করেছিল।

তখন সেকেন্ড ইয়ার। বিশ্বাস আর মূল্যবোধের অবিরল ভাঙাগড়া। স্বপ্ন দেখা আর একটু একটু করে নিয়ম ভাঙার নেশায় পাওয়া। তখন তো আর ইন্টারনেটওয়ার্কে এভাবে যাতায়াত ছিল না। এত গানও ডাকাতি করা যেত না। মাঝে মাঝে ক্যাফে কর্নারের পরিমল দা'র দোকান থেকে গানের কমপ্যাক্ট ডিস্ক কিনতাম।

রোজার মাসের সন্ধ্যাগুলগুলোতে ইফতারের ঠিক আগে সারাটা ক্যাম্পাস নিস্তব্ধ নিবিড় করুণ হয়ে উঠত। তেমন এক কেউ নেই গোধূলিতে পরিমল দা'র দোকান থেকে গ্রেপ্তার করলাম 'অনেক দিন পর'- সুমন অঞ্জন ডুয়েট।

ঘটনাগুলোর যেহেতু চক্রের আকার, ঘটনাচক্রে গালিব আমাদের বিভাগে ভর্তি হয়েছিল। এবং ঘুরতে ঘুরতে এক বিন্দুতে দেখাও হয়েছিল। তারপর সে পথ পরিধির নিয়ম ভেঙ্গে নানা অভিমুখে আবার দু'জনের জন্য কিছু কমন প্লেস তৈরি করেছিল। তাই পথের এক প্রান্ত বাংলাদেশে এবং আরেক প্রান্ত জার্মানিতে থাকার পরও প্যানিং এর যাদুতে তাদের প্রতিনিধি ভয়েসের দূরত্ব এক বিঘতের বেশি নয়।

কই যাস
https://www.youtube.com/watch?v=QCTUrW_NbOo&feature=youtu.be

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৪ ই মার্চ, ২০১৬ সকাল ৮:৪৪

বিজন রয় বলেছেন: আপনার নিজের কথা?

১৪ ই মার্চ, ২০১৬ সকাল ৮:৪৯

অচিন্ত্য বলেছেন: হ্যাঁ

২| ১৪ ই মার্চ, ২০১৬ দুপুর ২:০৭

হাসান মাহবুব বলেছেন: ও।

২২ শে মার্চ, ২০১৬ সকাল ৮:৪৫

অচিন্ত্য বলেছেন: আরে মশায় গানটা শুনুন। আমি আর গালিব গেয়েচি মাইরি

৩| ২২ শে মার্চ, ২০১৬ সকাল ৯:১৯

সায়ান তানভি বলেছেন: দারুন লিখেছেন।

২৩ শে মার্চ, ২০১৬ ভোর ৫:৪৬

অচিন্ত্য বলেছেন: :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.