নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

i blog/therefore i exist

অচিন্ত্য

"জগতে আনন্দযজ্ঞে আমার নিমন্ত্রণ"

অচিন্ত্য › বিস্তারিত পোস্টঃ

খোকার জন্য ঘুমপাড়ানি পঙক্তি

১৭ ই জুন, ২০১৭ রাত ১১:৫৮

কোন দেশের থেকে বলনা রে তুই এলি আমার ঘরে
তাই তো আমার আঁধার ঘরে চাঁদের আলো ঝরে
খোকার ছোট্ট মুখটি দেখে বলল চাঁদের বুড়ি
নজর লেগে যাবে ওমা টিপ পরাওনি থুড়ি
দুষ্ট নজর খোকার গায়ে লাগিস যদি তুই রে
ধরব তোকে এক্কেবারে পথেই দেব দৌড়ে
ছোট্ট ওই কপালে দেব কলঙ্ক টিপ এঁকে
কিনব হাজার রাতের দামে চাঁদের বুড়ির থেকে
রাত জোনাকির তারা জ্বলে আকাশের গায় রে
আমার ছোট্টমনির চোখে ঘুম আয়রে
ঘুমের পরী বলল এসে আমার সঙ্গে যাবি?
খোকা বলে তুই কি আমার ঘুমপাড়ানি হবি?
হাত বাড়িয়ে দিল পরী একটু মুচকি হেসে
হাতটি ধরে চলল উড়ে খোকা মেঘের দেশে
ছোট্ট একটা হনুন ছানা কাল মেঘের বনে
আসবে খোকা কখন বুঝি ভাবছে মনে মনে
বৃষ্টি রঙের ছাউনি দেওয়া হনুন ছানার বাড়ি
পচা খোকা এলই না যে খোকার সঙ্গে আড়ি
চাঁদের সাথে পাখির সাথে খোকার কত কথা
শুনতে শুনতে ছাগল ছানা হল খোকার মিতা
খেলতে খেলতে ক্ষিদে পেল এখন ছানা খাবে
খোকার হাতেই একটা পাতা খেয়ে বাড়ি বাবে
ছাগল ছানা ঘুম্মি দেবে বলল এখন যাই
বলল খোকা আমিও যাব এখন টাটা বাই
ঘুমের দেশের দু:খ হাসি ছোট্ট মুখে খেলে
বিশ্ব ভুবন হাসে আমার সেই সে সুখের দোলে
চাঁদ ঘুমাল পাখি ঘুমাল হনুন ঘুমায় রে
আমার খোকন সোনার চোখে ঘুম আয় রে

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুন, ২০১৭ সকাল ৯:৩৫

হাসান মাহবুব বলেছেন: বাহ! খুব সুন্দর।

১৮ ই জুন, ২০১৭ বিকাল ৪:৫৫

অচিন্ত্য বলেছেন: :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.