নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আড্ডা

বাংলাদেশ নিয়ে ভাবনা, প্রত্যাশা ও সম্ভাবনার সংগ্রহমালা

আড্ডাবাজ

আড্ডাবাজ › বিস্তারিত পোস্টঃ

পড়ন্ত বিকেলের ভাবনা:

০১ লা জানুয়ারি, ২০০৬ রাত ১১:২৭

আমি প্রকৃতি প্রেমী। খুব ভাল লাগে খোলামেলা পরিবেশ। সকল কোলাহলের বাইরে নির্জনতায় আমি পাই অনিন্দ্য আনন্দ। খোলা নীল আকাশ, মাটি আর পানির কাছাকাছি যেতে না পারলে আমার কখনো খোলামেলা মনে হয় না। তাই নববর্ষের ছুটির দিনে বিকেল বেলাটা কাটিয়ে দিলাম নদীর ধারে। পার হয়ে যাচ্ছে 2006 এর প্রথম দিনটি। ক্যামেরা নিয়ে তুলে ধরলাম পড়ন্ত বিকেলের ছবি। আমার ভাবনাগুলো পাখা মেলে বিষন্নবিকেলে, মনের ভাবনা কথামালায় ভেসে উঠে ল্যাপটপের স্ক্রীনে।



ফেলে আসা বছরের অশান্ত পরিবেশ নিয়ে ভাবছি, ভাবছি আড্ডায় সাজিয়ে তুলব নতুন বছরে নতুন প্রত্যয় ও প্রত্যাশার কথা। গড়ে উঠুক আত্মবিশ্বাস আমাদের সকলের মনে পরিবর্তনের শক্তিতে আর জনতার ঐক্যে। আমরা আর ঘটনার চমক চাই না, নাটকীয়তা চাই না, বিবেকের মৃতু্য চাই না। শান্তি ও স্বস্তি চাই। নৈরাজ্য চাই না। ধর্মবিশ্বাস চাই, ধমর্ান্ধতা চাই না। জীবনে স্বাচ্ছন্দ্য ও তারল্য চাই, অনাবশ্যক ঐশ্বর্য চাই না। অপসংস্কৃতি থেকে মুক্তি চাই, বিকাশ চাই আমাদের হাজার বছরের প্রাণজ সংস্কৃতি ও ঐতিহ্যের। চাই এদেশে "গণতন্ত্র মুক্তি পাক", যুবরাজের হাতে পণবন্দী হয়ে নয়, বরং জনগণের স্বতস্ফুর্ততায়। প্রতারণা নয়, বিভ্রান্তি নয়, মিথ্যের বেসাতি নয়, ন্যায় ও সত্যের আলোতে প্রজ্জোলিত জীবন চাই। সাফল্য স্পর্শ করুক এদেশের প্রতিটি প্রাণের স্পন্দনকে। মনে পড়ে গেল রবিঠাকুরের কবিতার ক'টি লাইন, একান্তে আবৃওি করতে থাকি:



"...অন্ন চাই, প্রাণ চাই, আলো চাই, চাই মুক্ত বায়ু,

চাই বল, চাই স্বাস্থ্য, আনন্দ-উজ্জল পরমায়ু,

সাহসবিস্তৃত বক্ষপট। এ দৈন্য-মাঝারে, কবি,

একবার নিয়ে এসো স্বর্গ হতে বিশ্বাসের ছবি"



চলুন না সবাই মিলে রচনা করি "বিশ্বাসের ছবি" এদেশের সবার জন্য।

মন্তব্য ১ টি রেটিং +১/-১

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৮:২৭

১১স্টার বলেছেন: চমৎকার লেখা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.