নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আদিত্য - সূর্য, জাজ্জ্বল্যমান হতে হবে নিজের সৎ কর্ম দিয়ে

আদিত্য ০১

নাম আদিত্য, কিছু ব্লগার ভাবে আমি হিন্দু। কিন্তু আদিত্য অর্থ সূর্য

আদিত্য ০১ › বিস্তারিত পোস্টঃ

একজন কুটিল ব্লগারের উদ্দেশ্যে

২৫ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১২:৩১

শয়তান থেকে পরিত্রান পেতে অন্যকে ছবক না দিয়ে নিজের ভিতরের কুৎসিত শয়তান থেকে পরিত্রান চাওয়া উচিত। কেউ উনার ব্লগে ভিন্ন মত নিয়ে কমেন্ট করলেই উনি তাকে উপদেশ দিয়ে বেড়ান। উনি অন্যের পশ্চাৎদেশ শুকে, সেই দুর্গন্ধ নাকে লাগিয়ে অন্যের কাছে জোর করে বিলিয়ে দিতে চান। কিন্তু তার এহেন কাজ কর্ম অনেকের পীড়াদায়ক হয়।

প্লিজ আপনি নিজের ভিতরের কুৎসিত শয়তান থেকে পরিত্রান চান। আর কুটিল না হয়ে অহিংস ও প্রকৃত ঈমানদার হন।ইসলাম দাওয়াত এভাবে দিলে শয়তান আপনাকে দেখে হাসবে, কারন তার সুযোগ্য সাগরেদ পেয়ে গেছে

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩০ শে ডিসেম্বর, ২০২৪ দুপুর ১২:১৩

সৈয়দ মশিউর রহমান বলেছেন: নমস্কার আদিত্য ০১
আপনি কেমন আছেন? যেমনি থাকুন তাতে আমার মাথা ব্যথার কারণ নেই। আমি জেনারেশন৭১ কে প্রশ্ন করেছি তিনি উত্তর দেবেন। কিন্তু আপনার পাছায় চুলকানী কেন হচ্ছে? অ্যালবেন, অ্যালমেক্স এগুলো খাবেন গুড়া কৃমি মরে যাবে।

৩১ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১২:৩১

আদিত্য ০১ বলেছেন: আপনার গোবরভর্তি মাথায় সাংক্রামক ব্যাকটেরিয়া আছে তা বুঝা যায়। আদিত্য নাম শুনেই আপনি হিন্দু ভেবে বসে আছেন। আপনার মাথায় কৃমি না তার চাইতে বড় কিছু আছে। যাইহোক পাকি প্রেম না ছাড়তে পারলে, পাকিদের গোত্রে নাম লেখান, কাজে দিবে। আর পাকিদের দোসর হইয়ে বাংলাদেশিদের পশ্চাৎ দেশের গন্ধ না শুকে, বরং চিন্তা করুন আপনার গোবরভর্তি মাথায় সাংক্রামক ব্যাকটেরিয়া আপনাকে শেষ করে না দেয়!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.