নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আদিত্য - সূর্য, জাজ্জ্বল্যমান হতে হবে নিজের সৎ কর্ম দিয়ে

আদিত্য ০১

নাম আদিত্য, কিছু ব্লগার ভাবে আমি হিন্দু। কিন্তু আদিত্য অর্থ সূর্য

আদিত্য ০১ › বিস্তারিত পোস্টঃ

জিঘাংসা আর প্রতিহিংসা ইনফিনিট লুপে চলতে থাকবে!

০৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:২৬

সবাই জানে তবুও বাংলাদেশ উৎপত্তির ইতিহাসটা ফ্ল্যাসবেক করি-

১৯৪৮ থেকে ১৯৫২ - পুরুটা সময় প্রাদেশিক পরিষদ ভাষার দাবি উঠে, তারপর শুরু হয় পাকিস্তানে জুলুম। আর তমুদ্দিন মজলিশের পর গড়ে উঠে সর্ব দলী বাংলা ভাষা পরিষদ যা কয়েকজন নেতৃত্বের মধ্যে বঙ্গবন্ধু ও জেলে বন্দি হন।

১৯৫৪ থেকে ১৯৫৬ বঙ্গবন্ধু প্রাদেশিক পরিষদ নির্বাচনে জয়ী ও মন্ত্রি হন, কিন্তু পাকিস্তান সেই সরকার ভেঙ্গে দেয় খুব অল্পসময়।
১৯৬৬ - বঙ্গবন্ধু ও আওয়ামীলীগের ৬ দফা আন্দোলন যা বাংলাদেশে ও জাতির মুক্তি সনদ, এই ৬ দফাই ছিলো এই বাংলাদেশের স্বাধিনতা।
১৯৬৯ - বঙ্গবন্ধু ও আওয়ামীলীগের গণ-অভ্যুথান যা বাংলাদেশ ও স্বাধিনতাকে ত্বরান্বিত করে।

১৯৭০- পূর্ব পাকিস্তান বঙ্গবন্ধু নেতৃত্বে আওয়ামীলীগ নির্বাচন ২/৩ আসন বাদে সবগুলোতে জয়ী।

১৯৭১-এ ৭ মার্চে বঙ্গবন্ধুর অগ্নীস্ফুলিংগ ভাষন, এখনও যেই শুনবে সেই যুদ্ধে উদ্ভুদ্ধ হবে। আর ২৬ মার্চে রাতে বঙ্গবন্ধুর স্বাধিনতা ঘোষনা আর পাকিস্থানের হানাদার বাহিনী বঙ্গবন্ধু গ্রেফতার করে নিয়ে যায় পাকিস্তানে, সেই রাতে তাঁকে গুলি করে পাকিস্থানের হানাদার বাহিনী মেরে ফেলতে পারতো, কিন্তু করেনি সেই সময় পুরু বিশ্বের চাপে করেনি, আর সবচাইতে বড় কথা মহান আল্লাহ বাচিয়ে রেখেছেন বলেই তাঁকে গ্রেফতার করে নিয়ে যায় পাকিস্থানের হানাদার বাহিনী ও নির্মম নির্যাতন করে ৯টা মাস। বঙ্গবন্ধু চাইলে সেই রাতে পালিয়ে ভারতে যেতে পারতেন, কিন্তু যান নি বা ১৯৭১ এর আগে পাকিস্তান সরকারের সাথে সমযোতা করে ক্ষমতায় থাকতে পারতেন, করেন নি। এগুলো বলার কারন হল কিছু পিনাকি বা ইলিয়াসের মত হায়েনার দল ইতিহাসকে বিকৃত করতে চায় কিন্তু পারে না।

এই ইতিহাস সেই পিনাকি ইলিয়াস বা জামাত বিএনপি সবাই জানে, কিন্তু ঘুরিয়ে পেচিয়ে সেটাকে মিথ্যা বানাতে চায়।

৩২ নম্বরের বাসভবন থেকে স্বাধিনতার ডাক, স্বাধিনতা ঘোষনা, বাঙ্গালী জাতির মুক্তির সনদ ৬ দফা ও ৭ মার্চের অগ্নীস্ফুলিংগ ভাষনে ৯ মাস স্বাধিনতার যুদ্ধ। তারপর বাংলাদেশ। বাংলাদেশ বা মুক্তিযুদ্ধের কোন অংশটা আপনি আলোচনা করবেন বঙ্গবন্ধু ছাড়া। এককথায় ৩২ নম্বরের বাসভবনটাই বাংলাদেশের উৎপত্তি। বঙ্গবন্ধু ছাড়া আজকের বাংলাদেশ হত না। সেই বঙ্গবন্ধুকে পাকিদের দোসররা কালি লেপন করতে কতই না চেষ্টা করছে। কিন্তু সত্যকে আপনি ঢাকবে কিভাবে। ২০০১-২০০৬ ক্লাস নাইনের সামাজিক বিজ্ঞান বইয়ে মুক্তিযুদ্ধ ইতিহাস লিখতে গিয়ে বঙ্গবন্ধুকে মুছতে চাইছে খুব কিন্তু মজার বিষয় বঙ্গবন্ধুর নামটা মুক্তিযুদ্ধ ইতিহাস থেকে মুছতে গেলে পুরু মুক্তিযুদ্ধ ইতিহাস মুছে ফেলতে হয়।

সবচাইতে লেইম কিছু ব্যাপার কিছু মূর্খরা বলে যে জিয়া বা আরও যারা আছে পাকিস্তান ফেরত তারাই নাকি শুধু মুক্তিযুদ্ধ করেছে। জিয়া ও আরও যারা পাকিস্তান ফেরত আর্মি অফিসাররা ছিল তারা ১৯৭১ এর আগে কই ছিলো, তারা ঠিকই ১৯৪৮ থেকে ১৯৭০ সাল পর্যন্ত পাকিস্তানের গোলামি করে তাদের চাকরী করেছে। কেন তারা এই দীর্ঘ সময়টা আসে নি। এইটা তাদের লেইম ও মূর্খ তর্কের খাতিরে আমারও প্রশ্ন আসে।

৫ আগস্টের পর যে বাংলাদেশ ভয়ানক জিঘাংসা আর প্রতিহিংসা ছড়িয়ে গেলো ও চলতেই থাকবে। গত ৫ ফেব্রুয়ারী জাতির পিতা বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত বাসভবন পাকিস্তানের পরাজিত শক্তিরা ভেঙ্গে দিলো। পাকিস্তানের পরাজিত শক্তিদের কথা "যেই মুজিব পাকিস্তান ভেঙ্গেছে তাকে হত্যা করা থেকে শুরু করে তার চিহ্ন আমরা রাখবো না" ও তারা এখন আপতত সফল। তারা পারলে ইতিহাস থেকে মুছতে চায়। কিন্তু কিভাবে পারবে বাংলাদেশ উৎপত্তি জাতির পিতা বঙ্গবন্ধুর হাতে।


৫ ফেব্রুয়ারী থেকে পাকি দোসররা যে ৩২ নম্বরের বাসভবন ধ্বংস করলো, তাদের সাথে উন্মত্ত হোলী খেললো, বিএনপি ও বৈষম্য বিরোধী ছাত্ররা। ক্ষমতা চিরদিনের না। ১৬ বছর ক্ষমতায় থাকার পর আজকে আওয়ামীলীগের ক্ষমতা নাই। ঠিক তেমনি বৈষম্য বিরোধী ছাত্রদের ক্ষমতা থাকবে না। বিএনপিরও ক্ষমতা চিরদিন থাকবে না। ৫ বছর বা ১০ বছর বা ১৫ বছর হোক আওয়ামীলীগ ক্ষমতায় আসবে। তখন তারা এর শতগুনে প্রতিহিংসায় প্রতিশোধ নিবে। বিএনপি এই কাজগুলো বাধা দিতে পারতো, বাধা না দিয়ে বরং উন্মত্ত খেলায় মেতেছিলো। ৫ বছর বা ১০ বছর বা ১৫ বছর পর হোক আওয়ামীলীগ ক্ষমতায় আসলে জিয়ার কবর ভাঙ্গবে না? খালেদার বাড়ি কি পুড়বে না?জামাতে শফিকের বাড়ি কি ভাঙ্গবে না। সারজিস হাসনাত সবার অবস্থা কেমন হবে?

জিয়ার কবর ভেঙ্গে যখন বিকৃতভাবে তার উপর কেউ নাচবে আপনার যেমন কষ্ট লাগবে, ঠিক তেমনি ৩২ ভাঙ্গার সময় আপনার কষ্ট লাগা উচিত, কিন্তু আপনার লাগে না, আপনি নিজের তাল গাছ বুঝে? সময়ের হিসাব এইভাবেই ফিরে আসবে খুব জঘন্যভাবে

জিঘাংসা আর প্রতিহিংসা ইনফিনিট লুপে চলতে থাকবে!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.