| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নরসিংদীর পোলা।
আমি ঘুমাই।সারাদিন ঘুমাই।রাতে ঘুমাই।দিনে ঘুমাই।খেতে খেতে ঘুমাই। বসে বসে ঘুমাই। দাড়িয়ে দাড়িয়ে ঘুমাই।পড়তে পড়তে ঘুমাই। লিখতে লিখতে ঘুমাই। আহহহহহহহ্ ঘুম আর ঘুম।
ধাঁধা-১৬১
কালিদাস পণ্ডিতকে তার পত্নী বললেন বাজারে যেতে। বাজারে যাবার প্রস্তুতি প্রায় শেষ। স্ত্রী চটি জোড়া এনে রাখলেন পায়ের কাছে। চটিতে পা গলাতে গলাতে কালিদাসের মুখে এলো এই ছড়াঃ
জন্ম তার জলে নয়,
জন্ম তার খালে
হস্ত নাই, পদ নাই
দুই চরণে চলে।
ছড়া বলা শেষ করে হাসি মুখে স্ত্রীর দিকে তাকিয়ে জানতে চাইলেন সে জিনিষটা কি হতে পারে। কালিদাস পত্নী মুখ ঝামটা দিয়েআঁচলে বাঁধা চাবির তোড়া পিঠের দিকে ছুড়ে দিয়ে বললেন, “ মিনসের ঢং দেখে আর বাঁচি না”! আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন হস্ত-পদবিহীন বস্তুটা কী হতে পারে।
ধাঁধা-১৬২
রতনের দোকান থেকে একজন অপরিচিত লোক ১০০ টাকার নোট দিয়ে ৩৭.৫০ টাকার বিস্কুট আর কলা কিনেছে। লোকটা এমন ভাবে দামাদামী করছিল যে সকাল থেকে বেচাঁ কেনা নেই বলে কেনা দামেই রতনকে সব দিতে হল। রতনের কাছে ভাংতি ছিল না বলে পাশের দোকানের মজনুর কাছ থেকে টাকাটা ভাঙিয়ে এনে অপরিচিত লোকটাকে বিস্কুট,কলা আর বাকী ৬২.৫০ টাকা দিয়ে বিদায় করেছে। বসে বসে যখন হিসাব কষছে সকাল সকাল কত লাভ হল ঠিক তখনই মজনু এসে উপস্থিত। বলে কি ১০০ টাকার যে নোটটা সে একটু আগে ভাঙিয়ে এনেছে সেটা জাল। রতন টাকাটা ঘুরিয়ে ফিরিয়ে দেখল ঘটনা সত্য। কি আর করা। মজনুকে আরেকটা ১০০টাকার নোট দিয়ে জাল নোটটা রাগে দুঃখে ছিড়তে বসল আর ভাবতে লাগল সব মিলিয়ে ঠিক কত টাকা লস হল তার। বিস্কুট গেল, কলা গেল, মজনুকেও ১০০ টাকা দিতে হল। আপনারা কি ওকে একটু সাহায্য করতে পারেন।
ধাঁধা-১৬৩
নিজের গালে নিজে চড় মারি কখন?
বি.দ্র. "নিজের প্রতি বিরক্ত হয়ে"-এই উত্তর দিলে, উত্তর ভুল হবে।
ধাঁধা-১৬৪
বাজারের থলি হাতে ঘর থেকে বের হবার মুখে স্ত্রীর ডাকে ফিরে তাকালেন কালিদাস পণ্ডিত। ক্ষণপূর্বে পণ্ডিতের সওয়ালের জবাবে দিয়েছিলেন মুখ ঝামটা। এক্ষণে পণ্ডিতের সাথে তার পত্নী করলেন কিছুটা রহস্যপূর্ণ আচরণ। বাজার থেকে অন্যান্য সদাইয়ের সাথে আরো যা আনতে হবে তা কালিদাসকে জানালেন। জানালেন বটে, তবে তা সরাসরি নয়, ছড়ায়-ছন্দে, কালিদাসীয় কায়দায়। তিনি বললেন,
কাঁসারীর সারী ছাড়া
পাঁঠা ছাড়া পা,
লবঙ্গের বঙ্গ ছাড়া
কিনে এনো তা’।
পণ্ডিত মুচকি হেসে ঘাড় নেড়ে বাজারের দিকে রওনা হলেন। মনে মনে খুশিও হলেন স্ত্রীর পাণ্ডিত্যে।
ধাঁধা-১৬৫
কোন জিনিস কাটলে আলাদা হয় না।
ধাঁধা-১৬৬
পণ্ডিত যাচ্ছেন একমনে ঘাসের গালিচা বিছানো ছায়া ঢাকা ঢাকা পথ দিয়ে। ফসল ভরা মাঠের পাশেই চারণ ক্ষেত্রে গরু, মহিষ, ছাগলের পাল চরছে। আপন মনে পথ চলতে চলতে কালিদাস আউড়ালেনঃ
কালিদাস পণ্ডিতে কয়
পথে যেতে যেতে,
নেই তাই খাচ্ছো,
থাকলে কোথায় পেতে?
কি দেখে ও কী ভেবে তার মনে এই ছড়ার উদয় হয়েছিল, তা কী কেউ বলতে পারেন?
[ধাঁধাগুলো সত্যই কালিদাসের কিনা তা আমি নিশ্চিত নই। এই পণ্ডিত সম্পর্কে কারো জানা থাকলে আমাদের সাথে শেয়ার করলে খুশি হবো।]
ধাঁধা-১৬৭
করিম সাহেব তার উকিল জলিল সাহেবের সাথে জেলখানায় কথা বলছেন। তারা জামিনের জন্য আবেদন করেছিলেন। কিন্তু জজ সাহেব জামিন আবেদন খারিজ করে দেওয়ায় তারা খুবই আপসেট হয়ে পড়েছেন। কথাবার্তার এক পর্যায়ে একজন সেন্ট্রি এসে করিম সাহেবকে যেতে বলায় তিনি জেল থেকে বের হয়ে বাসায় চলে গেলেন। সেন্ট্রিটি করিম সাহেবকে যেতে দিল কেন?
ধাঁধা-১৬৮
শিকড় ছাড়া গাছটি
ফল ধরে ১২ টি
পাকলে হয় একটি।
বলুন তো জিনিস টা কি?
ধাঁধা-১৬৯
একটা মেয়ে একটা বাচ্চাকে গোসল করাচ্ছিল। তাকে প্রশ্ন করা হলো, "এই বাচ্চা ছেলেটি তোমার কে হয়?" মেয়েটার উত্তর, "এর বাপ যার শ্বশুর, তার বাপ আমার শ্বশুর।" বলতে হবে এদের দুজনের সম্পর্ক কি?
ধাঁধা-১৭০
আমি রড দিয়ে এমন একটি খাঁচা বানালাম যার কোনো দরজা নেই, জানালা নেই বা এমন কোনো ফাঁক নেই যা দিয়ে আপনি বের হয়ে আসতে পারবেন। আপনার সাথে এমন কোনো কিছু নেই যা দিয়ে রড কাটতে পারবেন। এখন বলেন, এই খাঁচা থেকে কিভাবে বের হবেন ?
আগের পর্ব
১৮ ই জুন, ২০১২ রাত ২:৪০
নরসিংদীর পোলা। বলেছেন: উত্তর সঠিক।
ধন্যবাদ।
২|
১৮ ই জুন, ২০১২ রাত ২:০৯
লিঙ্কনহুসাইন বলেছেন: ধাঁধা-১৬২
রতনের দোকান থেকে একজন অপরিচিত লোক ১০০ টাকার নোট দিয়ে ৩৭.৫০ টাকার বিস্কুট আর কলা কিনেছে। লোকটা এমন ভাবে দামাদামী করছিল যে সকাল থেকে বেচাঁ কেনা নেই বলে কেনা দামেই রতনকে সব দিতে হল। রতনের কাছে ভাংতি ছিল না বলে পাশের দোকানের মজনুর কাছ থেকে টাকাটা ভাঙিয়ে এনে অপরিচিত লোকটাকে বিস্কুট,কলা আর বাকী ৬২.৫০ টাকা দিয়ে বিদায় করেছে। বসে বসে যখন হিসাব কষছে সকাল সকাল কত লাভ হল ঠিক তখনই মজনু এসে উপস্থিত। বলে কি ১০০ টাকার যে নোটটা সে একটু আগে ভাঙিয়ে এনেছে সেটা জাল। রতন টাকাটা ঘুরিয়ে ফিরিয়ে দেখল ঘটনা সত্য। কি আর করা। মজনুকে আরেকটা ১০০টাকার নোট দিয়ে জাল নোটটা রাগে দুঃখে ছিড়তে বসল আর ভাবতে লাগল সব মিলিয়ে ঠিক কত টাকা লস হল তার। বিস্কুট গেল, কলা গেল, মজনুকেও ১০০ টাকা দিতে হল। আপনারা কি ওকে একটু সাহায্য করতে পারেন।
উওর ঃ ১০০ টাকা ।
------------------------------------------------------------------
ধাঁধা-১৬৩
নিজের গালে নিজে চড় মারি কখন?
উওর ঃ গালে মুশায় কামড় দিলে
--------------------------------------------------
ধাঁধা-১৬৫
কোন জিনিস কাটলে আলাদা হয় না।
উওর ঃ পানি
------------------------------------------------
১৯ শে জুন, ২০১২ সকাল ৮:৪০
নরসিংদীর পোলা। বলেছেন: আপনার সবগুলো উত্তরই সঠিক হয়েছে।
ধন্যবাদ।
৩|
১৮ ই জুন, ২০১২ রাত ২:২৫
দেশের_কথা বলেছেন: লিঙ্কনহুসাইনভাই ১৬২.এ ২০০ টাকাই হবে।কারন তার ৩২.৫ টাকার পুজি গেলো সাথে ক্যাশ ৬২.৫ টাকাও । আবার জাল নোটের ১০০ টাকাও গেলো। সে কিছুই পেলোনা।
১৯ শে জুন, ২০১২ সকাল ৯:০২
নরসিংদীর পোলা। বলেছেন: ভুল উত্তর।
৪|
১৮ ই জুন, ২০১২ সকাল ১১:২২
sushama বলেছেন: জাল নোটের ১০০ টাকা লস, কিন্তু ভাংতি টাকা যেটা পেয়েছিল, তা থেকে ক্রেতা কে ৬২.৫ টাকা দেয়া হয়েছে আর পণ্যের মুল্য হিসাবে ৩৭.৫ টাকা নিজে রেখেছে , তাই ১০০ টাকা সর্বমোট লস ,কারণ ভাংতি টাকা তো দোকানির নিজের থেকে যায়নি
১৯ শে জুন, ২০১২ সকাল ৯:০৮
নরসিংদীর পোলা। বলেছেন: উত্তর সঠিক।
ধন্যবাদ।
৫|
১৮ ই জুন, ২০১২ বিকাল ৫:৩৪
আবিরে রাঙ্গানো বলেছেন: লেখক সহ অনেকে একটি ভুল করেছে। ১৬২ এর উত্তর হবে ১০০ টাকা ।
১৯ শে জুন, ২০১২ সকাল ৯:০৯
নরসিংদীর পোলা। বলেছেন: ঠিক বলেছেন।
৬|
২৫ শে আগস্ট, ২০১২ রাত ২:২৬
খাই দাই গান গাই বলেছেন: ১৬১। চটি ১৬৬। ঠুঁসি ১৬৭। কেস উঠিয়ে নেওয়া হয়েছে ১৬৮। ১২ মাস?
©somewhere in net ltd.
১|
১৮ ই জুন, ২০১২ রাত ১:৫৬
দেশের_কথা বলেছেন: ১৬২. ২০০ টাকা
১৬৩. মুখ ধুয়ার সময়
১৬৪. কাঠাল
১৬৬.নামটা ভুলে গেছি এটা অন্যের জমি গরু ছাগলে খেলে যারা ধরে নিয়ে যায় জরিমানা দিয়ে আনতে হয় সেটা।
১৬৯। মেয়ের ভাই
১৭০. ঐ খাচায় ঢুকবে কিভাবে?