নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দেশ , মানুষ

জীবনের সব কিছু আললাহর সন্তুষ্টির জন্য

আল মাহদী ফোর্স

কোরান ও নবী পরিবারের আঃ অনুসারী।

আল মাহদী ফোর্স › বিস্তারিত পোস্টঃ

আপনি জানেন কি, নোবেল প্রাইজ শয়তানের সৃষ্টি, ইউরোপ হবে ইসলামের: বার্নার্ড শ

১৯ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০১

রেডিও তেহরান থেকে জানা গেল, আজ থেকে ৮৭ বছর আগে ১৯২৬ সালের এই দিনে নোবেল-জয়ী বিখ্যাত আইরিশ চিন্তাবিদ ও সাহিত্যিক জর্জ বার্নার্ড শ নোবেল পুরস্কারের অর্থ গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়ে বলেছিলেন, আমি ডিনামাইট তৈরির জন্য আলফ্রেড নোবেলকে ক্ষমা করতে পারি, কিন্তু নোবেল পুরস্কারের প্রবর্তনকারীকে ক্ষমা করতে পারি না, কারণ একমাত্র মানুষরূপী শয়তানই এমন পুরস্কার প্রবর্তন করতে পারে।



সুইডিশ রসায়ন বিজ্ঞানী আলফ্রেড নোবেল ডিনামাইট আবিষ্কারের পর 'মৃত্যুর সওদাগর' হিসেবে নিন্দিত হওয়ায় নোবেল পুরস্কার প্রথা চালু করেছিলেন। কিন্তু এই প্রথা চালু হওয়ার পর বেশি দিন না যেতেই পুরস্কারটিকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতে থাকে পাশ্চাত্য। কেবল তাই নয় এই পুরস্কারকে ব্যবহার করা হয় পাশ্চাত্যের আধিপত্যকামী, বিভেদকামী, শোষণকামী ও হত্যাযজ্ঞের নীতি জোরদারের হাতিয়ার হিসেবে।



তাই স্পষ্টভাষী সাহিত্যিক ও চিন্তাবিদ জর্জ বার্নার্ড শ (১৮৫৬-১৯৫০) এই পুরস্কারের তীব্র সমালোচনা করতে বাধ্য হয়েছিলেন।



পবিত্র ধর্ম ইসলাম ও বিশ্বনবী (সা.) সম্পর্কে নিজের গভীর শ্রদ্ধাবোধের জন্যও খ্যাতি অর্জন করেছেন এই সুনাম-ধন্য মনীষী।



তিনি বলেছেন, যদি কোনো ধর্ম ব্রিটেন ও এমনকি গোটা ইউরোপের ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পারে আগামী একশ বছরের মধ্যে তা হলে সেটা হবে ইসলাম।



শ আরো বলেছেন, আমি মুহাম্মাদ (সা.)'র ধর্মকে সব সময়ই গভীর শ্রদ্ধার চোখে দেখি, কারণ এর রয়েছে বিস্ময়কর গতিশীলতা বা শক্তি। আমার দৃষ্টিতে এটা হচ্ছে একমাত্র ধর্ম যার রয়েছে অস্তিত্বের জগতের পরিবর্তশীলতার সঙ্গে নিজেকে মানিয়ে নেয়ার বা খাপ খাইয়ে নেয়ার ক্ষমতা, আর এ কারণে ইসলাম প্রত্যেক যুগেই মানুষকে নিজের দিকে আকৃষ্ট করতে সক্ষম। আমি মুহাম্মাদকে (সা.)-অধ্যয়ন করেছি, তিনি ছিলেন একজন বিস্ময়কর মানুষ এবং আমার মতে খ্রিস্ট বা ঈসা (আ.)'র বিরোধী হওয়ার ধারে কাছেও তিনি ছিলেন না, মুহাম্মাদকে(সা.) অবশ্যই মানবতার ত্রাণকর্তা বলা উচিত। আমি মুহাম্মাদের (সা.) ধর্ম সম্পর্কে এ ভবিষ্যদ্বাণী করছি যে এই ধর্ম আগামী দিনের ইউরোপে গৃহীত হবে এবং এই ধর্মকে সাদরে বরণ করে নেয়া এখনই শুরু হয়েছে।

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৯ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: শ আরো বলেছেন, আমি মুহাম্মাদ (সা.)'র ধর্মকে সব সময়ই গভীর শ্রদ্ধার চোখে দেখি, কারণ এর রয়েছে বিস্ময়কর গতিশীলতা বা শক্তি। আমার দৃষ্টিতে এটা হচ্ছে একমাত্র ধর্ম যার রয়েছে অস্তিত্বের জগতের পরিবর্তশীলতার সঙ্গে নিজেকে মানিয়ে নেয়ার বা খাপ খাইয়ে নেয়ার ক্ষমতা, আর এ কারণে ইসলাম প্রত্যেক যুগেই মানুষকে নিজের দিকে আকৃষ্ট করতে সক্ষম। আমি মুহাম্মাদকে (সা.)-অধ্যয়ন করেছি, তিনি ছিলেন একজন বিস্ময়কর মানুষ এবং আমার মতে খ্রিস্ট বা ঈসা (আ.)'র বিরোধী হওয়ার ধারে কাছেও তিনি ছিলেন না, মুহাম্মাদকে(সা.) অবশ্যই মানবতার ত্রাণকর্তা বলা উচিত।


অথচ দু;খের বিষয় হল-মুসলমান পরিচয়ধারীরা এই চরম সত্য বুঝতে পারছেনা বা ভুলে বসে আছে।

++

২| ১৯ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৪

পরিবেশ বন্ধু বলেছেন: নোবেল অর্থ কি ? নবেল অর্থ নাটক বা উপন্যাস
আর নোবেল অর্থ আবিস্কার ।।
বিজ্ঞানী যা আবিস্কার করলেন তা ভাল কাজের জন্য , শ্রমিক রা
পাহাড় খুড়ে কয়লার ক্ষনি বা নানা প্রাকৃতিক সম্পদ , গহবর বা গুহা
জাতীয় থেকে আহরনের উদ্দেশ্য , যখন তারা কষ্ট স্বীকার করে নানা প্রতিকুলতার মধ্য পাহাড় ধ্বসে বা গুহা মুখ আটকে মারা যেত , তখন
তাদের কথা চিন্তা করে বিজ্ঞানী ডিনামাইট আবিস্কার করে ।।

এবং বিজ্ঞানী এই আবিস্কার করতে গিয়ে ডিনামাইট ব্রাসট হয়ে তার ভাই কে হারান এবং
তিনি ডিনামাইট আবিস্কার করে শ্রমিক দের কাজ সহজ করে দেন ।।

বিজ্ঞানীর ভাইয়ের নাম ছিল আলফ্রেড নোবেল , বিজ্ঞানী তার ভাইয়ের
নামে সেবার মুলক কর্ম কাণ্ডের জন্য কিছু অর্থ সমাজকন্যানে দান করে যান , যা তার মৃত্যুর পর নোবেল এর নামকরনে একটি ব্যাংক
এ অর্থ জমা হয় পরে সেই অর্থ নোবেল প্রাইজ কমিটি শান্তির জন্য
বরাদ্ধ হয় , আর সেই ডিনামাইট এখন অশান্তির কারন হয়ে ধংশ
হচ্ছে প্রান লোকালয় ।
আমরা ভাল কাজে অংশ নেব এবং মন্দ কাজ ঘৃণা করব । আল্লাহ
আমাদের সেই হেদায়েত দিন , আমিন ।।

৩| ১৯ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫২

ম্যাংগো পিপল বলেছেন: অথচ দু;খের বিষয় হল-মুসলমান পরিচয়ধারীরা এই চরম সত্য বুঝতে পারছেনা বা ভুলে বসে আছে।

৪| ১৯ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৭

খাটাস বলেছেন: নোবেল পুরষ্কারের সুচনা ও পাসচাত্তের ব্যাবহার নিয়ে আরও বিস্তারিত লিখলে ভাল হত। শুধু বার্নাড এর কথায় তা অস্পষ্ট মনে হচ্ছে।
তবে নবীজি নিয়ে তার বলা কথা গুলো ভাল লেগেছে।

৫| ১৯ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০২

মুদ্‌দাকির বলেছেন: ++++++++

৬| ১৯ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৬

মোঃ আনারুল ইসলাম বলেছেন: সুন্দর পোস্ট ++++++++

৭| ২০ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:১৪

ছািব্বর বলেছেন: ইহাই সত্য

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.