![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মিনার পরবর্তী ফরজ আমলসমুহ
মিনার ৩টি আমল শেষ করার পর মক্কার ফরজ আমলসমুহ পালন করার উদ্দেশ্যে মক্কায় ফিরে আসা ফরজ।মক্কায় আসার পর যেসব আমল ওয়াজিবঃ
১/হজের তাওয়াফ করা।একে জিয়ারতে তাওয়াফও বলে।
২/তাওয়াফের নামাজ পড়া
৩/সাফা ও মারোয়ার মধ্যে সাঈ করা
৪/তাওয়াফে নেসা করা
৫/তাওয়াফে নেসার নামাজ আদায় করা।
এখানে যে গুরুত্বপুর্ন আমলটি অনেক মুসলমানেরা পালন করেন না তাহলো তাওয়াফে নেসা। তাওয়াফে নেসা শুধু পুরুষদের জন্যই নির্দিষ্ট নয়,বরং নারী,হিজরা এবং খাসীকৃত ও বুঝ সম্পন্ন নাবালকের ক্ষেত্রেও আবশ্যক।যদি তারা তাওয়াফে নেসা পালন না করে তাহলে স্ত্রী তাদের জন্য হালাল হবে না।তদ্রুপ স্ত্রীও যদি তা বর্জন করে,তাহলে স্বামী তার জন্য হালাল হবে না।
যদি তাওয়াফে নেসা ভুল ক্রমে পালন না করে থাকে এবং থেকে ফিরে এসে থাকে,তাহলে যদি পারে সে নিজে ফিরে যাবে এবং তা সম্পন্ন করবে।আর যদি না পারে কিম্বা কষ্টকর হয়,তাহলে প্রতিনিধি নিয়োগ করবে।আর তা সম্পন্ন করার পরই তার স্ত্রী তার জন্য হালাল হবে।(ইমাম খোমেনীর(রঃ) ফতোয়া অনুযায়ী এবং বর্তমান রাহবার সাইয়েদ আলী খামেন্যীর পাদটিকা অনুযায়ী রচিত। সঙ্গকলনঃ মুহাম্মাদ হুসাইন ফাদলুল্লাহযাদেহ, সম্পাদনাঃসামছুল আযম,অনুবাদঃআব্দুল কুদ্দুস বাদশা(হুজ্জাতুল ইসলাম,পিএইচডি ছাত্র,ঢাকা বিশ্ববিদ্যালয়)।প্রকাশনায়ঃআমার দেশ বাঙ্গলাদেশ সোসাইটি,খুলনা।
©somewhere in net ltd.