নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দেশ , মানুষ

জীবনের সব কিছু আললাহর সন্তুষ্টির জন্য

আল মাহদী ফোর্স

কোরান ও নবী পরিবারের আঃ অনুসারী।

আল মাহদী ফোর্স › বিস্তারিত পোস্টঃ

কুরান সম্পর্কে ১২ ইমামিয়া শিয়াদের আকিদা

৩১ শে জুলাই, ২০১৫ সকাল ৭:৪৩


অত্যন্ত ন্যক্কারজনকভাবে পবিত্র ১২ ইমামিয়া শিয়াদের বিরুদ্বে যে চরম মিথ্যাচার চালান হয় তা হলঃ শিয়ারা এই কুরান মানে না,তাদের আলাদা কুরান আছে।এই ইহুদী মার্কা মিথ্যাচার জোড়াল ভাবে প্রচারনায় যারা অবদান রেখে যাচ্ছে তারা হলেন কওমি ও আলিয়া মাদ্রাসার কম শিক্ষিত আলেম নামধারী জালেমগন।তাদের জানা উচিত মিথ্যাবাদী হবার জন্য এটাই যথেষ্ট যে সে যা শুনে তা নির্বিচারে বলে বেড়ায়।সময় হয়েছে কুরানী সত্য উন্মোচন করবার।আসুন দেখি এব্যাপারে ১২ ইমামিয়া আক্কিদা কি বলেঃ
ক) “......আমরা বিশ্বাস করি,কুরান হল ওহী-ই-ইলাহী যা আল্লাহর তরফ হতে তাঁর সম্মানিত নবীর উপর নাযিল হয়েছে।এই কুরানে যাবতীয় বিষয়ের উত্তম বর্ননা রয়েছে।কুরান হল তার(নবীর(সাঃ)) স্থায়ী মোজেজা।তার ফাসাহাত বালাগাত এবং যে সমস্ত বিষয়াদী ও উচ্চতর জ্ঞাতব্য বিষয়াদী কুরানে রয়েছে,মানুষ তাঁর মোকাবিলা করতে পারে না।তাঁর মাঝে রদ-বদল ও পরিবর্তন(তাহরীফ) আসতে পারে না। যে কুরান
খ) “...... এবং আমরা এই যে কুরান তেলাওয়াত করি,এটাই ঐ কুরান যা নবীর(সাঃ) উপর নাজিল করা হয়।কেউ যদি ভিন্নতর দাবী করে, সেই লোক হবে ইজমা বিরোধী,ভুলে নিপতিত অথবা বিভ্রান্তির স্বীকার।এরুপ সমস্ত লোকই বিপথগামি।কেননা কুরান হল আল্লাহর কালাম যার নিকটে,সামনে,পিছনে কোন দিক দিয়েই ‘বাতিল’ আসতে পারে না।“(আকাইদ-ই-ইমামিয়া,আকিদা নং-২১)।

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ৩১ শে জুলাই, ২০১৫ সকাল ৮:০৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: তথ্যের জন্য ধন্যবাদ
তবে "কওমি ও আলিয়া মাদ্রাসার কম শিক্ষিত আলেম নামধারী জালেমগন'' কথাটা ভালো লাগেনি
গুটিকতকের ভ্রান্তির জন্য সকলকে ঢালাওভাবে মূল্যায়ন করা বুদ্বিমানের কাজ নয়

৩১ শে জুলাই, ২০১৫ সকাল ৮:৩৪

আল মাহদী ফোর্স বলেছেন: গুটিকতক ও সকল-এই গুটিকতকের মুকাবিলায় "সকলেই" বিফল।সকলেরা গুটিকতকের কোন বিরুদ্বাচরন কি করছে?

২| ৩১ শে জুলাই, ২০১৫ সকাল ৮:১৬

আম জনতা০৭ বলেছেন: কি করি আজ ভেবে না পাই বলেছেন: তথ্যের জন্য ধন্যবাদ
তবে "কওমি ও আলিয়া মাদ্রাসার কম শিক্ষিত আলেম নামধারী জালেমগন'' কথাটা ভালো লাগেনি
গুটিকতকের ভ্রান্তির জন্য সকলকে ঢালাওভাবে মূল্যায়ন করা বুদ্বিমানের কাজ নয়। সহমত

৩১ শে জুলাই, ২০১৫ সকাল ৮:৩৮

আল মাহদী ফোর্স বলেছেন: কি করি আজ ভেবে পেয়েছি-তা হল সত্যকে মানুষের সামনে তুলে ধরা,তা মিথ্যুকদের যতই অসহনীয় হোক না কেন।

৩| ৩১ শে জুলাই, ২০১৫ সকাল ৮:৩১

আলী আকবার লিটন বলেছেন: শিয়া সুন্নি মতভেদ ভুলে আমাদের মুসলিমদের এখন ঐক্য স্থাপনের চেষ্টা করা উচিৎ ।

৩১ শে জুলাই, ২০১৫ সকাল ৮:৩৭

আল মাহদী ফোর্স বলেছেন: সহমত-জাজাকাল্লাহু খইরান।

৪| ৩১ শে জুলাই, ২০১৫ সকাল ৯:৪২

হেলাল হোসেন বলেছেন: বাইজান কিছু মনে না করলে আমি জানতে চাই আপনি কি শিয়া নাকি?

৩১ শে জুলাই, ২০১৫ সকাল ৯:৫৪

আল মাহদী ফোর্স বলেছেন: জ্বী ভাইজান,আমি ২০০৭ সালে আল্লাহ পাকের অশেষ রহমতে মুয়াবিয়ার সুন্নত ত্যাগ করে রাসুলের(সাঃ) সুন্নত পালনার্থে রাসুলের(সাঃ) শিয়া হয়েছি।

৫| ৩১ শে জুলাই, ২০১৫ সকাল ১১:০৪

মো: খায়রুল বাসার বলেছেন: আলেমদেরকে জালেম বলছেন- শিয়াদের পরিচয় এভাবে মিলে। সুন্নত ত্যাগ করে রাসুল (সাঃ) কে ত্যাগ করেছেন।

৩১ শে জুলাই, ২০১৫ দুপুর ২:৫২

আল মাহদী ফোর্স বলেছেন:
যে সমস্ত আলেম কওমি মাদ্রাসায় ছোট ছোট বাচ্চাদের সাথে সমকামীতায় লিপ্ত হয়,তাদেরকে আমি জালেম মনে করি।

৬| ৩১ শে জুলাই, ২০১৫ দুপুর ১২:৩১

সামুরাই_কাতানা বলেছেন: ভাই আপনার লেজ কাটা গেছে বলে এখন বাকীদের লেজ কাটতে আসছেন। আপনি পথভ্রষ্ট হয়েছেন বলে বাকীদের কে পথভ্রষ্ট করতে আসছেন। আপনারা কতটা ইসলাম ঠিক রেখেছেন তার একটা নমুনা তো আপনারা প্রতিবছর দেখান আর তা হলো ১০ই মহররম আপনারা যখন ইমাম হোসেন (রা:) কে নিয়ে রেলী বের করেন যা দেখতে পুরো হিন্দুদের রত যাত্রার মতো। আবার কবর বানিয়ে দেখি সেটা মাথায় করে নিয়ে যান। ইসলামে কোথায় এইসব করতে বলছে? আরও অনেক সমস্যা আছে আপনাদের সেগুলো আর একদিন না বলবো।

৭| ৩১ শে জুলাই, ২০১৫ দুপুর ১২:৩৪

ওয়াহিদ সাইম বলেছেন: সত্য সব সময় নিজ থেকে ধরা দেয় না।মাঝে মধ্যে সত্যকে আবিষ্কার করে নিতে সাহসের সাথে নিজের প্রভাবমুক্ত নিরপেক্ষ বিবেক বিবেচনা দিয়ে। https://www.youtube.com/watch?v=AMc1l8GTYzA

৮| ৩১ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:৩৮

হেলাল হোসেন বলেছেন: তা কিভাবে হলেন? মানে কার মাধ্যমে এর সন্ধান মিলল আপনার? যদি একটু আমাকে যানাতেন অনুগ্রহ করে!

৯| ০১ লা আগস্ট, ২০১৫ রাত ৩:২১

সজিব্90 বলেছেন: আমরা শিয়া সুন্নি হিসাবে পরিচয় দিতে চাই না ,শুধু মুসলিম হিসাবে পরিচয় দিতে চাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.