নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দেশ , মানুষ

জীবনের সব কিছু আললাহর সন্তুষ্টির জন্য

আল মাহদী ফোর্স

কোরান ও নবী পরিবারের আঃ অনুসারী।

আল মাহদী ফোর্স › বিস্তারিত পোস্টঃ

জাল হাদিস সম্পর্কে সতর্ক হোন

০১ লা আগস্ট, ২০১৫ সকাল ১১:৫৯


আল্লাহ পাকের একজন সম্মানিত নবী হযরত আইয়ুবের(আঃ) বিরুদ্বে অনৈতিক অভিযোগ

একদিন হযরত আইয়ুব(আঃ) উলংগ হইয়া গোসল করিতেছিলেন।এমন সময় তাহার উপর সোনার পঙ্গপাল পতিত হইতে লাগিল।হযরত আইয়ুব(আঃ) উহাদিগকে তাহার কাপড়ে জড়াইতে লাগিলেন।তারপর তাহার মহান ও মুবারক প্রতিপালক তাহাকে ডাকিয়া জিজ্ঞাসা বলিলেন, "হে আইয়ুব!তুমি যাহা দেখিতেছ উহা হইতে আমি কি তোমাকে অভাবমুক্ত করি নাই?"তিনি আরয করিলেন,"হ্যা,আপনার ইযযতের শপথ!কিন্তু আমি আপনার দান ও বরকত হইতে অভাবমুক্ত নহি"।(বুখারি,নাসায়ী ও মুসনাদে আহমদ,ইহা আবু হুরায়রার(আঃ) সুত্রে বর্নিত)।(বইঃহাদিসে কুদসী,হাদিস নংঃ২৮১,প্রকাশকঃইসলামী ফাউন্ডেশন,১৯৯১)।

সুপ্রিয় পাঠক,লক্ষ্য করুন,কিভাবে আল্লাহ পাকের একজন সম্মানিত নবীর(আঃ) বিরুদ্বে উলংগ হবার অভিযোগ আনা হয়েছে এবং এই সম্মানিত নবীর বিরুদ্বে বানোয়াট মিথ্যা অভিযোগ এনে তাঁর সম্মান নষ্ট করা অপচেষ্টা করা হয়েছে।এই বানোয়াট হাদিসটি কোরানের কোন আয়াতকে সমর্থন করে না।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০২ রা আগস্ট, ২০১৫ ভোর ৪:৪৫

হানিফঢাকা বলেছেন: বুখারিতে ও মুসা (আ:) সমপরকে এই রকম হাদিস আছে। তাহলে সেইটাও জাল। কোরআনকে ক্রাইটেরিয়া ধরলে, বুখারির অনেক হাদিস জাল প্রমানিত হয়। সেই বিষয়ে কি বলবেন?

২| ০২ রা আগস্ট, ২০১৫ ভোর ৫:৪৮

আল মাহদী ফোর্স বলেছেন: কোরানের সাথে না মিললেই সেটি জাল হাদিস।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.