নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দেশ , মানুষ

জীবনের সব কিছু আললাহর সন্তুষ্টির জন্য

আল মাহদী ফোর্স

কোরান ও নবী পরিবারের আঃ অনুসারী।

আল মাহদী ফোর্স › বিস্তারিত পোস্টঃ

মুতাহ বিবাহঃকুরান কি বলে?

১০ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:৪৮



গ্রন্থঃ দ্বীনী প্রশ্নোত্তর - মুতাআহ (সাময়িক) বিবাহ বৈধ কি?
লিখেছেন মোঃ জাহিদ হাসান জনি, ১০ ই আগস্ট, ২০১৫ দুপুর ২:৪১

উত্তরঃ মুতআহ বা সাময়িক বিবাহ ইসলাম বৈধ নয়। কিছুর বিনিময়ে কেবল এক সপ্তাহ বা এক মাস বা বছর স্ত্রীসঙ্গ গ্রহণ করে বিচ্ছিন্ন হওয়ার যেহেতু ঐ স্ত্রী ও তার সন্তানের দুর্দিন আসে, তাই ইসলাম এমন বিবাহকে হারাম ঘোষণা করেছে।
=> ৫৪৭ (বুখারী, মুসলিম, মিশকাত ৩১৪৭ নং)

>>জাহিদ হাসান জনি ভাই,
আপনার জাল হাদিস মানা গেল না।দেখুন মুতাহ বিয়ের ব্যাপারে কুরান কি বলেঃ

"যখন কোন নারী সাথে মুতাহ বিবাহে আবদ্ব হও,তখন তাঁদের মোহরানা পরিশোধ কর।(সুরা নিসাঃ২৪)"।মুফাসসির গন অধিকাংশের মতে,এই আয়াতটি মুতাহ বা অস্থায়ী বিয়ের ব্যাপারে নাজিল হয়েছে বলে মনে করেন।মুলত ইসলামে এধরনের বিবাহ যে ইসলামে বৈধ করা হয়েছে তাতে কোন সন্দেহ নেই।২য় খলিফা হজরত উমর কুরানের এই হুকুমটি বাস্তবায়নে বাধা প্রদান করেছিলেনঃ
" হে মানুষ! ৩টি বিষয় মুহাম্মাদের(সাঃ) সময় প্রচলিত ছিল যেগুলো আমি নিষিদ্ব করলাম।যে কেউ এগুলো পালন করবে আমি তাঁদের শাস্তি প্রদান করব।সেগুলো হলঃমহিলাদের মুতাহ,হজ্বের মুতাহ এবং হাইয়া আলা খাইরাল আমাল( অর্থাৎ উত্তম কাজের দিকে আস[ যা আযানের সময় বলা হত]'(শারহে তাজরীদ,কুসগজী,ইমামাত অধ্যায়,পাতা-৪৬৪ ইত্যাদি)।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.