![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাসুলুল্লাহ(সাঃ) বলেন ঃ আমার উম্মতের মধ্যে আমার আহলে বায়েতের উদাহরন হল আকাশের তারার মত,যখন এদের একটি অস্ত যাবে অন্যটি উদিত হবে।যারা হলেন ইমামগন-পথ প্রদর্শনকারী এবং পথপ্রাপ্ত।না তাদের বিরুদ্বে ষড়যন্ত্রকারীর ষড়যন্ত্,আর না তাদেরকে সাহায্য করতে অস্বীকারকারীর সাহায্যের প্রত্যাখ্যান তাদের ক্ষতি করবে;বরং আল্লাহ তাদেরই ক্ষতি করবেন যারা তাদের বিরুদ্বে ষড়যন্ত্র করে এবং সাহায্য করতে অস্বীকার করে।তারা পৃথিবীতে আল্লাহর প্রমানসমুহ ও কর্তৃপক্ষ এবং সৃষ্টিসমুহের ওপর তাঁর সাক্ষ্যসমুহ;যে তাদের আনুগত্য করলো সে আল্লাহরই আনুগত্য করলো,আর যে অবাধ্য হল সে আল্লাহরই অবাধ্য হল।তারা কুরানের সাথে এবং কুরান তাদের সাথে।না তাঁরা কুরান থেকে বিচ্ছিন্ন হবে, আর না কুরান তাদের থেকে বিচ্ছিন্ন হবে যতক্ষন পর্যন্ত না তারা হাউযে কাউসারে আমার সাথে মিলিত হয়।১ম ইমাম হল আমার ভাই আলী(আঃ)-যে তাদের মধ্যে সর্বোত্তম,এরপর আমার সন্তান(নাতি) হাসান(আঃ) এবং আরপর আমার সন্তান(নাতি) হুসাইন(আঃ),এরপর হুসাইনের(আঃ) ছেলেদের মাঝ থেকে (পর্যায়ক্রমে ) ৯ জন।(আল-গাইবাত লিল নু'মানীঃ৮৪/১২;কিতাবে সুলাইম ইবনে ক্কাইসঃ১/৬৮৬/১৪;ফাযায়িল লি শাযান ইবনে জিবারিলঃ১১৪)।
©somewhere in net ltd.