![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাসুলের(সাঃ) আহলে বায়েতের(আঃ)(নবী পরিবারের আঃ) প্রতি শত্রুতার বিষয়ে সতর্কীকরন
১/ রাসুলুল্লাহ(সাঃ) বলেনঃআমার পরে ইমাম হবে ১২জন,এদের মধ্যে ৯জন হবে হোসাইনের(আঃ) বংশ(ঔরস) থেকে এবং তাদের ৯ম জন হল 'ক্কায়েম'(অর্থাত ইমাম মাহদী আঃ)।সুসঙ্গবাদ তাদের জন্য যারা তাদেরকে ভাল্বাসবে এবং দুর্ভোগ তাদের যারা তাদের সাথে শত্রুতা করবে(কিফায়াতুল আসারঃ৩০)।
২/রাসুলুল্লাহ(সাঃ) বলেনঃযদি কোন দাস 'সাফা' ও 'মারওয়া'র মাঝে ১০০০ বছর ইবাদাত করে-এরপর আরো ১০০০ বছর এবং এরপর আরো ১০০০বছর (ইবাদাত করে),কিন্তু আমাদের প্রতি ভালবাসা না থাকে,তাহলে আল্লাহ তাকে উপুড় করে আগুনের মধ্যে নিক্ষেপ করবেন।তারপর তিনি(সাঃ) এই আয়াতটি পাঠ করলেনঃ"বল,'আমি এর জন্য তোমাদের কাছে কোন পুরস্কার চাই না-শুধু(আমার) নিকটতম আত্নীয়দের জন্য গভীর ভালবাসা ছাড়া"(তারিখু দামেস্ক-তারজুমাতে ইমাম আলী(আঃ)-১/১৩২/১৮২(সুরা শুরা-২৩)।
৩/রাসুলুল্লাহ(সাঃ) বলেন ঃ শুধু অপবিত্র(অবৈধ) জন্মের সন্তানরাই আমাদের প্রতি বিদ্বেষ পোষন করে(আমালী আস-সাদুকঃ৩৮৪/১৪;আল-ফাক্কীহ-১/৯৬/২০৩)।
©somewhere in net ltd.