![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইমামদের(আঃ) জীবদ্দশায় শোক পালনের নিশ্চিত প্রমান রয়েছে যার কিছু ঐতিহাসিক বর্ননা তুলে ধরা হলঃ
ঐতিহাসিক ইয়াকুবি তাঁর 'তারিখ' গ্রন্থে ইমাম হুসাইনের(আঃ) শোকে উম্মুল মুমেনিন উম্মে সালামার(সাআ) আঝরে ক্রন্দনের ঘটনা উল্লেখ করেছেন।উম্মুল মুমেনিন বলেনঃ " যেদিন হুসাইন শহীদ হন,আমি আল্লাহর রাসুলকে(সাঃ) স্বপ্নে ধুলি ধুসরিত ও শোকে নুহ্যমান অবস্থায় দেখলাম।আমি তাকে(সা) প্রশ্ন করলামঃ 'হে আল্লাহর রাসুল!আপনার এবস্থা কেন?'তিনি(সাঃ) বললেনঃ 'আমার সন্তান হুসাইন ও তাঁর আহলে বাইতকে আজ শহীদ করা হয়েছে।আমি এইমাত্র তাঁদের দাফন সম্পন্ন করে আসলাম'( সুত্রঃতারীখে ইয়াকুবী,২য় খন্ড,পাতা-২৪৬,সুয়ুতি,তারিখুল খোলাফা,পাতা-২০৮,ইবনে আব্বাস স্যত্রেও অনুরুপ বর্ননা এসেছেঃমুসনাদে আহমাদ,১ম খন্ড,পাতা-২৮৩ ও আল মুস্তাদ্রাক,৪র্থ খন্ড,পাতা-৩৯৭।স্বয়ং আল্লাহর রাসুল জিব্রাইল(আঃ) থেকে ইমাম হুসাইনের শাহাদাতের খবর(ভবিষ্যদবানী) শুনে ক্রন্দন করেছেন।দ্রষ্টব্যঃমুসনাদে আহমাদ,১ম খন্ড,পাতা-১৮৪ ও ৬৪৮;মুসনাদে আবি ইয়ালা,১ম খন্ড,পাতা-২০৬,হাদিস# ৩৫৮;আল-মুস্তাদ্রাক আলাস সাহিহাইন,৩য় খন্ড,পাতা-১৭৬ ও ১৭৯;মাযমাউয যাওয়ায়েদ,৯ম খন্ড,পাতা-১৭৯;আসসাওয়ায়েকুল মুহরিকা,পাতা-১১৫,অন্য সংস্করনে পাতা-১৯৬;ইবনে সাব্বাগ মালেকী,আল-ফুসসুল মাহিম্মা,পাতা-১৫৪;কানযুল উম্মাল,৬ষ্ট খন্ড,পাতা-২২৩;নাসায়ী;খাসায়িসুল কুবরা,২য় খন্ড,পাতা-১২৫;তারীখে ইবনে কাসীর,৬ষ্ট খন্ড,পাতা-২৩০ ও ৮ম খন্ড,পাতা-১৯৯,মাকতালে খাওয়ারেযমী,১ম খন্ড,পাতা-১৫৯ ও ১৬৩;ইবনে আছাম,আল-ফুতুহু,৪র্থ খন্ড,পাতা-৩২৫)।
১/ ইমাম মাহদীর(আঃ) শোক প্রকাশঃরেওয়ায়েত অনুসারে ইমাম মাহদী(আঃ)(আল্লাহ তাঁর আগমনকে ত্বরান্বিত করুন) আত্নগোপনকালীন ও আত্নপ্রকাশের পর উভয় অবস্থায় তাঁর দাদার শাহাদাতের(ইমাম হুসাইন আঃ) জন্য ক্রন্দন করেছেন এবং করবেন।তিনি(আঃ) তাঁর সম্মানিত পিতামহ শহীদদের নেতা ইমাম হুসাইনকে(আঃ) উদ্দেশ্য করে বলেনঃ
" যদিও সময় আমাকে পশ্চাদবর্তী করেছে এবং আপনাকে সাহায্য করার ক্ষেত্রে ভাগ্য আমাকে দূরে রেখেছে যে কারনে আপনার প্রতি শত্রুতা ও বিদ্বেষ পোষনকারীদের বিরুদ্বে আমি যুদ্ব করতে পারি নি,কিন্তু এখন অবশ্যই প্রত্যেক সকাল-সন্ধা আপনার জন্য ক্রন্দন করি এবং আপনার মুসিবতে আমার দু-চোখ থেকে অশ্রুপাতের বদলে রক্ত বর্ষিত হয়।আপনার উপর ঘোটে যাওয়া মুসিবত আমার হৃদয়কে ভারাক্রান্ত করেছে(বিহারুল আনোয়ার,১০১তম খন্ড,পাতা-৩২০)।
©somewhere in net ltd.