নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দেশ , মানুষ

জীবনের সব কিছু আললাহর সন্তুষ্টির জন্য

আল মাহদী ফোর্স

কোরান ও নবী পরিবারের আঃ অনুসারী।

আল মাহদী ফোর্স › বিস্তারিত পোস্টঃ

ইমাম হুসাইনের(আঃ) জন্য শোক প্রকাশের দর্শন কি?

২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:২৩

ইমাম হুসাইনের(আঃ) শোকানুষ্টানে মানুষ ও সমাজ গড়ার এবং পরবর্তী প্রজন্মের নিকট আশুরা সংস্কৃতির উপাদান গুলো পৌছে দেওয়ার বিষয়টি শক্তিশালীভাবে বিদ্যমান।কেননা,ইমাম হুসাইনের(আঃ) আন্দোলন ও প্রশিক্ষনমুলক রাজনৈতিক,সংস্কৃতিক ও সামাজিক শিক্ষা মানুষ এবং সমাজের নৈতিক উতকর্ষ সাধনে মৌলিক অবদান রেখেছে।কারবালার ঘটনার মুল উপাদান আশুরাও শিয়া সংস্কৃতির ভিত্তি স্থাপনে উল্লেখযোগ্য ভুমিকা রেখেছে যা শোকানুষ্টানের মাধ্যমে পরবর্তী প্রজন্মের নিকট স্থানান্তরিত হয়।
আশুরার ঘটনা বর্ননা ও এ সম্পর্কিত আলোচনা ও শ্লোগানগুলোর মধ্যে মানুষ ও সমাজ এবং বিপ্লবী সংস্কৃতি তৈরীর উপাদান খুজে পাওয়া যায়।এর মধ্যে কিছু গুরুত্বপুর্ন বিষয় হল ইবাদাত,সত কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ,ইয়াজিদি শাসনের অধীনে ইসলামের ধ্বংশ,ইয়াজিদিদের মত ব্যক্তির হাতে বায়াত গ্রহন নিষিদ্ব,অপমানের চেয়ে ইন্তেকাল করা শ্রেষ্ট,পরীক্ষার ময়দানে সত্য পথ অবলম্বনকারীদের স্বল্পতা,অবৈধ ও বাতিল শাসকের সময়ে শাহাদাত কামনার প্রয়োজনীয়তা,শাহাদাত মানুষের জন্য সৌন্দর্য বলে গন্য হোয়া।অত্যাচারী শাসকের সামনে সঙ্গগ্রামের দায়িত্ব,সত্য ও সঠীক ইমামের বৈশিষ্ট্য,আল্লাহর সন্তুষ্টির উপর সন্তুষ্ট থাকা,সত্য সঙ্গগ্রামে শাহাদাতকামীদের সহযোগীতা করা,ঈমানদার,জ্ঞানী ও স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য অপমান সহ্য করা নিষিদ্ব হওয়া,ইন্তেকালকে চিরস্থায়ী জান্নাতে প্রবেশের সাকো হিসাবে গন্য করা,সত্য প্রতিষ্টা ও অধিকার আদায়ের লক্ষ্যে সব সময় সকল মানুষের কাছে সহযোগীতা কামনা করা এবং এক্ষেত্রে স্বাধীন ও সাহসী হওয়া( শুরার অভিধান,পাতা-২৬৮-৬৭১;হুসাইন,আকলে সোরখ,পাতা-৭৭-১১৯;ইমাম হাস্ন ও হুসাইন(আঃ),পাতা-১১৬-১২১।
হুসাইনের(আঃ) আচরন শিক্ষা দিয়েছে স্বাধীনতার শিক্ষামানুষের অন্তরে সাহসের বীজ বপন হুসাইনের চিন্তা ও চেতনা।
"যদি তুমি পৃথিবীর কোন ধর্মের বিশ্বাসী না হও,কমপক্ষে
স্বাধীনচেতা মানুষ হও"-এটি হুসাইনের(আঃ) বিস্ময়কর উক্তি।
"অপমানের জীবন থেকে সম্মানের ইন্তেকাল উত্তম"-এটি হুসাইনের(আঃ) কন্ঠ থেকে উত্থিত সুমিষ্ট সঙ্গীত।
এছাড়া নিচের বিষয়গুলো ইমাম হুসাইনের(আঃ) শোক প্রকাশের দর্শনের অন্ত্ররভুক্তঃ
১/ সকল যুগের অন্যায়-অত্যাচারীদের প্রতি এক ধরনের প্রতিবাদ(সুরা নিসা-১৪৮,সুরা হজ্ব-৩৯,সুরা শুয়ারা-২২৭,)।
২/মানুষের মধ্যে ন্যায় প্রতিষ্টার প্রবল ও অত্যাচারী্দের অত্যাচারের প্রতিশোধ গ্রহন করার প্রবনতাকে শক্তিশালী করা।
৩/মুস্লিম সমাজকে সত্যের প্রতিরক্ষায় উদ্বুধ্ব ও বিজয়ী করার জন্য প্রস্তুত করা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.