![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাসুল(সাঃ) থেকে বর্নিত হয়েছে, "ঈমান আকস্মিক হামলা ও গুপ্তহত্যার প্রতিবন্ধ্বক এবং মুমিন গুপ্তহত্যা করে না"।মানুষের জীবন রক্ষা করাকে ইসলাম ধর্মে এমনভাবে গুরুত্ব দেওয়া হয়েছে যে, একজন নিষ্পাপ মানুষের জীবন রক্ষা করাকে সমস্ত মানূষের জীবন রক্ষা করার সমান বলে অভিহিত করা হয়েছে।উপরে উল্লেখিত রাসুলের(সাঃ) হাদিসের সমর্থনে আমরা কুরানে আল্লাহ পাকের বানি দেখতে পাইঃ " এ কারনেই আমরা বনী ইস্রাইলের জন্য বিধিবদ্ব করেছিলাম যে, 'কেউ কোন ব্যক্তিকে কোন হত্যার প্রতিশোধ গ্রহন বা দেশে অরাজকতা সৃষ্টির কারন ছাড়া হত্যা করলে সে যেন সমগ্র মানব জাতিকে হত্যা করল।এবং যে কেউ কোন একজন মানুষকে জীবন দান করল,সে যেন সমগ্র মানব্জাতিকে জীবন দান করল'।আর তাদের(বনি ইস্রাইলের) নিকট রাসুলগন সুস্পষ্ট প্রমানাদি নিয়ে এসেছিল,কিন্তু তারপরও তাদের মধ্যে অনেক লোকই পৃথিবীতে বাড়াবাড়ি করেছে।যারা আল্লাহ ও রাসুলের বিরুদ্বে যুদ্ব করে এবং পৃথিবীতে নৈরাজ্য সৃষ্টি করার উদ্দেশ্যে দেশে দেশে ছুটাছুটি করে বেড়ায় তাদের শাস্তি এই যে, হয় তাদের হত্যা করা হবে , অথবা তাদের ক্রুশবিধ্ব(ফাসী দেওয়া) হবে,অথবা তাদের হাত-পা বিপরীত ক্রমে কেটে ফেলা হবে,অথবা দেশ হতে নির্বাসিত করা হবে।এ লাঞ্চনা তো ইহকালের জন্য,আর পরকালে তাদের জন্য রয়েছে মহাশাস্তি।সুরা মায়েদা-৩২-৩৩)
©somewhere in net ltd.