![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময় হলো, দ্বার খুলে দাও;
জাদুর গালিচা চড়ে দাউদ হায়দার
আসবেন দ্রুত।
স্বজন যারা আছো
দ্বার খুলে রেখো রাতে;
নিষেধাজ্ঞা কাঁধে নিয়ে কবি
আজ স্বদেশে ফিরবেন;
পায়ের তলায় ছোঁয়াবেন
ঢাকার মাটি, ইছামতীর জল।
জাদুর গালিচা চড়ে নির্বাসিত দাউদ
আজ অন্তত একবার আসুক বাংলাদেশে;
স্বপ্নের মধ্যে তার এ ফেরায় তুমি আর
বাধা হয়ে দাঁড়িও না হে রাজনীতী।
০১.০৭.১৩
©somewhere in net ltd.