![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটা বৈষম্যহীন সমাজের স্বপ্ন নিয়ে, আমি প্রান্তিক জনতার কথা বলতে এসেছি.......!
ছবিতে পুলিশের মারমুখী পুলিশী একশনে ভীত সন্ত্রস্ত শিশুটি সেখানে কি করে? ওহ হো সে তো হেফাজতী ১৩ দফা দাবী বাস্তবায়নে ঢাকা এসেছে!!!! ১৩ দফা গুলো যেন কি? আমার মনে নাই। আচ্ছা শিশুটি কি জানে? কি বলে তাকে সমাবেশে আনা হয়েছে?
৫ মে হেফাজতী সমাবেশে এমন হাজারো মাদ্রাসার শিশুকে ঢাকায় নিয়ে আসা হয়েছে। নিশ্চয়ই তারা রাজনীতির ‘র’ টুকুও জানেনা। হুজুরেরা তাদের নিয়ে এসেছে। কি বলে নিয়ে এসেছে সেটা নিশ্চয়ই অনুমেয়। হ্যাঁ তাদেরকে জোড় করে নিয়ে আসা হয়েছে, মাহফিলের কথা বলে কিংবা অন্য কোন ভাবে জোর করে। এখন যদি কোন বুজুর্গ আমাকে বলেন যে তারা ইসলামের টানে, নিজে থেকেই ঢাকা এসেছে তাহলে সেটা হবে কানাকে হাইকোর্ট দেখানো।
কেন হুজুর নামক এই লম্পট জাতটা এসব শিশুদের এমন ঝুকির মধ্যে নিয়ে আসলেন এমন প্রশ্ন কিন্তু আমরা কেউ করছিনা। শুধু আমরা আছি তিন হাজার নাকি তিরিশ এমন সংখ্যা নিয়ে, সাথে আছে নানা গানিতিক সমীকরণ। কোমলমতি শিশুদের যারা এভাবে ঝুকির মধ্যে, ভূল বুঝিয়ে রাজনীতির মাঠে নিয়ে এসেছেন তাদের বিচার আগে করা উচিত। আমি বুঝি না, আসলেই বুঝিনা এদের ধর্মের ব্যবসায় শিশুদের পর্যন্ত বলি দিতে এরা বিন্দু মাত্র বিচলিত হন না। ধর্ম কিভাবে এদের হাতে নিরাপদ???
০৮ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:১৭
অগ্নি সারথি বলেছেন: যেখানেই ব্যবহার হোক না কেন, যখন আপনি জানছেন সেখানে ঝুকি আছে সেখানে কেন তাদের নিয়ে যাওয়া। আর ধর্মের মত সেন্সিটিভ বিষয়ের যারা ঠিকাদার তারা তো খুব ভাল ভাবেই জানেন কিসে পাপ আর কিসে মহাপাপ। আর যারা নাস্তিক, তাদের কথা না হয় বাদ দিলাম। কারন তারা নাস্তিক।
২| ০৮ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:৩৬
সত্য কথা বলি বলেছেন: হায়রে শাহবাগী রামছাগল ! পুলিশ দাদারা তোদের বাঁচানোর জন্য শিশুদেরও ছাড় দেয়নি। বিচার তোর হওয়া উচিৎ আগে।
০৮ ই মে, ২০১৩ রাত ১০:৩৭
অগ্নি সারথি বলেছেন: ছাগুরা যে আবাল এইডা জানতাম কিন্তু তোর মত যে আবাল এইডা জানতাম না। লটির পুলা এই ছবিডা দেক।
০৮ ই মে, ২০১৩ রাত ১০:৪৪
অগ্নি সারথি বলেছেন: ঐ আবাল লেখার শুরুতে কি লিখছি দেখস নাই
ছবিতে পুলিশের মারমুখী পুলিশী একশনে ভীত সন্ত্রস্ত শিশুটি
সোগা মারা না খাইলে ঘুম আসে না, না?
৩| ০৮ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮
অমিয় উজ্জ্বল বলেছেন: শাহবাগে বাচ্চাদের এনেছিল তাদের বাবা মায়ে রা। আমি নিজে আমার নিজের ছেলেকে নিয়েছিলাম। তার মাস্টার বা হুজুর তাকে যেতে বলেনি। এবং তাকে কোন ঝুকিপূর্ণ কাজে নিয়োগ করা হয়নি। তাকে দৌড়ানিও খাইতে হয়নি।
০৮ ই মে, ২০১৩ রাত ১০:৩৮
অগ্নি সারথি বলেছেন: সহমত।
৪| ০৮ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯
শাহেদ চট্রগ্রাম বলেছেন: আসলেই বুঝিনা এদের ধর্মের ব্যবসায় শিশুদের পর্যন্ত বলি দিতে এরা বিন্দু মাত্র বিচলিত হন না। ধর্ম কিভাবে এদের হাতে নিরাপদ???
০৮ ই মে, ২০১৩ রাত ১০:৩৯
অগ্নি সারথি বলেছেন: ধর্মকে পুজি করে ব্যাবসা করে বাইঞ্চোদেরা।
৫| ০৮ ই মে, ২০১৩ রাত ৮:৩৭
আলাপচারী বলেছেন: মাদ্রাসার এতিমরা, শিশুরা সমাবেশে এসেছে স্বইচ্ছায় নয়। হুজুরের নিদের্শে। মাদ্রারা ছাত্রদের যাদের বাবা মা আছে তারা কোনদিনও এ নিয়ে হুজুরকে চার্জ করবে না। গুনাহ্ র ভয়ে অথবা অজ্ঞতায়।
০৮ ই মে, ২০১৩ রাত ১০:৪১
অগ্নি সারথি বলেছেন: ছবিতে দেখানো ঐ বাচ্চাটা কেমনে স্ব ইচ্ছায় আসে? কুকুর দিয়ে চোদানো দরকার এমন হুজুরদের।
৬| ০৮ ই মে, ২০১৩ রাত ১১:০৯
রুয়াসা বলেছেন: author wrote: ঐ আবাল লেখার শুরুতে কি লিখছি দেখস নাই
ছবিতে পুলিশের মারমুখী পুলিশী একশনে ভীত সন্ত্রস্ত শিশুটি
সোগা মারা না খাইলে ঘুম আসে না, না?
খিক খিক।
০৮ ই মে, ২০১৩ রাত ১১:১১
অগ্নি সারথি বলেছেন: আবাল কি আর গাছে ধরে?
৭| ০৮ ই মে, ২০১৩ রাত ১১:১৮
সরকার মারুফ বলেছেন: শাহবাগে কি শিশুদের ব্যবহার হয় নাই? আজকের বিবিসি বাংলার ওয়েবসাইট দেখেন।
০৮ ই মে, ২০১৩ রাত ১১:৩৫
অগ্নি সারথি বলেছেন: বিবিসি বাংলায় এইডাও লেখা আছে,
শাহবাগ আন্দোলনের ফেসবুক মুখপাত্র হিসেবে পরিচিত শাহবাগে সাইবার যুদ্ধ নামের সাইটে প্রকাশিত একটি ছবিতে আমি দেখছিলাম, একটি মোমবাতি প্রজ্জলন কর্মসূচীতে একটি শিশুকে কাঁধে করে নিয়ে গেছে তার অভিভাবক। শিশুটির মাথায় বাঁধা ব্যান্ডানায় লেখা, রাজাকারের ফাঁসি চাই।
শাহবাগীরা তো নাস্তিক। নাস্তিকের বাচ্চা নাস্তিক। নাস্তিকেরা, তাদের বাচ্চাদের নিয়ে গেছে।
হেফাজতি আন্দোলনে শিশুদের নিয়ে যাওয়া আর অভিভাবক তার সন্তানদের নিয়ে যাওয়া দুটোকে একটু পার্থক্য করতে হপে বাইজান। একজন অবিভাবক তখনই তার সন্তানকে নিয়ে যাবেন যখন জানবেন সেখানে ঝুকি কম। আর হুজুরেরা.........
©somewhere in net ltd.
১|
০৮ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:১৩
মুহসিন বলেছেন: কোমলমতি শিশুদেরকে সবসময়ই ব্যবহার করা হয়েছে। কখনো শাহবাগের গণজাগরণ মঞ্চে, কখনো হেফাজতের মিছিলে, কখনো মানব বর্ম হিসেবে যুদ্ধের অগ্রভাগে। কবে আমরা এর শেষ দেখতে পারবো!