নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটা বৈষম্যহীন সমাজের স্বপ্ন নিয়ে, আমি প্রান্তিক জনতার কথা বলতে এসেছি.......!
এই জালিম শাহবাগী নাস্তিক সরকারের ক্ষমা নাই। ৫ মে হেফাজতের সমাবেশে তারা নিরীহ, ঘুমন্ত এবং এবাদতে মসগুল শান্তি প্রিয় মুমিনদের উপর রাতের আধারে, বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দিয়ে, অতর্কিতে ঝাপিয়ে পড়ে। তারা উচু উচু বিল্ডিং গুলোর উপর থেকে স্নাইপার দিয়ে মুমিনদের ও শিশুদের লক্ষ্য করে গুলি ছোড়ে। প্রথমে তারা নিজেরাই আশে পাশের দোকান পাট এবং মার্কেট গুলোতে অগ্নি সংযোগ করে। তাদের হামলার পর মোট ৯ টি ট্রাকে করে লাশ নেয়া হয়, ময়লার গাড়িতে করে লাশ গুলা নিয়া গেছে" এবং তুরাগসহ ৩টি নদীতে ভাগ ভাগ করে ফেলা হয়। যতদুর জানা যায়, কাউকেই গ্রেফতার করা হয়নি, অর্ডার ছিলো সরাসরি মেরে ফেলার। পুলিশের সাথে সহযোগী হিসেবে ছিল র্যা ব, বিজিবি, ছাত্রলীগ- যুবলীগ এবং প্রোফেশনাল শুটার।
এই ঘটনা সাথে সাথেই বিশ্ব বিবেক কে নাড়া দেয়া শুরু করে। তারা তাদের পত্রিকার হেড লাইনে প্রকৃত মৃতের সংখ্যা দেয়া শুরু করলে আওয়ামী লীগের হুমকি ধামকিতে তা বন্ধ করে দেয় এবং আওয়ামী মনগড়া তথ্য দিতে থাকে। এমন কি ক্রিকেটার হাসিম আমলাও শেখ হাসিনা মুসলিম কিনা তা সন্দেহ পোষন করে বসেন। আসেন এই জালিম সরকার এবং নাস্তিক ব্লগার দের বিরুদ্ধে সোচ্চার হই।
সূত্র
ভিডিও লিংক
০৯ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:৩৪
অগ্নি সারথি বলেছেন: হ হাচা কতা
২| ০৯ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:৩৬
রুয়াসা বলেছেন: রিভার্স। খিক খিক।
০৯ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:৪৫
অগ্নি সারথি বলেছেন: খামোশ।
৩| ০৯ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:৩৯
নষ্ট ছেলে বলেছেন: রিভার্স দেখে মনে হচ্ছে এই হত্যাকান্ডে আপনি খুব মজা পয়েছেন!
০৯ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:৪৪
অগ্নি সারথি বলেছেন: বাইজান, আমারে হাতে তালি দিতে দেখিছেন? হাসতে দেখিছেন?
কুতায় মজা পেলাম বাইজান। আমার সকল লেখার নির্ভরযোগ্য সূত্র যোগ করেই আমি লিকেচি। পক্ষে বললেও দোষ, বিপক্ষে বললেও দোষ। লেও ঠেলা।
৪| ০৯ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:০৩
রক রক বলেছেন: এমন কি ক্রিকেটার হাসিম আমলাও শেখ হাসিনা মুসলিম কিনা তা সন্দেহ পোষন করে বসেন। সত্য জিতবেই।। ছাগবান্ধব পোস্ট
০৯ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:১০
অগ্নি সারথি বলেছেন: একদম ই হাচা কতা। বিশ্বাস না হলে,
লিংকুতে দেখেন
৫| ০৯ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:০৩
রক রক বলেছেন: এমন কি ক্রিকেটার হাসিম আমলাও শেখ হাসিনা মুসলিম কিনা তা সন্দেহ পোষন করে বসেন। সত্য জিতবেই।। ছাগবান্ধব পোস্ট
০৯ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:১১
অগ্নি সারথি বলেছেন: কইলাম না লিংকু দেকেন।
৬| ০৯ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:০৫
রক রক বলেছেন: াইয়া কি ব্লেগার (ব্লগার) ঃপি
০৯ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:১১
অগ্নি সারথি বলেছেন: কি মনে লয়?
৭| ০৯ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:১৩
যোগী বলেছেন:
লাইট অফ করে উচু উচু বিল্ডিং থেকে স্নাইপার দিয়ে কেমনে গুল্লি করে?
থারমাল ভিসন?
০৯ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:২১
অগ্নি সারথি বলেছেন: হ তাপ দৃষ্টি।
৮| ০৯ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:২৮
হাসান কালবৈশাখী বলেছেন:
মায়ের চেয়ে মাসির দরদ বেশী দেখছি।
হেফাজত তো কিছু বলেনা,
হেফাজত ভালভাবেই বুঝতে পেরেছে তাদেরকে ইউজ করা হচ্ছে।
তাই রবিবারের হরতাল প্রত্যাহার করল।
ধুর্ত বিম্পি-জামাতের করা ফটিকছড়ি হত্যার দায় তাদের নিতে হয়েছে, অতচ তারা সামান্যই জরিত ছিল।
জামাতিদের মতিঝিল-বাইতুলমকাররম অগ্নিকান্ডের দায় তাদের নিতে হল অকারনে।
০৯ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:৩১
অগ্নি সারথি বলেছেন: খাসির, মাসী থাকলে দরদ হইবেই।
৯| ০৯ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪
আমি শুধুই পাঠক বলেছেন: আইচ্চা ঠিকাচে।
০৯ ই মে, ২০১৩ রাত ৮:০৭
অগ্নি সারথি বলেছেন: অক্কে।
১০| ০৯ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭
আতা2010 বলেছেন: যারা মরছে ওরা কী সব জারজ সন্তান ??????
ওদের মা বাবা ভাঈ বোন কই ??????????
০৯ ই মে, ২০১৩ রাত ৮:১১
অগ্নি সারথি বলেছেন: এমন কইরা বইলেন না ভাই। যারা মারা গেছে তাদের জন্য আমাদের দুঃখের অন্ত নাই কিন্তু অবুঝদের ভূল বুঝিয়ে যেসব কুকুর তাদের নিয়ে এসেছে, পরবর্তীতে জ্বালাও পোড়াও শুরু করে হুমকিতে ফেলেছে আগে তাদের বিচার চাই।
১১| ০৯ ই মে, ২০১৩ রাত ৮:০৩
মুহসিন বলেছেন: মাদ্রাসার এতিমদের না হয় মাবাবা নেই, বাকীদের একটা ডাটাবেজ করা হোক।
০৯ ই মে, ২০১৩ রাত ৮:১১
অগ্নি সারথি বলেছেন: করা হোক। কিন্তু করব কে? বালের কিল্লা!!!!
১২| ০৯ ই মে, ২০১৩ রাত ৮:০৩
মুহসিন বলেছেন: মাদ্রাসার এতিমদের না হয় মাবাবা নেই, বাকীদের একটা ডাটাবেজ করা হোক। আর অন্ধকার না করে লাইভ টিভির সামনে অভিযান চালালে হয়তো এতো প্রশ্নের জন্ম হতোনা।
০৯ ই মে, ২০১৩ রাত ৮:১৩
অগ্নি সারথি বলেছেন: লাইট, ক্যামেরা, একশন........... এমনে?
১৩| ০৯ ই মে, ২০১৩ রাত ৮:৫৩
শিক্ষানবিস বলেছেন: যারা শত শত জীবিত মানুষকে গুম করে পার পেতে পারে তারা মৃত মানুষকে গুম করতে পারবে না কেন?
এগার হাজার পুলিশের পক্ষে তিন হাজার লাশ গভীর রাতে গুম করা কোন কঠিন কাজ নয়।
০৯ ই মে, ২০১৩ রাত ৯:৩৪
অগ্নি সারথি বলেছেন: হাচা কতা। অখন খালি 'আমার দেশ' উল্টা পালটা না বকলেই হয়।
১৪| ০৯ ই মে, ২০১৩ রাত ১১:৩৮
নাজ_সাদাত বলেছেন: মুসলিম মরলে কোন কালে কোন হিন্দু কষ্ট পেয়েছিল??? বরং মুসলিম খুনেই এদের স্বর্গ লাভ হয় নাকি। @মুহসিন
১৫| ১০ ই মে, ২০১৩ রাত ১:১১
জুবায়ে১২ বলেছেন: হিফাযতে জামাতের ভুয়া ছবি দিয়ে হাস্যকর মিথ্যাচারিতার দলীলভিত্তিক জবাব তাদের মিথ্যুক প্রমান করে ( ছবি ব্লগ )
১০ ই মে, ২০১৩ বিকাল ৪:৫৭
অগ্নি সারথি বলেছেন: এদের মত ধর্ম ব্যবসায়ীদের সম্পর্কে ইসলামেই সতর্কতা দেয়া আছে।
১৬| ১০ ই মে, ২০১৩ সকাল ৯:০৩
হাবিব০৪২০০২ বলেছেন: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব কে যেদিন সৈন্যরা মেরে ফেলে সেদিন কিন্তু তার আত্নীয় স্বজনদের কেউ গোপালগঞ্জে কবর দেওয়ার সময় যায় নি, কেন যায় নি? বৈরী পরিস্হিতির কারনে, ইয়া নাফসী জিনিসটা সবার মধ্যেই কাজ করে. তবে ভবিষ্যতে অনুকূল পরিস্হিতিতে অনেক সময়ই সত্য ঘটনা বের হয়ে আসে. যেমনটি জেনেছি হুমায়ুন স্যারের দেয়াল উপন্যাস থেকে--- বঙ্গবন্ধুর বাসার কাজের মেয়ে এবং দারোয়ান আদালতে সে ঘটনার বিবরণ দিয়েছেন. আরও জেনেছি জাতীয় চার নেতা হত্যার ব্যাপারে মাত্র কয়েক বছর আগে তৎকালীন ডিআইজি প্রিজনের বক্তব্য প্রকাশ হয়েছে.
বিডিআর হত্যার ৪ বছর পর কমলা ফিতার লোকগুলি কারা ছিল, সেটা বের হয়েছে.
ভবিষ্যতে যদি কখনও অনুকূল পরিস্হিতি পায় তাহলে এই অভিযান ঘটনায় নিহতদের আত্নীয় স্বজনরা মুখ খুলবে
১০ ই মে, ২০১৩ বিকাল ৪:৫৩
অগ্নি সারথি বলেছেন: ঠিকাচে।
©somewhere in net ltd.
১| ০৯ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:০৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: অপারেশন মিডনাইট! বারুদের বদলে ছুড়েছিল গোলাপ!!!!!!!!!!!!!!!!!!!
আহারে, মাত্র একটা রাতও থাকতে দিল না।
শাহবাগে ৪ মাস ধরে ভিন্নমতাবলম্বীদের সরকারী অর্থব্যায়ে খাদ্য,নিরাপত্তা, মিডিয়া ননষ্টপ লাইভ কাভারেজ দেয়...
আর এই অবোধ গায়ের গন্ধ না মোছা
জীবনে প্রথম শহরদেখা কত মানুষ!!
পায়ে চপ্পল, বাশের লাঠির বাইরে অস্ত্র চেনেনা যারা
সেই সহজ সরল জিকির রত
ক্লান্ত ঘুমন্ত
মানুষও ভয়ানক হয়ে উঠল!!!!!
নাকি সরকার তার আত্মমূল্যায়নে এতটাই ভীত
যে লোকের হাটাচলাও তার আতঙ্ক হয়ে গেছে
কেউ হাটলেই চমকে যায়
কেউ কাশি দিয়ে লাফিয়ে উঠে!!
নইলে এমন হয়.....
লাখো মানুষৈর সমাবেশে
ব্লাক আউট করে, মিডিয়ার চোখ বেঁধে
শুধু সরাতেই এত হাজার হাজার রাউন্ড
গুলি, বোমা, টিয়ারশেল, গ্রেনেড....
তারপরও বলে- জিরো ইনজুরড!!!!
বলি হিরক রাজার বুঝি মতিঝিলে উদয় হয়েছেন....
আর তার শিষ্যরা গায় একই সুরে গান.....
ওরা বলে ব্রাশ ফায়ারে নাকি গোলাপ বের হয়
বুদবুদ ছোয়া, কিংবা খুশবু
লাখো লোকের সমাবেশে ৩০ মিনিট
বোপরোয়া গুলী বর্ষনেও তাই নিহত ৬ কি ৭ কিংবা শূন্য!!!
এখন রাইফেল গুলো গুলির বদলে আদর ছোড়ে
অন্ধকার করে নিতে হয় যাতে মৃত্যুর বিভীষীকা দেখতে না হয়
অথচ তবুও কি নির্লজ্জ ওরা কি মিথ্যুক ওরা
কি পিশাচ ওরা
কি রকম হায়েনা ওরা
বলে কেউ মারা যায় নি!!!!!!
ওদেরকে রাতের আধারে জমায়েত করে
সেই গোলাপবর্ষী বন্দুকের নলের সামনে দাড় করাও
তারপর ছোড়ে অসংখ্য গোলাপ-
হলপ করে বলতে পারি কেউ মরবে না।