| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
অগ্নি সারথি
	একটা বৈষম্যহীন সমাজের স্বপ্ন নিয়ে, আমি প্রান্তিক জনতার কথা বলতে এসেছি.......!
কিছুদিন আগে এক ছাগুরে সেইরাম প্যাদানী দেয়ার কারনে মডু আমারে জেনারেল কইরা দিছে, সেই দুঃখই আমার যায় না। আবার কই থিক্কা উইড়া আইস্যা এই 'পুরানপাপী (শুধু চেহারা বদল)' নামক ব্লগার আমারে ছাগু বানায়া দিল। মাননীয় চোদনা, আমি আবারো স্পীকার হয়ে গেলাম!!!!!!  
  
  
  
  
  
  
  
  
    
প্রশান্ত মহাসাগর নামক এক ওস্তাদে এক খান পোস্ট   দিয়াছিলেন। সেখানে তিনি লিখেছিলেন- কাদের মোল্লা ঝুলে গেলো। সে অপরাধী কিনা আমি জানিনা তবে কোর্ট ভালো জানেন। 
 
সেখানে আমি তার সেই কথাটা ধরে প্রশ্নবোধক মার্কিং করেছিলাম 
  
এই আমার দোষ। হয়ে গেলাম ছাগু 
 
এতদিন ধইরা ছাগুদের প্যাদানী দিয়া কি অইল আমার। নিজেই ছাগু হইলাম- 
আমারে কেউ মাইরালা..... 
 
১৩ ই ডিসেম্বর, ২০১৩  দুপুর ১:০৫
অগ্নি সারথি বলেছেন: না বাই, আমি ছাগু হইচি। আমারে কাডাল পাতা চিবাইতে দেন।
২| 
১৩ ই ডিসেম্বর, ২০১৩  বিকাল ৪:৫৩
জনৈক রুয়েটিয়ানের ব্লগ বলেছেন:  হেহ হে। 
কদিন পর আল কায়েদা ডিগ্রিও পাইবেন।  
  
 
 
১৩ ই ডিসেম্বর, ২০১৩  সন্ধ্যা  ৭:৩৩
অগ্নি সারথি বলেছেন: খিক।
৩| 
১৪ ই ডিসেম্বর, ২০১৩  সকাল ১১:৫৮
অন্যসকাল বলেছেন: খুব মন খারাপ হয় যখন দেখি ওরা সংখ্যায় অনেক! ব্যাকটেরিয়া, ভাইরাসের মতো বেড়েই চলেছে। ভয় হয়, পায়ে গ্যাংগ্রীন হলে না হয় পা কেটে দেয়া যায়। কিন্তু ওরা তো ফুসফুসে ক্যান্সার করে ছাড়ছে!
 
১৪ ই ডিসেম্বর, ২০১৩  দুপুর ১২:৪৭
অগ্নি সারথি বলেছেন: মানুষকে ভূল বুঝিয়ে ভূল রাস্তায় নিয়ে যাওয়াটা আসলেই অনেক ভয়ের এবং চিন্তার।
©somewhere in net ltd.
১|
১৩ ই ডিসেম্বর, ২০১৩  দুপুর ১:০১
রুয়াসা বলেছেন:
  
  
  
  
  
  
বিনুদুন ..........