নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটা বৈষম্যহীন সমাজের স্বপ্ন নিয়ে, আমি প্রান্তিক জনতার কথা বলতে এসেছি...!

অগ্নি সারথি

একটা বৈষম্যহীন সমাজের স্বপ্ন নিয়ে, আমি প্রান্তিক জনতার কথা বলতে এসেছি.......!

অগ্নি সারথি › বিস্তারিত পোস্টঃ

জয় হোক সামহোয়ার ইন ব্লগ পরিবারের!! জয় হোক নিপীড়িত ব্লগারদের!! জয় হোক বাংলার আপামর প্রান্তিক জনতার!!

০৬ ই এপ্রিল, ২০১৬ সকাল ৮:৪৬


প্রিয় সহব্লগারবৃন্দ,
সারথির শুভেচ্ছা গ্রহন করবেন। 'দি ববস' এওয়ার্ডের জন্য মনোনীত হবার পর ও আমি দীর্ঘদিন আপনাদের সাথে কোন যোগাযোগ করতে পারি নাই এটা আমার চরম ব্যার্থতা। তবে এর নেপথ্যে আমি নেই, রুটি-রুজি জোগাড়ের নিমিত্ত্বে চাকুরী নামক পেশাটির কল্যানে আমাকে থাকতে হচ্ছে অনেক বেশি ব্যাস্ত। এরপরও আপনারা আমার হয়ে চরম প্রচারনা চালিয়ে যাচ্ছেন, আমি এজন্য কৃতজ্ঞ। আর এই কৃতজ্ঞতা আমি বলে বোঝাতে পারবনা। আমি বিশেষ ভাবে কৃতজ্ঞ প্রিয় ব্লগার বিদ্রোহী ভৃগু ভাইয়ের নিকট। যিনি কিনা সকল ভেদ ভূলে নিজ দায়িত্বে আমার হয়ে ভোট প্রত্যাশা করে একটি পোস্ট পর্যন্ত দিয়ে ফেলেছেন! এরই নাম হয়তোবা ব্লগ পরিবার।

প্রিয় ব্লগারগন,
আমি বিশ্বাস করি ‘ডয়েচে ভেলে এবং দ্য বব্স-’ এর নির্বাচক মন্ডলী বাংলা ভাষা ইউজার বিভাগে মনোনয়নটি আমাকে দেয় নাই। মনোনয়ন দিয়েছে সামুর সকল ব্লগারকে। আমার থেকে ঢের ভাল ভাল বাঘা ব্লগার এই ব্লগে আপনারা আছেন আমি বিশ্বাস করি। নাম উল্লেখ করতে গেলে লম্বা একটা ফিরিস্তি হয়ে যাবে। বলার জন্য বলছি না, বিশ্বাস করেন অনেক অনেক শিক্ষা আমার আপনাদের নিকট হতে। এই মননোয়নের যোগ্য দাবিদ্বার কিন্তু আপনারাই।

আপনারা বলছেন, সারথি জিতে গেলে প্রিয় সামু জিতে যাবে। আমিও আপনাদের সেই সুরের সাথে সুর মিলিয়ে বলতে চাই সারথি জিতে গেলে জিতে যাবে পুরো সামু পরিবারের আমরা সবাই। জিতে যাবে বাংলার আপামর প্রান্তিক জনতা একই সাথে ভীত, নিপীড়িত-নির্যাতিত সকল ব্লগার।

আপনারা দেখেছেন, আপনার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে হাজির হয়েছে আস্ত দুটি ব্লগ। এদের একটির সাথে ভোটের ব্যবধান আমাদের যোজন যোজন ফারাক। তাদের রয়েছে বিশাল এক ফলোয়ারের বহর। প্রতি নিয়ত তারা ভোটের পর ভোট পেয়ে যাচ্ছে অথচ আমরা এখনো শ-এর ঘর খানাই পেরোতে পারলাম না। ভোট পাওয়া নিয়ে আমি চিন্তিত নই কারন এই চিন্তা শুধু আমার একার নয়। চিন্তা আপনাদেরও। আমি আমার সাধ্য মত চেষ্টা করে চলেছি। আর হয়তোবা আপনারাও।

আফসোসের বিষয়টা হল, হয়তোবা মিডিয়া পার্টনার হবার সুবাদে সামু কর্তৃপক্ষ সারথির জন্য সরাসরি প্রচার-প্রচারনায় নামতে পারছে না। তবু তারা একটা স্টিকি পোস্ট করেছেন। এজন্য তাদের ধন্যবাদ।

প্রিয় ব্লগারবৃন্দ,
আমি আবারো বলছি এ লড়াই শুধু আমার একার নয়। এ লড়াই আপনাদের ও। সারথি জিতে গেলে জিতে যাবে পুরো সামু পরিবারের হাজারো ব্লগার। জিতে যাবে সামহোয়ার ইন ব্লগ। আসুন না আমরা আবারো দেখিয়ে দেই, আমরা একজন ব্লগার-ই একেকটা ব্লগের থেকে অনেক বেশি কিছু।

২৪ ঘন্টা পরপর
ভোট করুন একবার।
হ্যাঁ! প্রতি ২৪ ঘন্টা পরপর একবার করে আপনারা আমাকে ভোট করতে পারবেন। এভাবে চলবে মে ২, ২০১৬ পর্যন্ত। শুধু নিজে ভোট দিলে হবে না। অন্যদের ও ভোট দিতে আমন্ত্রন জানান। আমি চাই, ব্লগের সকল ব্লগার আপনারা সকল ভেদ এবং খেদ ভূলে আমাকে ভোট প্রদান করুন। আমি জানি, আমার থেকে অনেক ভাল ব্লগার এই ব্লগে আপনারা। আপনাদের অনেকেই এই মনোনয়নের দ্বাবিদার ছিলেন এবং আমার থেকে অনেক বেশি যোগ্য ছিলেন। কি কারনে মনোনয়ন টি আমার কাঁধে এসে জুটল ঠিক বুঝে উঠতে পারি নাই। এখন জুটে যখন পড়েছে তখন সকল খেদ-ভেদ, রাগ ভূলে আমাকে ক্ষমা করে দিয়ে নামেন না প্রচারনায়/ভোট প্রদানে! আমার জন্য না হলেও প্রিয় প্ল্যাটফরমটির জন্য। নিজেকে সামুর একজন যোগ্য ব্লগার/লেখক হিসেবে প্রতিষ্ঠিত করতে। আমি আবারো বলছি এ মনোনয়ন শুধু সারথি-র নয়। এ মনোনয়ন সামুর সকল লেখকের মনোনয়ন। আমাকে ভোট দিয়েই দেখুন না! আপনার একটা ক্লিক আমাদের সামুর লাখো ব্লগারের আনন্দের কারণ হতে পারে।

ভোট দিবেন যেভাবেঃ (ভৃগু ভাইয়ের পোস্ট হতে কপিকৃত)

ভোট দিতে চলুন ববসে... ক্লিক

অথবা এখানে ক্লিক করুন ...

@ লগইন করুন ফেসবুক, টুইটার, ওপেন আইডি, অথবা ভিকন্টাক্ট (৫টির) এর যে কোন একটির মাধ্যমে।
সহজ ফেসবুক- আমার কাছে :)

@ লগ ইন হবার পর বেছে নিন প্রিয় বিভাগ - ইউজার এওয়ার্ড বাংলা যে ক্যাটাগরিতে তিনি নির্বাচিত হয়েছেন।
আর ২য় লিংকে ক্লিক করে ঢুকলে বাংলা ভাষা হাইলাইটস করা অংশে ক্লিক করুন

@ স্ক্রল করে নীচে নামুন... নামুন.. নামুন..

@ ৩ নং এ দেখুন আমাদের প্রিয় ব্লগার অগ্নি সারথিকে

@ দিয়ে দিন আপনার ভোট।

ব্যাস কাজ শেষ। ২৪ ঘন্টা পর আবার একই আইডি দিয়ে আবারো ভোট দিতে পারবেন। :)

একাউন্ট নিয়ে যারা সমস্যায় আছেন-

আপনার ফেসবুক আইডি দিয়ে লগইন করুন।
ডয়েচে ভেলের একউন্ট না থাকলে খোলা খবুই সহজ ২টি ধাপ মাত্র।

ডয়েচে ভেলে একাউন্ট খোলা
১ম ধাপে
লগইনের পাশে ডয়েচে ভেলে আইকনে ক্লিক করুন। যে পইজ ওপেন হবে তাতে বিনামূল্যে রেজি: করুন এ ক্লিক করুন।


২য় ধাপ:


আপনার ইমেইল আইডি দিন , পাসওয়ার্ড দিন নামের ঘরে নাম লিখুন। কনফার্ম পাসওয়ার্ডে কনফার্ম করুন পাসওয়ার্ড...
আইএমন নট এ রোবট অপশনে ক্লিক করে -যে ভ্যারিফকেশন চাইবে- (ছবির উপরে লেখা থাকে.. ছবি থেকে নির্দিষ্ট কিছূ ছবি.. মার্ক করতে। নদী বললে নদী, পাহাড়া বললে পহাড়ের সব গুলো ট্রে্ন বললে ট্রেনের সকল ছবি.. এইভাবে ক্লিক করে ব্যারিফাই ক্লিক করুন।)
টার্ম এন্ড কন্ডিশনে ক্লিক করুন।
সবশেষে রেজিতে ক্লিক করুন।


ব্যাস এইবার ভোট দিতে থাকুন আনন্দে :)



মোবাইলে ভোট দিন সহজে: সৌজন্যে সাহসী সন্তান ভাই

১।

২।

৩।

৪।
এবার 'বাছাই করুন' এ ক্লিক করলে এ রকম আসবে!


৫।
'বাছাই করুনটা কম্পিলিট হয়ে গেলে নিচে 'মনোনীতদের একজনকে বাছাই করুন' এ ক্লিক করে 'অগ্নি সারথি' ভাইয়ের নামে ক্লিক করুন। এবং সর্বশেষ ভোট দিন অপশনে ক্লিক করুন। ব্যাস আপনার কাজ শেষ। আবার ২৪ ঘন্টা পর সময় করে আর একটা ভোট দিন!


প্রিয় সুহৃদ,
আমিও আপনাদের সাথে গলা ছেড়ে বলতে চাই, "ডয়েচে ভেলে আমাকে চূড়ান্ত মনোয়ন দিলেও - চূড়ান্ত বিজয় আপনাদের হাতে...!"

অগ্নি সারথির বিজয় সামুর বিজয়~~~ আমরা বিজয়ী হতে চাই :)

নিজে ভোট দিন.. অন্যকেও উৎসাহিত করুন।

জয় হোক সামহোয়ার ইন ব্লগের। জয় হোক নিপীড়িত ব্লগারদের। জয় হোক প্রান্তিক জনতার।

মন্তব্য ৬৫ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৬৫) মন্তব্য লিখুন

১| ০৬ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:০১

মো: জাবেদ হোসেন বলেছেন: এ লড়াই শুধু আমার একার নয়। এ লড়াই আপনাদের ও। সারথি জিতে গেলে জিতে যাবে পুরো সামু পরিবারের হাজারো ব্লগার। জিতে যাবে সামহোয়ার ইন ব্লগ। আসুন না আমরা আবারো দেখিয়ে দেই, আমরা একজন ব্লগার-ই একেকটা ব্লগের থেকে অনেক বেশি কিছু।

আমি প্রতিদিন ভোট দিয়ে যাচ্ছি।
নতুন হিসাবে বেশি বুঝী না। বাট এটুকু নিয়মিত করছি। :)

০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:০৬

অগ্নি সারথি বলেছেন: ধন্যবাদ ভাই।

২| ০৬ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:১৬

এইচ.এম উবায়দুল্লাহ বলেছেন: আমি মাত্র ভোট দিলাম

০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:০৭

অগ্নি সারথি বলেছেন: ২৪ ঘন্টা পরপর
ভোট করুন একবার। ভোটের জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

৩| ০৬ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:৩২

আহমেদ জী এস বলেছেন: অগ্নি সারথি ,



এইমাত্র ভোট দিলুম ।
কাল সকালে আবার ................

শুভেচ্ছান্তে ।

০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:০৯

অগ্নি সারথি বলেছেন: সাথে থাকবার জন্য অশেষ কৃতজ্ঞতা ভাই।

৪| ০৬ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:৪১

আরজু পনি বলেছেন:
অভিনন্দন রইল।

সাথেই আছি যেদিন প্রথম বিদ্রোহী ভৃগুর পোস্ট চোখে পড়েছে সেদিন থেকেই।

০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:১০

অগ্নি সারথি বলেছেন: অশেষ কৃতজ্ঞতা। বোঝানোর ভাষা নেই।

৫| ০৬ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:৪২

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: সাথে আছি সারথি ভাই। জয় আমাদেরই হবে।

০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:১০

অগ্নি সারথি বলেছেন: ইনশাল্লাহ ভাই।

৬| ০৬ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:৪৩

বিজন রয় বলেছেন: এত জয় জয় করছেন কেন?

যা করার তা ঠিকই করবো।

অভিনন্দন।

০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:১১

অগ্নি সারথি বলেছেন: :( :( :(

৭| ০৬ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:৫৩

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: অভিনন্দন। সাথে আছি।

০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:১২

অগ্নি সারথি বলেছেন: ধন্যবাদ ভাই।

৮| ০৬ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:১৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ভোটে হারা জেতা দিয়ে আসলে ভালো ব্লগারদের মূল্যায়ন হবে না। তারা তাদের কাজ দিয়েই মূল্যায়ন পেয়ে আসছেন। আপনিও তার ব্যতিক্রম নন।

ভোট দিয়ে আসলাম। সামনে আবারও দিবো। আপনার জন্য অনেক শুভ কামনা রইল। শুভেচ্ছা জানবেন।

০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:১৩

অগ্নি সারথি বলেছেন: ঠিকই বলেছেন ভাই। আমিও টুইটার/ফেসবুকের মাধ্যমে ভোট প্রদান করে জেতানোর বিরোধী।
ভোট এবং পাশে থাকবার জন্য অনেক ধন্যবাদ ভাই।

৯| ০৬ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:৪৮

বিদগ্ধ বলেছেন: ভোট দিয়ে যাচ্ছি। আপনার জন্য শুভ কামনা!

০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:১৪

অগ্নি সারথি বলেছেন: আমি জানি ভাই। কৃতজ্ঞতা জানবেন।

১০| ০৬ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:০০

জানা বলেছেন: অজস্র শুভ কামনা থাকছে আপনার ব্লগটির জন্যে @অগ্নি সারথি।
জয় হোক।

https://www.facebook.com/somewhereinblog/

০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:১৭

অগ্নি সারথি বলেছেন: জানাপু, সরাসরি না থাকলেও আপনি যে আমার পেছনে একজন অভিভাবকের মত রয়েছেন সেটা আমি বুঝতে পারি কিন্তু। সত্যি বলতে কি জানেন, একটা সময় ছিল যখন আমার পেটে বোম মারলেও দুকলম লেখাও বের হত না। আর আজ দেখেন আমি সিরিজ লিখি। সামু আমাকে শিখিয়েছে, পড়িয়েছে তারপর আমাকে তৈরি করেছে। এক বিন্দু মিথ্যা বলছিনা। সামুর এই ঋন আমি কখনো পরিশোধ করতে পারবনা।

১১| ০৬ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:০২

জানা বলেছেন: view this link

০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:১৮

অগ্নি সারথি বলেছেন: ধন্যবাদ জানাপু।

১২| ০৬ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:৪৩

সুমন কর বলেছেন: শুভ কামনা রইল।

০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:১৯

অগ্নি সারথি বলেছেন: সুমন দা! আপনি একটিভ নেই। কাছের লোকগুলোকে কাছে পাচ্ছিনা কিন্তু!

১৩| ০৬ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:৫৩

আবু শাকিল বলেছেন: ভোট দিয়ে আসলাম ।
আপনার কাজের মূল্যায়ন হোক ।

০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:২২

অগ্নি সারথি বলেছেন: শাকিল ভাই! আপনি যা করছেন তা আমাকে বলতে হবে না। আমি জানি আপনি অনেক করছেন। কৃতজ্ঞতা জানবেন ভাই।

১৪| ০৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:১০

মিজানুর রহমান মিরান বলেছেন: দিয়েছি দিবো। আছি পাশে সামুর এক নগন্য সদস্য হয়ে।

০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:২৪

অগ্নি সারথি বলেছেন: মিরান ভাই আমি যখন এই ব্লগটায় আসি তখন আমিও একজন নগন্য সদস্য হিসেবে নিজেকে ভাবতাম। কিন্তু আমরা সকলেই সারথি-র থেকে অনেক ভাল ব্লগার। আজ আমি, কাল যে আপনি মনোনীত হবেন না কেউ কি বলতে পারবে? ২৪ ঘন্টা পর পর প্রতিদিন ভাই।

১৫| ০৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:৪২

কান্ডারি অথর্ব বলেছেন:



টেনশন নিয়েন না ভ্রাতা। আর জয় পরাজয় কোন বিষয় না। আপনি ভাল ব্লগার এইটাই আসল পরিচয়।

০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:২৫

অগ্নি সারথি বলেছেন: কান্ডারী ভাই-র ইন্সপারেশন! সত্যি বেশ কাজের। ভিশন অভিমানে যেদিন ব্লগ ছেড়ে চলে যেতে চেয়েছিলাম সেদিন পথ আটকানোর দলে আপনিও ছিলেন ভাই। ভূলি না, ভূলব না।

১৬| ০৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:৪২

কথাকথিকেথিকথন বলেছেন: অভিনন্দন এবং শুভ কামনা রইলো । ভোট দেয়ার চেষ্টা করছি কিন্তু ঢুকছে না । পেইজ আসলেও লগ ইন অপশনে ক্লিক করলে আর আসে না । ফেইজবুক দিয়েই আসছে না, টুইটার দিয়েও আসছে না ।

০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:২৭

অগ্নি সারথি বলেছেন: ভাই মাঝে মাঝে সাইট টা জ্যাম হয়ে যাচ্ছে। আর এমন হলে ২য় লিংকটা ট্রাই করবেন। ২৪ ঘন্টা পরপর ভোট দেয়া লাগবে কিন্তু ভাই।

১৭| ০৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:২৯

হাসান মাহবুব বলেছেন: ভোট দিয়েছি। শুভকামনা রইলো।

০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:২৮

অগ্নি সারথি বলেছেন: আরো দিতে হবে ভাই। ২৪ ঘন্টা পরপর দিতে হবে কিন্তু।

১৮| ০৬ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:১২

ফেরদৌসা রুহী বলেছেন: ভোট দিয়ে এসেছি মাত্র।

০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:২৯

অগ্নি সারথি বলেছেন: ধন্যবাদ আপা। আরো দিতে হবে। ২৪ ঘন্টা পরপর দিতে হবে কিন্তু।

১৯| ০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৫৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আগেই দিয়েছি এক
এইবারে নব্বই;
মুঞ্চায় আছে যত
একা দেই সব্বই।

ব্যাটারা বড় ধরিবাজ
একদিনে একটা; B:-/
প্রতিভোট থাইজেন্ড
রেডি রেখো চেকটা। ;)

আরি বাপু চটো ক্যান
মজাটাও বুঝনা!
বাঁদরের কাছে কভু
ভালো কিছু খুঁজনা। :P

কথা মোর ফাইনাল
জিতে যাবে অগ্নি;
ট্যাকা দিব হাজীসাব ***(ট্যাকা=ভোট/হাজীসাব=সামুর মামুরা)
যত লাগে লগ্নি। :-B

০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৩১

অগ্নি সারথি বলেছেন: আগেই বলেছি কবি। কবিতা পড়তে জানি কিন্তু লিখতে জানিনা তাই উত্তর দিলুম না শুধু এক আটি ধইন্যাপাতা দিলুম।

২০| ০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:১২

মাহবুবুল আজাদ বলেছেন: ভোট চলবে ।
আমরা আছি আপনার পাশে।

০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৩২

অগ্নি সারথি বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাই।

২১| ০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:১৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: কারেকশান:-নিরানব্বই

০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৩২

অগ্নি সারথি বলেছেন: অখন তো দেখি ১০২!!

২২| ০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:২৩

কালনী নদী বলেছেন: ফেসবুক, টুইটার যার যতটি আইডি আছে, সব নিয়ে ২৪ ঘন্টায় একবার যাপিয়ে পড়ুন. . . . ফেসবুক - টুইটারে শেয়ার করুন একজুগে সবাইকে জানিয়ে দিন অগ্নি সারথিকে ভোট দিতে।
এ জয় আমার,
এ জয় তোমার!
এ জয় নিরাশার-
এ জয় আশার।

(শোভ কামণা রইল)

০৭ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:২৫

অগ্নি সারথি বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।
এ জয় আমার,
এ জয় তোমার!
এ জয় নিরাশার-
এ জয় আশার।

২৩| ০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:২৪

প্রামানিক বলেছেন: ভয় নাই সাথে আছি।

০৭ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:২৫

অগ্নি সারথি বলেছেন: অশেষ ধন্যবাদ প্রামানিক দা।

২৪| ০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৩০

সোহানী বলেছেন: সাথে আছি.....

০৭ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:২৬

অগ্নি সারথি বলেছেন: ধন্যবাদ সোহানী।

২৫| ০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১:০৪

মহা সমন্বয় বলেছেন:
২৪ ঘন্টা পরপর
ভোট করুন একবার।

০৭ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:২৭

অগ্নি সারথি বলেছেন: :)

২৬| ০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ২:০৮

মাহমুদুর রহমান সুজন বলেছেন: সাথে আছি । ভোট দিতে থাকব।

০৭ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:২৭

অগ্নি সারথি বলেছেন: এটা আমি খুব ভাল করে জানি সুজন ভাই। কৃতজ্ঞতা!

২৭| ০৭ ই এপ্রিল, ২০১৬ ভোর ৬:৫০

পাকাচুল বলেছেন: আপনার ভোটের জন্য ধন্যবাদ! লগইন নাম***********, Facebook

আপনি এইমাত্র যাকে ভোট দিয়েছেন:********

০৭ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:২৮

অগ্নি সারথি বলেছেন: ভাই প্রতিদিন দিতে হবে কিন্তু!

২৮| ০৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:১৭

মাহমুদা আক্তার সুমা বলেছেন: পাশে আছি সবসময়। ভোট দিলাম।

০৭ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:২৯

অগ্নি সারথি বলেছেন: ধন্যবাদ সুমা আপা! ২৪ ঘন্টা পরপর দিতে হবে এভাবে। :)

২৯| ০৮ ই এপ্রিল, ২০১৬ ভোর ৬:৫২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আজ দিনু ফের এক
যেইভাবে লিন্ক দিলা;
মে'মাসের দুইতক
চলবে এ সিলসিলা। :)

১১ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৪৪

অগ্নি সারথি বলেছেন: :)

৩০| ০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ১:০২

জার্মান প্রবাসে বলেছেন: অগ্নি দা এর জন্য শুভ কামনা। কিন্তু আমাদের কথাগুলো রেখে গেলাম। শেষ বিবেচনা আপনাদের। :)

‘দ্য বব্স – বেস্ট অফ অনলাইন অ্যাক্টিভিজম’ প্রতিযোগিতায় কেন জার্মান প্রবাসেকেই ভোট দিবেন? (পর্ব - ১/৫)

---------------------------------
---------------------------------
নগর পুড়িলে দেবালয় কি এড়ায়?

০৯ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:৪০

অগ্নি সারথি বলেছেন: আমি আপনাদের কর্মকান্ড গুলো সম্পর্কে কিছুদিন আগেই বিশদ জেনেছি। স্যালুট পাবার দাবিদ্বার আপনারা অবশ্যই। আমার কি মনে হয় জানেন দি ববস, ব্লগ এবং ব্লগার দুটো অনুসঙ্গকে গুলিয়ে ফেলে একটাকে আরেকটার প্রতিদ্বন্দ্বি বানিয়ে ফেলেছে। যেটা কখনোই হবার ছিলনা। যাই হোক, শুভ কামনা জানবেন ভাই।

৩১| ০৯ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৫২

জার্মান প্রবাসে বলেছেন: ধন্যবাদ অগ্নি দা। আসলেই আলাদা ক্যাটাগরি হলে ভাল হত।
পুরো ব্যাপারটা স্পোর্টিংলি নেয়ার জন্য ধন্যবাদ। :)

---------------------------------
---------------------------------
নগর পুড়িলে দেবালয় কি এড়ায়?

৩২| ১১ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৫৩

Subroto বলেছেন: ভোট দিয়া আসলাম ।
এবং এই কামনা করি যেন আপনি ১ম স্থানটা অধিকার করেন ।

১১ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৪৫

অগ্নি সারথি বলেছেন: ধন্যবাদ ভাই!

৩৩| ১২ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:২৪

মির্জা বাড়ির বউড়া বলেছেন: ফোস্ট বালো অইছে। পেলাস

১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:২৭

অগ্নি সারথি বলেছেন: ধন্যবাদ মির্জা বাড়ির বউরা। তয় আমার একটা প্রশ্ন আপনার নামে 'বউরা' কেন? কতজন বউ আপনারা?
হে হে হে। দুঃখিত মশকরা করবার জন্য। ভাল থাকুন। শুভ কামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.