নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

উন্মাতাল পৃথিবী নিঃসংগ আমি

লিখতে চাই অনেক কিছু, কিন্তু কি লিখব। কত যে কথা ছিল মনের মাঝে, আজ এ অসময়ে বুকের মাঝে শুধু বাজে। যাবোই চলে হারিয়ে আমি মহাকালের গর্ভে। অসীম অর্থহীন পথচলা নাকি নতুন স্বপ্নের জাল বোনা।

বেকার যুবক

ভালোবাসি বাংলাদেশ। ---বিদ্বেষ আমার রক্তে নেই, কিন্তু মেয়েরা সুন্দর পোশাক পড়বেনা, এটা আমি মানতেই পারি না।--- ভালোবাসি পৃথিবীর অনেক কিছু যা কিছু সুন্দর। ভালোবাসি ডানা মেলা মুক্ত বিহঙ্গ। ভালোবাসি ভাবতে। ভালোবাসি মন-প্রাণ খুলে হাসতে। ভালোবাসি নীল আকাশ আর বৃষ্টির রিম-ঝিম। ভালোবাসি সমুদ্রের গর্জন আর সভ্যতার নাগপাশে বন্দী মানবজীবন। ভালোবাসি উর্দ্ধমুখী নিঃসংগতা আর ভালোবাসি বেকার যুবক।

বেকার যুবক › বিস্তারিত পোস্টঃ

শালীন পোশাকেই মেয়েদেরকে সবচেয়ে সুন্দর লাগে। কি বলেন?

২০ শে জুন, ২০১৩ রাত ৯:৫১

এমন মানুষ নেই যার নারীর প্রতি একটা টান নেই...এ টান মোটেই দোষের নয় --- ডা. লুৎফর রহমান



শালীন পোশাকেই মেয়েদেরকে সবচেয়ে সুন্দর লাগে। এই সৌন্দর্যের সাথে একটা সারল্য ও পবিত্রতাও মিশ্রিত থাকে। মন থেকে তাদের প্রতি শ্রদ্ধা সৃষ্টি হয়। হিজাব একটা শালীন পোশাক, তবে পোশাক সুন্দর হলে যেকোন পোশাকেই শালীনতা বজায় রাখা যায়।



অশালীন পোশাকে বেশিরভাগ মেয়েকেই অসুন্দর লাগে এটাকি তারা বোঝেনা।

বেডরুমের পোশাকে নারীদেরকে শুধু বেডরুমেই মানায়।







আপনি কি বলেন?





বেকার যুবক

মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২০ শে জুন, ২০১৩ রাত ১০:০০

রাজীব নুর বলেছেন: হুম।

২| ২০ শে জুন, ২০১৩ রাত ১০:০৩

বেকার যুবক বলেছেন: ভাই শুধু হুম! দিলেন। যাক তবুও একজনের সমর্থন তো পাওয়া গেল।

৩| ২০ শে জুন, ২০১৩ রাত ১০:১০

রাজনীতির ভাষা বলেছেন: সত্য।

২০ শে জুন, ২০১৩ রাত ১০:৩২

বেকার যুবক বলেছেন: ধন্যবাদ।

৪| ২০ শে জুন, ২০১৩ রাত ১০:১৯

চারশবিশ বলেছেন: শালীনতা শুধু কি মেয়েদের পোষাকে
ছেলেদের পোষাকে শালীনতা নাই

২০ শে জুন, ২০১৩ রাত ১০:৩৬

বেকার যুবক বলেছেন: অবশ্যই আছে। তবে আমার লেখার প্রথম লাইনটা পড়লেই বুঝবেন, এখানে মূলত মেয়েদের প্রসংগে বলা হচ্ছে।


বাই দ্য ওয়েঃ পোশাক (বিদেশি শব্দ। মূর্ধণ্য-ষ এর ব্যবহার নিষিদ্ধ)

৫| ২০ শে জুন, ২০১৩ রাত ১০:৩৯

খেয়া ঘাট বলেছেন: ১০০% সহমত।
+++++++++++++++++++++++++++++++++++++++++
একগুচ্ছ প্লাস।

২০ শে জুন, ২০১৩ রাত ১১:০২

বেকার যুবক বলেছেন: এত প্লাস কই রাখি। ভাই পোস্টে মর্ম বোঝার জন্য ধন্যবাদ।

৬| ২০ শে জুন, ২০১৩ রাত ১০:৫৪

বুঝিনাই বলেছেন: ছেলে হোক মেয়ে হোক শালীন পোশাকেই সবচেয়ে ভাল মানায়।

২০ শে জুন, ২০১৩ রাত ১১:০৩

বেকার যুবক বলেছেন: হুম!

৭| ২০ শে জুন, ২০১৩ রাত ১১:২৬

হাসান কালবৈশাখী বলেছেন:
বাঙ্গালি মেয়েরা কখনোই অশালিন পোষাক পড়ে না, বিদেশে গেলেও না।

২১ শে জুন, ২০১৩ সকাল ৮:১৯

বেকার যুবক বলেছেন: কথাটা যদি সম্পূর্ণ বিশ্বাস করতে পারতাম, খুব ভালো লাগত। তবে বাঙ্গালি মেয়ে বলতে কাদের বুঝিয়েছেন সেটা জানতে পারলে আরো ভালো লাগত। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

৮| ২০ শে জুন, ২০১৩ রাত ১১:৪০

ইকরাম বাপ্পী বলেছেন: আমার তো মনে হয় মন শালিন না হলে পোশাকে কিছু আশে যায় না। 1st ইয়ার থাকতে এক বন্ধুর একটা কথা মনে পড়ছে " বোরকা পরেলেও যে একটা মেয়েকে সেক্সি লাগে তা আজ জানলাম।" এখানে মেয়েটা দোষী তার পোশাক নির্বাচনের মানসিকতায় আর ছেলেটা দৃষ্টিভঙ্গিতে...

২১ শে জুন, ২০১৩ সকাল ৮:১৭

বেকার যুবক বলেছেন: অবশ্যই শালীন মন সবার আগে প্রয়োজন। তবে অশালীন পোশাকের ভেতর, শালীন মন বাস করতে পারেনা।

সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

৯| ২১ শে জুন, ২০১৩ রাত ১২:৪১

দুরন্ত-পথিক বলেছেন: অশালীনতা যেভাবে বৃদ্ধি পাচ্ছে,কয়েকবছর পর শালীন নামক শব্দটি হয়তো শুধু বই পুস্তকে পাওয়া যাবে।

২১ শে জুন, ২০১৩ সকাল ৮:২০

বেকার যুবক বলেছেন: কিছু একটা করা দরকার। অবশ্য মানুষ বৃদ্ধি পাচ্ছে, তাই মনে হচ্ছে অশালীনতার বৃদ্ধি ঘটছে। কিন্তু এখনও অনেক শালীন পোশাকের পবিত্র মেয়ের সন্ধান পাওয়া যাবে।

মন্তব্যের জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.